হঠাৎ করে বিড়ালকে উড়তে দেখলে নিশ্চয়ই আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। হয়তো চোখ কচলে আবার দেখার চেষ্টা করবেন যে যা দেখেছেন, তা ঠিক দেখছেন কি না। অস্কার নামের বিড়ালটি অবশ্য উড়তে পারে না, বরং সেটি এক লাফে অনেকটা দূর যেতে পারে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের বাসিন্দা থিওডর শিয়েলস। অস্কার তাঁর পোষা বিড়াল। অস্কারের বয়স ৭ বছর। সম্প্রতি অস্কার এক লাফে ৮ ফুট ৫ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে নাম লিখিয়েছে।

অল্প বয়স থেকেই অস্কারকে নানা রকম কৌশল শেখানো শুরু করেছিলেন শিয়েলস। শুরু হয় বসতে পারা, কোনো কিছু পাওয়ার জন্য হাত পাতার মতো করে অনুরোধ করা ও ছুড়ে দেওয়া খেলনা নিয়ে আসার মতো কৌশল দিয়ে। দুই বছর বয়স থেকে সেটি দীর্ঘ লাফ দেওয়া শেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে বলে জানান শিয়েলস।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে শিয়েলস বলেন, শুরুতে অস্কার মাত্র কয়েক ইঞ্চি লাফ দিতে পারত। দ্রুত তার লাফ কয়েক ফুটে গিয়ে পৌঁছায় এবং এরপর এটি হুপের ভেতর দিয়ে লাফাতে শুরু করে।

শিয়েলস বলেন, নিজের পোষা প্রাণীর এসব কাণ্ড দেখতে তাঁর খুবই ভালো লাগত, খুব আদুরে মনে হতো। কিন্তু তখনো তাঁর মাথায় বিশ্ব রেকর্ড গড়া নিয়ে সামান্যতম চিন্তাভাবনা ছিল না।

তবে রেকর্ড গড়ার প্রচেষ্টা হিসেবে শিয়েলস তাঁর পোষা বিড়ালকে দুই বছর প্রশিক্ষণ দিয়েছেন। বিড়ালটিও অনেক পরিশ্রম করেছে। নিজেকে প্রস্তুত করার পথে অস্কার এক হাজারের বেশি লাফ দিয়েছে।

শিয়েলস বলেন, ‘যখন অস্কার প্রায় পাঁচ ফুট পর্যন্ত লাফাতে শুরু করল, তখনই আমরা প্রথমবার দেখতে শুরু করি যে এ বিষয়ে আসলেই কোনো বিশ্ব রেকর্ড আছে কি না। খুঁজে আমরা যেটা দেখতে পাই, সেটি ছিল ২ দশমিক ৩ মিটার। অর্থাৎ প্রায় ৭ ফুট ৫ ইঞ্চি। প্রথমেই আমাদের মনে হয়েছিল যে এই রেকর্ড ভাঙা অসম্ভব।’ কিন্তু অস্কার লাফিয়ে আকাশে ভাসতে ভালোবাসে। পোষা প্রাণীর এই খুশির দাম দিতে শিয়েলস রেকর্ড ভাঙার চেষ্টা করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘আমরা ঠিক করলাম, আচ্ছা, চেষ্টা করে দেখাই যাক! ’

দুই বছরের বেশি সময় ধরে শিয়েলস ও অস্কার কঠোর অনুশীলন চালায়। একটু একটু করে অস্কারের লাফের দূরত্ব বাড়তে থাকে। অবশেষে তাদের স্বপ্নের সেই দিন আসে। গত ২৬ ফেব্রুয়ারি অস্কার এক লাফে ৮ ফুট ৫ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক ল ফ র কর ড শ য় লস

এছাড়াও পড়ুন:

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তাদের পাশে থাকতে হবে : মাও. জব্বার

জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, যখনি যেখানে শ্রমিক সমস্যায় পড়বে সাথে সাথে সমাধানের জন্য এগিয়ে যেতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার আদাইয়ে সর্বদা তাদের পাশে থাকতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে চাষাড়াস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আরো বলেন, আল্লাহর দেওয়া অর্থ অসহায় মানুষের জন্য ব্যায় করতে হবে, মানুষ যখন তার অধিকার আদায়ে শ্রমিক নেতৃবৃন্দকে পাশে পাবে তখন তারা মন থেকে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে। ময়দানে কাজের সুবিধার্থে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয় তাকে সেখানে অন্তরিকাতা সহকারে কাজ করতে হবে।

মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্নার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সহ সভাপতি মোশাররফ হোসাইন, মুন্সি মো: আব্দুল্লাহ ফাইসূল, অফিস সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন, ইকবাল হোসাইন, এরশাদ খান সহ মহানগর নির্বাহী সদস্য ও থানা সভাপতি বৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ