সাবেক বিএনপি নেতার আওয়ামী লীগে যোগ
Published: 23rd, October 2025 GMT
কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা ও আইনজীবী ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। পরে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ফেসবুকে তাঁর দলে যোগদানের খবর প্রচার করেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঘাস
চাঁদের আলোয় আজ বালুর ভেতর ঘাস জন্মেছে
কেউ জানে না কবে থেকে
তাদের শিকড়ে লুকিয়ে আছে
ঘুমন্ত হরিণের নিশ্বাস।
আমি হেঁটে যাই সেই ঘাসের ভেতর দিয়ে,
দেখি আমার ছায়া আগে চলে গেছে,
আর আমি পেছনে পড়ে আছি
নিজের জন্মের আগের বয়সে।
দূরে বুড়িগঙ্গা নদীর হাঁটুজলে দাঁড়িয়ে
পাখিদের ডাকে উত্তর দিচ্ছে
যেন কেউ স্বপ্নে তার নাম ধরে ডাকছে
আর সে চেনে না সেই ভাষা।
তুমি কি জানো, এই পৃথিবীর শেষ বৃষ্টিটা
আগামীকাল পড়বে না,
বরং পড়ে গেছে বহুকাল আগে,
এক অপরাহ্ণে
যখন আমরা দুজন
মরশুম বদলের আগে হাত ধরেছিলাম।