শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ দল ছয় ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল। আজ বৃহস্পতিবার (০৮ মে) কলম্বোয় শেষ ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আগে থেকে সিরিজে এগিয়ে থাকায় বাংলাদেশের যুবারা হেসেছে শেষ হাসি। সিরিজের শেষটা বৃষ্টিতে পণ্ড হলেও যতটুকু খেলা হয়েছে তাতে প্রাপ্তি বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিমের ঝলমলে ৯৪ রানের ইনিংস। বাঁহাতি ব্যাটসম্যান ৯৪ রান করে আউট হন।

বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৯.

১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করে। এরপর বৃষ্টির বাগড়ায় ম্যাচ পরিত্যক্ত হয়। আজিজুলের সেঞ্চুরি মিসের দিনে বাংলাদেশ কেবল সিরিজই জিতেনি। সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুই সেঞ্চুরি করা জওয়াদ আবরার। ছয় ম্যাচে ৬০.৪০ গড়ে ৩০২ রান করেছেন জাওয়াদ।

এছাড়া আজিজুল ৭০.২৫ গড়ে করেছেন ২৮১ রান। আজকের ৯৪ রানের ইনিংসটি ছিল ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় সাজানো। আজিজুলের সঙ্গে আজ রান পেয়েছেন রিজান। দুজন ১০৮ রানের জুটি করেন। রিজান ২ চার ও ১ ছক্কায় ৬৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।

আরো পড়ুন:

পিএসএল সরিয়ে নেওয়া হতে পারে দুবাই কিংবা দোহায়

নাহিদ-রিশাদকে দেশে ফেরানোর চেষ্টায় বিসিবি

সিরিজে বাংলাদেশের ব্যাট-বলের পারফরম্যান্স বেশ উজ্জ্বল ছিল। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও দ্যুতি ছড়িয়েছেন। ৫ ম্যাচে ১৩.৬৬ গড় ও ৫.৩১ ইকোনমিতে ১২ উইকেট নিয়েছেন। এছাড়া সাইমুন বশির ৬ ও আজিজুল ৫ উইকেট পেয়েছেন।

আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে এই দলটাকে বড় মঞ্চের জন্য প্রস্তুত করছে বিসিবি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আজ জ ল র ন কর

এছাড়াও পড়ুন:

স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩

স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে এক মাস। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আবেদন শুরু হবে।

পদের নাম ও বিবরণ

১. সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৪

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

গ্রেড: ৯

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।

গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

বয়সসীমা

১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

http://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফি

আবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।

আবেদনকারী প্রার্থীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে

সম্পর্কিত নিবন্ধ