নারায়ণগঞ্জে দুটি কারখানায় অগ্নিকাণ্ড
Published: 15th, January 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর এলাকায় ওই দুই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ স্টেশনের উপ-পরিচালক আবদুল আল আরেফিন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিনগর এলাকার নূরে আলমের মালিকানাধীন একটি কারখানায় প্রথমে আগুন লাগে। অল্প কিছুক্ষণের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে। পাশের প্লাস্টিক কারখানাতেও আগুন লাগে। এতে উভয় কারখানার সব পণ্য পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ স্টেশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেছেন, “আমরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। মোট ছয়টি ইউনিট কাজ করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে আপাতত বলতে পারছি না। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।”
ঢাকা/অনিক/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে মহিলা দলের শুভেচ্ছা
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত মাসুদ-পন্টি পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মহিলা দলের নেতৃবৃন্দরা।
জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া ও মহানগর মহিলা দল সভাপতি দিলারা মাসুদ ময়না গতকাল বুধবার (২ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাবে এসে নব-নির্বাচিত পরিষদকে এ শুভেচ্ছা জানান।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সকল সদস্যদের বর্ণাঢ্য সাংবাদিকতা ক্যারিয়ারের প্রশংসা করেন মহিলা দল নেতৃবৃন্দ। তারা বলেন, গণঅভ্যুত্থান তথা ৫ আগস্ট পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের এবারের নির্বাচনে যারা জয়ী হয়েছেন তারা সবাই সাংবাদিকতার ক্ষেত্রে সংগ্রামী যোদ্ধা।
বিশেষ করে সদ্য নির্বাচিত সভাপতি আবু সাউদ ভাই, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বহু মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামীতে নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনগনের স্বার্থে লিখনির মাধ্যমে তারা যাতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, দল-মত নির্বিশেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সর্বদা সকলের পাশে ছিলো, আছে এবং থাকবে।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আবদুস সালাম, মাহফুজুর রহমান, প্রণব কৃষ্ণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।