শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ দল ছয় ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল। আজ বৃহস্পতিবার (০৮ মে) কলম্বোয় শেষ ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আগে থেকে সিরিজে এগিয়ে থাকায় বাংলাদেশের যুবারা হেসেছে শেষ হাসি। সিরিজের শেষটা বৃষ্টিতে পণ্ড হলেও যতটুকু খেলা হয়েছে তাতে প্রাপ্তি বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিমের ঝলমলে ৯৪ রানের ইনিংস। বাঁহাতি ব্যাটসম্যান ৯৪ রান করে আউট হন।

বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৯.

১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করে। এরপর বৃষ্টির বাগড়ায় ম্যাচ পরিত্যক্ত হয়। আজিজুলের সেঞ্চুরি মিসের দিনে বাংলাদেশ কেবল সিরিজই জিতেনি। সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুই সেঞ্চুরি করা জওয়াদ আবরার। ছয় ম্যাচে ৬০.৪০ গড়ে ৩০২ রান করেছেন জাওয়াদ।

এছাড়া আজিজুল ৭০.২৫ গড়ে করেছেন ২৮১ রান। আজকের ৯৪ রানের ইনিংসটি ছিল ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় সাজানো। আজিজুলের সঙ্গে আজ রান পেয়েছেন রিজান। দুজন ১০৮ রানের জুটি করেন। রিজান ২ চার ও ১ ছক্কায় ৬৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।

আরো পড়ুন:

পিএসএল সরিয়ে নেওয়া হতে পারে দুবাই কিংবা দোহায়

নাহিদ-রিশাদকে দেশে ফেরানোর চেষ্টায় বিসিবি

সিরিজে বাংলাদেশের ব্যাট-বলের পারফরম্যান্স বেশ উজ্জ্বল ছিল। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও দ্যুতি ছড়িয়েছেন। ৫ ম্যাচে ১৩.৬৬ গড় ও ৫.৩১ ইকোনমিতে ১২ উইকেট নিয়েছেন। এছাড়া সাইমুন বশির ৬ ও আজিজুল ৫ উইকেট পেয়েছেন।

আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে এই দলটাকে বড় মঞ্চের জন্য প্রস্তুত করছে বিসিবি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আজ জ ল র ন কর

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ