আনিসুল ইসলাম। চাকরি করেন চট্টগ্রামের একটি পোশাক কারখানায়। পরিবার থাকেন ঢাকায়। ঈদের ছুটিতে সোনার বাংলা এক্সপ্রেসে আজ বৃহস্পতিবার বাসায় ফিরছেন তিনি।

শুধু আনিসুল ইসলাম নন, ঈদের টানা ছুটিতে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। আজ ছিল ছুটির আগে শেষ কর্মদিবস। এদিন ছুটি শেষে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড় তৈরি হয়। তবে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ছে। তাই স্টেশনে যাত্রীদের ভোগান্তি তুলনামূলক কম। 

ট্রেনের ছাদে কিংবা হুড়োহুড়ি করে কাউকে ট্রেনে চড়তে দেখা যায়নি। গত বুধবার থেকে নিয়মিত ট্রেনের পাশাপাশি চলছে বিশেষ ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটিও। 

বৃহস্পতিবার বিকেলে স্টেশনে শত শত মানুষের ভিড় ছিল। কারও গন্তব্য চাঁদপুর, কারও আবার ফেনী, কুমিল্লা বা ঢাকা। আবার কেউ কেউ যাচ্ছেন ময়মনসিংহ ও সিলেটে। তাদের সবাই জীবিকার তাগিদে চট্টগ্রামে থাকেন। কেউ পরিবার নিয়ে থাকেন। কেউ আবার একা। কারও হাতে ঈদ উপহার। কেউ আবার এলাকায় গিয়ে করবেন ঈদ মার্কেট। ঈদ আনন্দ নিয়ে বাড়ি ফিরছেন সবাই।  

আনিসুল ইসলাম বলেন, ‘ছুটি না থাকায় কয়েক মাস পরপর বাড়ি যাওয়া হয়। এবার লম্বা ছুটি পেয়েছি। তাই বাড়িতে গিয়ে ছেলেদের নিয়ে মার্কেটে যাবো। পরিবারের অন্য সদস্যদের কেনাকাটা করবো। সবাই মিলে ঘোরাঘুরি করে কেনার অন্যরকম আনন্দ রয়েছে।’

চট্টগ্রামের চন্দনাইশের মোরশেদুল আলম। তার কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া। গত ঈদেও ছুটি পাননি। এবার ঈদে ছুটি পেয়ে চট্টগ্রাম ফিরেছেন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নেমেই আনন্দে উচ্ছসিত তিনি। 
কক্সবাজারগামী ট্রেনে করে যাবেন চন্দনাইশ। মোরশেদুল আলম বলেন, ‘বাড়িতে মা ও ভাই বোন সবাই আছে। ঈদে বাড়ি ফিরতে না পারলে কষ্ট হয়। মন খারাপ থেকে। এবার ছুটি পেয়ে ভালো লাগছে। পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে ভালো সময় কাটবে বলে আশা করছি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব র আনন দ

এছাড়াও পড়ুন:

৪৬তম বিসিএস পরীক্ষা: পরীক্ষাকেন্দ্রে কতক্ষণ আগে যেতে হবে জানাল পিএসসি

৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ৮ মে থেকে শুরু হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে প্রার্থীকে অবশ্যই পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টা ৪৫ মিনিটের পর কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। বিষয়টি প্রবেশপত্রে এবং পরীক্ষা পরিচালনা–সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায় উল্লেখ রয়েছে।

আরও পড়ুনইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ-মঙ্গল শোভাযাত্রা-রেডিও বেগম জেনে নিন বিস্তারিত১৭ এপ্রিল ২০২৫

সুষ্ঠুভাবে বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠান এবং হলের সুশৃঙ্খল পরিবেশ অক্ষুণ্ন রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা পরিচালনা–সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৯ মে পর্যন্ত। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত বছরের ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল আবার নতুন করে প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হন ২১ হাজার ৩৯৭ জন। আগের ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে নতুন করে লিখিত পরীক্ষার সুযোগ পান ১০ হাজার ৭৫৯ জন প্রার্থী।

আরও পড়ুন৪৬তম বিসিএসে লিখিত পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতির জন্য যা যা করণীয়২০ এপ্রিল ২০২৫

এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

আরও পড়ুন৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে যে ৪ গুরুত্বপূর্ণ নির্দেশনা২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ