জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে মেলান্দহ উপজেলার ফুলতলা এলাকায় পৌঁছালে ট্রেনটির বিকল হয়ে যায়। তিন ঘণ্টা পর উদ্ধারকারী ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

মেলান্দহ রেলস্টেশন সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৪০ মিনিটে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বেলা তিনটার দিকে ট্রেনটি মেলান্দহের ফুলতলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি মেলান্দহ স্টেশনে আনে। বিকল ইঞ্জিনটিও মেলান্দহ রেলস্টেশনে আনা হয়। পরে প্রায় তিন ঘণ্টা দেরিতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেলান্দহ স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। তিন ঘণ্টা ট্রেন বিলম্বে যাত্রা করায় জামালপুর, মেলান্দহ ও পিয়ারপুর স্টেশনের শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।

মেলান্দহ রেলওয়ে স্টেশনের মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছাড়ার পর মেলান্দহ উপজেলার দুরমুঠ স্টেশন অতিক্রম করে ফুলতলা এলাকায় ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এতে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। কোনোভাবেই ইঞ্জিনটি ঠিক না হওয়ায় ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ইঞ্জিনের জন্য খবর দেওয়া হয়। সেই ইঞ্জিনের মাধ্যমে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল

মজিদের সেঞ্চুরি ও হায়দারের ঝড়ে ময়মনসিংহের ৫৫৫

জাতীয় ক্রিকেট লিগে নবাগত ময়মনসিংহ দারুণভাবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। প্রথম ইনিংসে মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলামের পর এবার সেঞ্চুরি পেয়েছেন আবদুল মজিদ। অধিনায়ক শুভাগত হোম ও আবু হায়দারও খেলেছেন ঝোড়ো ইনিংস। তিনজনের ব্যাটে ভর করে ময়মনসিংহ ৬ উইকেটে ৫৫৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে বল হাতে শুরুও করেছে ভালো—প্রতিপক্ষ রংপুর দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৮ রান তুলে ফিরেছে ড্রেসিংরুমে।

২ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ময়মনসিংহ। তবে ২২ রান যোগ করতেই পড়ে যায় আরও দুটি উইকেট। এরপর মজিদ ও শুভাগত গড়েন ১৩০ রানের জুটি। ৮৬ বলে ৬৫ রান করে শুভাগত আউট হওয়ার পর মজিদ জুটি গড়েন তাহজিবুল ইসলামের সঙ্গে (২১)। ষষ্ঠ উইকেটে আসে ৩৪ রান। এরপর হায়দারকে সঙ্গে নিয়ে মাত্র ৪২ বলেই সপ্তম উইকেটে তোলেন ৭৭ রান। ৩৪ বলে ৫ ছক্কায় ৬০ রান করেন হায়দার। অপর প্রান্তে ১৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৯ রানে অপরাজিত থাকেন মজিদ। ১১০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তাঁর ১৪তম সেঞ্চুরি।

সেঞ্চুরি হাতছাড়া মুমিনুলের৯২ রানে আউট হয়েছেন চট্টগ্রামের মুমিনুল হক

সম্পর্কিত নিবন্ধ

  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজারে নতুন ট্রেন চালুসহ ৮ দাবিতে অবরোধ-বিক্ষোভ
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২