প্রায় এক যুগ আগে নিখোঁজ হওয়া বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসায় পরোয়ানা নিয়ে যাওয়া তেজগাঁও থানার উপ-পরিদর্শককে (এসআই) মো. আকরাম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

তিনি জানান, বৃহস্পতিবার (৮ মে) তেজগাঁও থানার একটি দল এসআই মো.

আকরাম হোসেনের নেতৃত্বে মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য তেজগাঁও থানার শাহিনবাগ এলাকায় যায়। তারা নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসাতেও যান। 

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ, সম্পাদক সিরাজুল

বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধিদলের বৈঠক

যে পুলিশ সদস্যরা সাজেদুলের বাসায় যান, তাদের সবাই ঢাকা মেট্রোপলিটন পুলিশে নতুন যোগদান করেছেন। এ কারণে তারা জানতেন না, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ সাজেদুলের বাসা। 

ইতোমধ্যে সংশ্লিষ্ট এসআইকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিক দুঃখ প্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।

ঢাকা/এমআর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

যশোরে আসামি ধরতে গিয়ে ওসিসহ পুলিশের ৭ সদস্য হামলার শিকার

যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার আসামি ধরতে উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাকাপুর গ্রামে যান। সেখান থেকে তাঁরা সিয়াম নামের এক আসামিকে গ্রেপ্তার করেন। এ সময় স্থানীয় কয়েকজন আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে আবারও ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। এতে ওসিসহ সাতজন আহত হন। তাঁদের মধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) লাভলু আহত হন। তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আনোয়ারুল আবেদীন গতকাল রাতে সাংবাদিকদের বলেন, পুলিশের সাত সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আনোয়ার হোসেন বলেন, আসামি সিয়ামকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। হামলায় তিনিসহ সাতজন আহত হয়েছেন। সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • মির্জাপুরে চুরি যাওয়া গাভি ফেরত দিতে পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
  • গুম হওয়া বিএনপি নেতা সাজেদুলের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যাওয়ায় এসআই প্রত্যাহার
  • নিখোঁজ বিএনপি নেতার বাসায় পরোয়ানা নিয়ে পুলিশ, এসআইকে প্রত্যাহার
  • কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
  • আবদুল হামিদের ব্যাংকক যাওয়ার ঘটনা তদন্তে কমিটি
  • কিশোরগঞ্জের এসপিও প্রত্যাহার
  • পুলিশের এসআই’র বাসা থেকে পিস্তল-গুলি চুরি, সাসপেন্ড
  • যশোরে আসামি ধরতে গিয়ে ওসিসহ পুলিশের ৭ সদস্য হামলার শিকার