দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক মামলায় মো. শাহরিন ইসলাম তুহিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আপিল নিষ্পত্তি না হওয়ায় পর্যন্ত এ জামিন মঞ্জুর করা হয়েছে। শাহরিন ইসলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে।
বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হাসান রাজিব প্রধান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক।
আইনজীবী হাসান রাজিব বলেন, শাহরিন ইসলামের মুক্তিতে বাধা নেই।
গত ২৯ এপ্রিল আত্মসমর্পণের পর শাহরিন ইসলাম তুহিনের জামিন নামঞ্জুর করে বিশেষ জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে শাহরিন ইসলামের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ
এছাড়াও পড়ুন:
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা আজহারের আপিলের ওপর দ্বিতীয় দিনে শুনানি শুরু
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের করা আপিলের ওপর আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে শুনানি শুরু হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ শুনানি গ্রহণ করছেন।
আজ বৃহস্পতিবার সকাল নয়টা ৫৫ মিনিটে শুনানি শুরু হয়। শুনানিতে আপিলকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এ মামলার বিচারে আইন ও প্রক্রিয়ার অপব্যবহার হয়েছে। শুনানিতে তিনি বক্তব্য উপস্থাপন করছেন, সঙ্গে আছেন আইনজীবী সৈয়দ মো. রায়হান উদ্দিন।
এর আগে আপিল বিভাগ গত ২২ এপ্রিল আজহারুলের করা আপিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৬ মে দিন ধার্য করেন। ধার্য তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। ৬ মে আপিলকারীর পক্ষে আইনজীবী শিশির মনির শুনানি করেন। শুনানি নিয়ে সেদিন আপিল বিভাগ শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন রাখেন। এর ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনে শুনানি চলছে।