দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে সভা আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আগামী রবিবার (১১ মে) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'-তে এ সভা অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছিলেন বিনিয়োগকারীরা। অবশেষে বিনিয়োগকারীদের দাবি আমলে নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা।

গত ৬ মে বৈঠকের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আগামী ১১ মে দুপুর ১২ টায় "পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ" বিষয়ক একটি সভা প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'-তে অনুষ্ঠিত হবে। সভায় অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে উপস্থিত থাকতে বলা হলো।

তবে ১১দিনের সফরে দেশের বাইরে অবস্থান করছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। যুক্তরাষ্ট্র ও কাতারের পৃথক দুইটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি বিদেশ সফরে রয়েছেন। এমন পরিস্থিতিতে জরুরি এ বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা/এনটি/ইভা

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা’য় পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢুকেছেন। এ সময় তাঁর দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান তাঁকে ধরে রাখেন এবং হাঁটতে সাহায্য করেন। তখন সেখানে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগান দিতে থাকেন। দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। 

আজ মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে, সকাল সাড়ে ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইট।

দীর্ঘদিন পর দলনেত্রীর আগমনে আবেগাপ্লুত বিএনপি নেতাকর্মীসহ সাধারণ জনতা সকাল থেকেই বিমানবন্দরের আশপাশে জড়ো হন। দলীয় প্রধানকে স্বাগত জানাতে হাতে পতাকা নিয়ে আর কণ্ঠের স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকার সড়কপথ।

বিমানবন্দর সংলগ্ন রাস্তায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও খালেদা জিয়ার ছবি হাতে অবস্থান নেন। নিরাপত্তা ও যানজট মোকাবিলায় ট্রাফিক পুলিশের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, তার বাসার সামনেও নেতাকর্মীরা সকাল থেকেই অবস্থান করছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রধান উপদেষ্টা রোববার শেয়ারবাজার নিয়ে বৈঠকে বসছেন
  • এবার ববি উপাচার্যের বাসভবনে তালা
  • এবার উপাচার্যের বাসভবনের মূল ফটকে তালা, বিদ্যুৎ–বিচ্ছিন্নের হুঁশিয়ারি
  • শেয়ারবাজার ইস্যুতে ১১ মে উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান প্রধান উপদেষ্টার
  • বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি পায়নি আইপিডিসি ফাইন্যান্স
  • তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন ডা. জাহিদ হোসেন
  • খালেদা জিয়া অনেকটা সুস্থ, মানসিকভাবেও ‘স্ট্যাবল’: ডা. জাহিদ হোসেন
  • হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া
  • ‘জেড’ ক্যাটাগরিতে আরএকে সিরামিকস