পটুয়াখালীতে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাদুরা এলাকায় এ ঘটনা ঘটে। 

আজ বুধবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ঘটনায় জড়িত সন্দেহে রাসেল মিঠু ও মো.

রাহাত নামে দুই যুবককে। 

ভুক্তভোগী নারী জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি নিজের ঘর থেকে পাশের চাচার ঘরে যাওয়ার সময় ছোট আউলিয়াপুর গ্রামের মিঠু, মিরাজ ও রানা তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে। ওই বাগানে আগে থেকে আরও তিন-চারজন অবস্থান করছিল।

স্থানীয়রা জানান, ওই নারীর সঙ্গে আটদিন আগে তার স্বামীর বিবাহবিচ্ছেদ হয়। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল। কিন্তু আগে থেকেই এলাকার মিঠু ও রাহাত ওই তরুণীকে উত্যক্ত করে আসছিল।

সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা ৫ জনের নামোল্লেখ এবং দুই অজ্ঞাতকে আসামি করে মামলা করেছেন। এরইমধ্যে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ডুবে যাওয়া ট্রলারের সঙ্গে কুয়াকাটায় ভেসে এল জেলের মরদেহ

ডুবে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার। এতে মিলেছে এক নিখোঁজ জেলের মরদেহ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সৈকতের পূর্ব দিকে কুয়াকাটা ট্যুরিজম পার্কসংলগ্ন এলাকায় ট্রলারটি খুঁজে পাওয়া যায়।

মৃত ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তিনি মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের বাসিন্দা। এক ব্যক্তি নিজেকে ইদ্রিসের স্বজন দাবি করে লাশটিকে শনাক্ত করেছেন। ওই ট্রলারের থাকা আরও তিন জেলে এখনো নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের মাছধরার ট্রলারটি ডুবে যায়। সেখানে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে আরেকটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়। পরে ১ আগস্ট নজরুল ইসলাম নামের ওই ট্রলারে থাকা এক জেলের মরদেহ ভেসে আসে কুয়াকাটা সৈকতের মীরা বাড়ি পয়েন্ট এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ইদ্রিস হাওলাদারের মরদেহসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ