গুম হওয়া বিএনপি নেতা সাজেদুলের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যাওয়ায় এসআই প্রত্যাহার
Published: 9th, May 2025 GMT
প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম ওরফে সুমনকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাঁর বাসায় যাওয়ার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ শুক্রবার এই তথ্য জানান।
ঢাকা মহানগর পুলিশ বলছে, যে পুলিশ সদস্যরা সাজেদুলের বাসায় গিয়েছিলেন, তাঁরা ডিএমপিতে নতুন যোগদান করেছেন। এ কারণে তাঁরা জানতেন না যে বাসাটি প্রায় এক যুগ ধরে নিখোঁজ থাকা সাজেদুলের।
গতকাল বুধবার রাতে সাজেদুলের তেজগাঁওয়ের শাহীনবাগের বাসায় গিয়েছিল পুলিশ। এ সময় পুলিশ সদস্যরা সাজেদুলের পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় সমালোচনার মুখে তেজগাঁও থানার এসআই আকরামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করল ডিএমপি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলো নিয়ে গড়ে তোলা সংগঠন ‘মায়ের ডাক’-এর অন্যতম সমন্বয়কারী সাজেদুলের বোন সানজিদা ইসলাম। এই সংগঠন গড়ে তোলার পেছনে সাজেদুলের পরিবার মূল ভূমিকা পালন করে। প্রায় এক যুগ ধরে এই সংগঠন গুমের শিকার ব্যক্তিদের ফেরত পেতে আন্দোলন চালিয়ে আসছে।
ডিএমপির দুঃখ প্রকাশ
আজ শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল তেজগাঁও থানার এসআই আকরামের নেতৃত্বে একদল পুলিশ মুলতবি ওয়ারেন্ট তামিলের জন্য শাহীনবাগ এলাকায় যায়। একপর্যায়ে তারা নিখোঁজ বিএনপি নেতা সাজেদুলের খোঁজে তাঁর বাসায়ও যায়। এই দলের সদস্যরা সবাই ডিএমপিতে নতুন যোগ দেওয়ায় তাঁদের কেউ জানতেন না এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ সাজেদুলের।
সাজেদুল সম্পর্কে তাঁদের পূর্ব ধারণা না থাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় ইতিমধ্যে সংশ্লিষ্ট এসআইকে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ডিএমপি আন্তরিক দুঃখ প্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে। তাঁদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।
আরও পড়ুনএক যুগ আগে গুম হওয়া সাজেদুলকে ধরতে পরোয়ানা নিয়ে বাসায় পুলিশ১৫ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র পর ব র এক য গ ড এমপ
এছাড়াও পড়ুন:
পুলিশের এসআই’র বাসা থেকে পিস্তল-গুলি চুরি, সাসপেন্ড
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার ফরিদগঞ্জ থানার ১০০ গজ দূরে আবাসিক ভবনের চতুর্থ তলায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই পুলিশ কর্মকর্তাকে (থানার উপপরিদর্শক) সাসপেন্ড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ রকিব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পিস্তল গুলি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে মঙ্গলবার রাত পর্যন্ত আটক হয়নি বলে তিনি জানান।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানসহ সিআইডির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থা।
এদিকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম সমকালকে জানান, রাকিব উদ্দিন গত ৬ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ থানায় যোগদান করেন। তিনি ওই বাসায় একাই থাকতেন। দুর্বৃত্তরা তার ওই বাসার তালাটি কৌশলে খুলে ফেলেন।
তিনি বলেন, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের অভিযুক্ত করে মামলার প্রক্রিয়া চলছে। পিস্তল ও গুলি এবং অন্যান্য মালামাল উদ্ধারে জোর তল্লাশি চলছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
এসআই মো. রাকিব উদ্দিন তার সহকর্মী পুলিশ এবং সাংবাদিকদের জানান, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন। বিকেলে বাসায় ফিরে দেখেন দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো। দুর্বৃত্তরা তার বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬টি গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে।
এদিকে যে ভবনে ওই পুলিশ কর্মকর্তা থাকেন সেটির কাছেই থানা ও সেনাবাহিনীর ক্যাম্পসহ নিরাপত্তা বাহিনীর তৎপরতা রয়েছে। এছাড়া ভবনটির অন্যান্য ফ্ল্যাটেও থানার সদস্যরা ভাড়া থাকেন।