বাংলাদেশে সংযোজিত মিতসুবিশির নতুন চার মডেলের গাড়ি বাজারে
Published: 3rd, May 2025 GMT
বাংলাদেশে সংযোজন করা মিতসুবিশির নতুন চার মডেলের এক্সপ্যান্ডার গাড়ি প্রদর্শন করেছে পরিবেশক প্রতিষ্ঠান র্যানকন। এক্সপ্যান্ডার ক্ল্যাসিক, এক্সপ্যান্ডার প্রিমিয়াম, এক্সপ্যান্ডার ইকো এবং এক্সপ্যান্ডার স্পোর্ট মডেলের গাড়িগুলোর মধ্যে তিনটি মডেল ঢাকা মোটর শোতে প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যানকন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্সপ্যান্ডার ক্লাসিক ও এক্সপ্যান্ডার প্রিমিয়াম মডেলের গাড়িতে প্রিমিয়াম লেদার সিট, হুড এমব্লেম, রুফ রেইল, রেইন ভাইজর, ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরাসহ অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে। এক্সপ্যান্ডার স্পোর্ট মডেলে রয়েছে ইন্টিগ্রেটেড বডি কিট, প্রিমিয়াম লেদার সিটসহ ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরা। এক্সপ্যান্ডার ইকো মডেলটি জ্বালানিসাশ্রয়ী হওয়ায় পরিবেশবান্ধব। মডেলগুলোর দাম ধরা হয়েছে ৩৪ লাখ টাকা থেকে ৪০ লাখ টাকা। ক্রেতারা চাইলে গাড়িগুলো কেনার জন্য অগ্রিম ফরমাশও দিতে পারবেন।
র্যাংগস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হামদুর রহমান বলেন, ‘মিতসুবিশি সব সময়ই একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিত। এই ব্র্যান্ডের বড় দিক হচ্ছে এর বিশ্বমানের প্রযুক্তি ও নির্ভরতা। মিতসুবিশি এক্সপ্যান্ডার এখন বাংলাদেশে স্থানীয়ভাবে সংযোজন করা হচ্ছে, যা বাংলাদেশের গাড়ির বাজারে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। র্যানকনের শোরুম থেকে আকর্ষণীয় মূল্যে গাড়িগুলোর অগ্রিম ফরমাশ দেওয়া যাবে।’
র্যানকনের অটো ডিভিশন ১-এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, ‘আমরা বাংলাদেশের অটোমোবাইল–শিল্পে এক নতুন যুগের সূচনা করছি। মিতসুবিশি এক্সপ্যান্ডারের পাশাপাশি আরও নতুন মডেলের গাড়ি স্থানীয়ভাবে সংযোজন করা আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এই নতুন পদক্ষেপের মাধ্যমে দেশের গাড়ির বাজারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ধোনি-কোহলির শেষ লড়াইয়ে রেকর্ডের বন্যা
এমনিতেই ম্যাচটার উত্তাপ ছিল ভিন্ন। আইপিএলে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির শেষ মুখোমুখি লড়াই বলে কথা! ৪৩ বছর বয়সী ধোনীর যে আগামী মৌসুমে খেলার কোন সম্ভাবনাই নেই। ম্যাচটি ছিল রেকর্ডের মালা গাঁথা। এক বিরাট স্পর্শ করলেন ৬টি রেকর্ড। অন্যদিকে রোমারিও শেফার্ড করলেন এই মৌসুমের দ্রুততম হাফসেঞ্চুরি। তাতেই শনিবার (৩ মে) ধোনীর চেন্নাই সুপার কিংসকে ২ রানে হারায় বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামতে হয় বেঙ্গালুরুকে। শনিবার রাতে ম্যাচের ১৭.৪ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৫৭ রান। এই সময় ক্রিজে আসেন শেফার্ড। বাদবাকি ১৪ বলের সবটাই এই ক্যারিবিয়ান একাই খেললেন। করলেন যৌথভাবে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অর্ধশতক।
আরো পড়ুন:
চেন্নাইয়ের ঘরে বিষাদের বাজনা, ধোনির চোখে বিদায়ের আভা
ধোনি ম্যাজিকে পাঁচ ম্যাচ পর চেন্নাইয়ের জয়
সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড যশস্বী জয়সোয়ালের (১৩ বলে)। চেন্নাইয়ের বিপক্ষে শেষ ২ ওভারে বেঙ্গালুরু তুলেছে ৫৪ রান। আইপিএলে ইনিংসের শেষ ২ ওভারে এত রান আগে কখনো হয়নি। একটা সময়ে ১৮০ হবে কি না সেই শঙ্কায় থাকা বেঙ্গালুরু তাতে পায় ২১৩ রানের বিশাল পুঁজি।
শেফার্ডের ষষ্ঠ উইকেট জুটিতে টিম ডেভিডের সঙ্গে ১৫ বলে ৫৬ রানের জুটি গড়েছেন, যেখানে ক্যারিবিয়ানের অবদান ১৪ বলে ৫৩। এই জুটিতে মাত্র একটি বল খেলার সুযোগ পেয়েছেন ডেভিড। যেহেতু শেফার্ড বাকি থাকা ১৪টি বলই খেলেছেন, তাই সেটিও তার পাওয়ার কথা না। তবে ১৯তম ওভারে খলিল আহমেদের একটি নো বল করায় সেই সুযোগ পেয়েছেন।
চেন্নাইয়ের হয়ে শেষ দুই ওভার বোলিং করেছেন খলিল ও পাথিরানা। ইনিংসের ১৯তম ওভারে খলিলের এক ওভারেই শেফার্ড তোলেন ৩৩ (একটি নোসহ)। আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা কোনো বোলারের করা এটিই সবচেয়ে খরুচে ওভার। এরপর পাতিরানার শেষ ওভারে দেন ২৪।
শেষ ২ ওভারে এদিন শেফার্ড নিয়েছেন ৫২। টি-টোয়েন্টিতে শেষ ২ ওভারে এর চেয়ে বেশি রান কেউ কোনো দিন নিতে পারেননি। সমান ৫২ রানই তুলেছিলেন নেপালের দীপেন্দ্র সিং ঐরি।
রান তাড়ায় ১৭ বছরের কিশোর আয়ুশ মাত্রের ৪৮ বলে ৯৪ রানের ইনিংস আর জাদেজার সঙ্গে তার ৬৪ বলে ১১৪ রানের জুটি পথে রাখে চেন্নাইকে। তবে সপ্তদশ ওভারে আয়ুশ ও ডেওয়াল্ড ব্রেভিসকে টানা দুই বলে ফেরান লুঙ্গি এনগিডি। তখন ক্রিজে যান ধোনি।
চেন্নাইয়ের সম্ভাবনা তখনও ভালোমতোই জিইয়ে আছে। ২১ বলে প্রয়োজন ৪২ রান। জাদেজা একটি ছক্কা মারেন ওই ওভারেই। ১৯তম ওভারে দারুণ এক শটে ছক্কা মারেন ধোনিও। তবে অন্য ডেলিভারিগুলোয় বড় শট খেলতে পারেননি চেন্নাই অধিনায়ক।
শেষ ওভারে প্রয়োজন পড়ে ১৫ রানের। প্রথম দুই বলে জাদেজা ও ধোনি নিতে পারেন কেবল সিঙ্গেল। তৃতীয় বলে লো ফুল টস ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান ধোনি। ওই ছক্কার পরও ৮ বল খেলে কেবল ১২ রান করতে পারেন ৪৩ বছর বয়সী কিংবদন্তি। এরপর দায়ালের সে নো বলে ছক্কা, তবে এই পেসার শেষ তিন বলে দারুণভাবে ঘুরে দাঁড়ান। বেঙ্গালুরুর জয় দুই রানে। বিফলে জাদেজার ৪৫ বলে ৭৭ রানের ইনিংস।
শীর্ষে থাকা বেঙ্গালুরুর সংগ্রহ ১১ ম্যাচে ১৬ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে মাত ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চেন্নাই।
ঢাকা/নাভিদ