নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর এলাকায় ওই দুই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ স্টেশনের উপ-পরিচালক আবদুল আল আরেফিন।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিনগর এলাকার নূরে আলমের মালিকানাধীন একটি কারখানায় প্রথমে আগুন লাগে। অল্প কিছুক্ষণের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে। পাশের প্লাস্টিক কারখানাতেও আগুন লাগে। এতে উভয় কারখানার সব পণ্য পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ স্টেশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেছেন, “আমরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। মোট ছয়টি ইউনিট কাজ করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে আপাতত বলতে পারছি না। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।”

ঢাকা/অনিক/রফিক 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বন্দরে সাবেক কাউন্সিলর মুরাদের উদ্যাগে মিলাদ ও দোয়া  

বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও  বিএনপি নেতা গোলাম নবী মুরাদের  উদ্যাগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় বন্দর থানার সোনাকান্দা কেএনসেন রোডস্থ উল্লেখিত নেতার বাস ভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির হাই কমান্ড তাদের ইচ্ছানুযায়ী আমাদের বহিস্কার করেছিল পূনরায় তারা আবার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে।

আমাদের শেষ ঠিকানা বিএনপি। বিএনপির পতাকাতলেই আমাদের ধ্যান-জ্ঞান। আমাদের সহযোদ্ধা আরো দুজন সাবেক কাউন্সিলর হান্নান সরকার ও সুলতান আহমেদের বহিস্কারাদেশও অচিরেই প্রত্যাহার হবে।  আমি সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের সুস্বাস্থ্য কামনাসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার,  ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২৫ নং ওযার্ড বিএনপি নেতা নেসার উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোস্তাকুর রহমান, জান্নাতুল ফেরদৌস রাজিব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহীদ মেম্বার, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা আবু সাঈদ, হাজী মোক্তার হোসেন,  ওলিদ, শাহীন, আরমান মৃধা, দেলোয়ার হোসেন, নাদিম মাহামুদ, আক্তারুজ্জামান, দেলোয়ার হোসেন, টাকিন বাদশা, এবাদুল্লাহ ও আজিমসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন সোনাকান্দা বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলাম। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের তোবারক বিতরন করা হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ‘চোর’ সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি
  • যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানা
  • মামুন মাহমুদের বিরুদ্ধে রবির বক্তব্য উদ্দেশ্য  প্রণোদিত, সত্যতা নেই : বিডিআর রফিক 
  • ভূমিকম্প–ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠক
  • প্রয়াত ডেভিডের কবরে জেলা ও মহানগর বিএনপি’র শ্রদ্ধা ও দোয়া
  • ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে কাজ করতে সিদ্ধিরগঞ্জ যুবদল অঙ্গীকারবদ্ধ
  • বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মহানগর যুবদল ঐক্যবদ্ধ
  • নারায়ণগঞ্জে ‘চোর’ আখ্যা দিয়ে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • সম্মাননা পেলেন সাংবাদিক কন্যা মিম ইসলাম 
  • বন্দরে সাবেক কাউন্সিলর মুরাদের উদ্যাগে মিলাদ ও দোয়া