নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর এলাকায় ওই দুই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ স্টেশনের উপ-পরিচালক আবদুল আল আরেফিন।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিনগর এলাকার নূরে আলমের মালিকানাধীন একটি কারখানায় প্রথমে আগুন লাগে। অল্প কিছুক্ষণের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে। পাশের প্লাস্টিক কারখানাতেও আগুন লাগে। এতে উভয় কারখানার সব পণ্য পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ স্টেশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেছেন, “আমরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। মোট ছয়টি ইউনিট কাজ করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে আপাতত বলতে পারছি না। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।”

ঢাকা/অনিক/রফিক 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ইমাম-খতিব কনফারেন্স অনুষ্ঠিত

শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে  ইমাম-খতিব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।  

২৫ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার টান মুশুরী সফুরা কমিউনিটি সেন্টারে এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার। 

শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলাউদ্দিন আল আজাদীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, আদিশিয়া গ্রুপের চেয়ারম্যান আরমান মোল্লা,  মহাসচিব মুফতি শরিফ উল্লাহ তারেকী,  সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুল্লাহ বিন রফিক। 

কনফারেন্সে শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন নবসুর শিল্পীগোষ্ঠী ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন। 

এ সময় বক্তারা বলেন, ইসলাম ধর্ম কখনো কঠোরতা দিয়ে, ভয় দেখিয়ে দাওয়াত দেন না। হিকমাহর সাথে ডাকতে হয়। যারা ভয় ভীতি দেখায়,ইমাম, খতিব মুয়াজ্জিনগং স্ব স্ব এলাকার প্রতিনিধি হিসেবে ভয়কে প্রতিহত করতে হবে।

তারা মসজিদে থেকে কুরআন হাদিসের আলোকে বয়ান করবেন। এতে ভয় পাওয়ার কিছু নাই।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩১ দফার আলোতে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে : সজল
  • নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  •  ১১ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও ৩১ দফার লিফলেট বিতরণ 
  • সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার
  • মোবাইল আমাদের সকল আনন্দ কেড়ে নিয়েছে : জেলা প্রশাসক
  • আগামী সরকার হবে বিএনপির : খোরশেদ
  • জামায়াত কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি কর্মীদের হামলা : প্রতিবাদ, শাস্তি দাবি
  • সোনারগায়ে এবি পার্টির গণসংযোগ
  • সোনারগাঁয়ে প্রতিটি ইউনিয়নে ফ্রী মেডিকেল ক্যাম্প কার্যক্রম চলমান থাকবে : মামুন মাহমুদ
  • রূপগঞ্জে ইমাম-খতিব কনফারেন্স অনুষ্ঠিত