আজিজুলের আক্ষেপের বৃষ্টির বাগড়া, সিরিজ জিতে উল্লাস যুবাদের
Published: 8th, May 2025 GMT
শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ দল ছয় ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল। আজ বৃহস্পতিবার (০৮ মে) কলম্বোয় শেষ ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আগে থেকে সিরিজে এগিয়ে থাকায় বাংলাদেশের যুবারা হেসেছে শেষ হাসি। সিরিজের শেষটা বৃষ্টিতে পণ্ড হলেও যতটুকু খেলা হয়েছে তাতে প্রাপ্তি বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিমের ঝলমলে ৯৪ রানের ইনিংস। বাঁহাতি ব্যাটসম্যান ৯৪ রান করে আউট হন।
বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৯.
এছাড়া আজিজুল ৭০.২৫ গড়ে করেছেন ২৮১ রান। আজকের ৯৪ রানের ইনিংসটি ছিল ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় সাজানো। আজিজুলের সঙ্গে আজ রান পেয়েছেন রিজান। দুজন ১০৮ রানের জুটি করেন। রিজান ২ চার ও ১ ছক্কায় ৬৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।
আরো পড়ুন:
পিএসএল সরিয়ে নেওয়া হতে পারে দুবাই কিংবা দোহায়
নাহিদ-রিশাদকে দেশে ফেরানোর চেষ্টায় বিসিবি
সিরিজে বাংলাদেশের ব্যাট-বলের পারফরম্যান্স বেশ উজ্জ্বল ছিল। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও দ্যুতি ছড়িয়েছেন। ৫ ম্যাচে ১৩.৬৬ গড় ও ৫.৩১ ইকোনমিতে ১২ উইকেট নিয়েছেন। এছাড়া সাইমুন বশির ৬ ও আজিজুল ৫ উইকেট পেয়েছেন।
আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে এই দলটাকে বড় মঞ্চের জন্য প্রস্তুত করছে বিসিবি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আজ জ ল র ন কর
এছাড়াও পড়ুন:
ভবিষ্যতে কি–বোর্ড ও মাউস ছাড়াই চলবে কম্পিউটার, জানাল মাইক্রোসফট
কি–বোর্ড বা মাউস নয়, ভবিষ্যতে কণ্ঠস্বর, হাতের ইশারা বা চোখের মণি নড়াচড়া করেই উইন্ডোজ কম্পিউটার চালানো যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত ‘মাইক্রোসফট উইন্ডোজ ২০৩০ ভিশন’ শীর্ষক ভিডিওতে আগামী পাঁচ বছরে উইন্ডোজ ব্যবহারের অভিজ্ঞতা কীভাবে বদলে যাবে, সে ধারণা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।
ভিডিওতে মাইক্রোসফটের এন্টারপ্রাইজ ও অপারেটিং সিস্টেম সুরক্ষা বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ডেভিড ওয়েস্টন বলেন, আজকের প্রজন্মের কাছে ডিস্ক অপারেটিং সিস্টেম যেমন অপরিচিত, তেমনি আগামী দিনে মাউস চালানো বা কি–বোর্ডে টাইপ করা ঠিক ততটাই অচেনা মনে হবে। ২০৩০ সালের মধ্যে মানুষ কম্পিউটারের সঙ্গে চোখ দিয়ে কম কাজ করবে। বেশি কাজ করবে কথা বলে। ব্যবহারকারী ও যন্ত্রের মধ্যে কথোপকথনের মাধ্যমেই যোগাযোগ তৈরি হবে। ভবিষ্যতের উইন্ডোজ হবে বহুমাত্রিক, যার সঙ্গে ব্যবহারকারী কণ্ঠস্বর, হাতের ইশারা বা চোখের দৃষ্টিতে কথা বলার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এই ভবিষ্যৎ চিত্র অনেকের কাছেই এখন কল্পবিজ্ঞানের মতো মনে হতে পারে, তবে প্রযুক্তি খাতে মাইক্রোসফটের চলমান বিনিয়োগ এই ধারণাকে বাস্তবের পথে এগিয়ে নিচ্ছে।
গত কয়েক বছরে মাইক্রোসফট তার বিভিন্ন পণ্যে এআই ফিচার ‘কোপাইলট’ যুক্ত করেছে। এটি এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে উইন্ডোজ ও অফিস সফটওয়্যারে ব্যবহারকারীদের বিভিন্ন কাজ সহজ করে দিচ্ছে। সম্প্রতি চালু হওয়া ‘হে কোপাইলট’ ফিচারের মাধ্যমে কণ্ঠস্বরে নির্দেশ দিয়েই ব্যবহারকারী উইন্ডোজের বিভিন্ন সেটিংস পরিবর্তন করতে পারেন কিংবা ইন্টারনেট থেকে তথ্য খুঁজে নিতে পারেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নতির কারণে কম্পিউটার ও ল্যাপটপের সঙ্গে মানুষের যোগাযোগ পদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ওয়েস্টন জানান, এআই প্রযুক্তি রুটিন ধরনের কাজ যেমন হিসেব তৈরি, ব্যয়ের রিপোর্ট বা স্প্রেডশিট বানানো এসবের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে। এতে ব্যবহারকারীরা সময় বাঁচাতে পারবেন এবং বেশি মনোযোগ দিতে পারবেন সৃজনশীল ও তাৎপর্যপূর্ণ কাজে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস