রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ডিএমপির ১ হাজার ৯৩৮ মামলা
Published: 7th, May 2025 GMT
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এক দিনে ১ হাজার ৯৩৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। একই অভিযানে ২৪৫টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ৯৪টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগরে যান চলাচলে শৃঙ্খলা আনতে তাদের এই অভিযান চলমান থাকবে।
ট্রাফিক সচেতনতায় লিফলেট বিতরণ
আজ বুধবার সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়েছে ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগ। আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পথচারী, চালক, যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে এ লিফলেট বিতরণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেব্রা ক্রসিং ব্যবহার, ফুটপাত দিয়ে চলাফেরা, হেলমেট পরিধান, রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, নির্ধারিত স্টপেজ ছাড়া যানবাহনে ওঠানামা না করা এবং রাস্তায় জটলা না করার বিষয়ে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো লিফলেটে তুলে ধরা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে
ঢাকার সাভার উপজেলার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।
চালক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহন নামের মিনিবাস দাঁড় করিয়ে রাখা হয়। ভোর চারটার দিকে চালকের সহকারী বাসটি ধুয়েমুছে টয়লেটে যান। ফিরে এসে তিনি দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
আরও পড়ুননারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা১ ঘণ্টা আগেচালক মো. পিন্টু প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতেই ওই এলাকায় গাড়ি রাখি। এরপর ভোর পাঁচটায় গাড়ি বাইর করি। কাইল রাইতে হেলপার বাস পরিষ্কার কইরা ওয়াশরুমে গেছে, এরপর আইসা দেখে আগুন জ্বলতাছে। তখন পৌনে পাঁচটার মতো বাজে। বাসের সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। দুই লাখ টাকার মতো ক্ষতি হইছে।’
দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যিনি বা যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’