চাঁদাবাজি ও মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান ও উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার ওসি মোক্তারুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। একই দিনে এই থানার এসআই বেলাল ও মান্নানকে সাময়িক বরখাস্ত করে পুলিশের রমনা বিভাগ।

আওয়ামী লীগ কর্মী আবদুল ওয়াদুদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

বিস্তারিত আসছে.

..

উৎস: Samakal

কীওয়ার্ড: কল ব গ ন বরখ স ত কল ব গ ন থ ন

এছাড়াও পড়ুন:

পাথরঘাটায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ

বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে দুইটি মাথাসহ ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

বুধবার (১ অক্টোবর) চরদুয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপ্তারখাল এলাকা থেকে এই মাংস জব্দ হয় বলে নিশ্চিত করেছেন নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম।

আরো পড়ুন:

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি

গোপালগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চালক নিহত

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাপ্তারখাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুইটি মাথাসহ তিনটি বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত পাচারকারীরা পালিয়ে যায়।

নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম বলেন, “পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। পরে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে জব্দ করা হরিণের মাংস বিকেলে কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। এই ঘটনায় বন বিভাগ বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলা করেছে।” 

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে বন বিভাগ। তদন্ত শুরু হয়েছে।” 

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • খাগড়াছড়িতে হত্যা ও হামলার ঘটনায় ৩ মামলা
  • পাথরঘাটায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ