সীমান্তে এপ্রিলে ১৪৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি
Published: 10th, May 2025 GMT
ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত অভিযোগে সীমান্তে গত এপ্রিল মাসে ১৪৩ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বেশ কিছু অস্ত্র, ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৪০০ জনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে বিজিবি ১০১ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করে। এর মধ্যে রয়েছে স্বর্ণ, রুপা, শাড়ি, থ্রি–পিস, শার্ট পিস, চাদর, কম্বল, তৈরি পোশাক, থান কাপড়, কসমেটিক সামগ্রী, হীরার নাকফুল, ইমিটেশনসামগ্রী, আতশবাজি, কাঠ, চা–পাতা, সুপারি, চিনি, সার, কয়লা, সুতা–কারেন্ট জাল, মুঠোফোন, চশমা, বিভিন্ন প্রকার ফল, ভোজ্যতেল ও পেঁয়াজ।
জব্দ করা চোরাচালানের তালিকায় আরও রয়েছে রসুন, জিরা, শুঁটকি মাছ, চিংড়ি মাছের পোনা, কফি, চকলেট, গরু-মহিষ, কষ্টিপাথরের মূর্তি, ট্রাক-কাভার্ড ভ্যান, পিকআপ, ছয়টি প্রাইভেট কার ও মাইক্রোবাস, একটি ট্রলি, নৌকা, ২৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক, ৫০টি মোটরসাইকেল এবং ১৯টি বাইসাইকেল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এপ্রিল মাসে বিজিবির জব্দ করা মাদক ও নেশাজাতীয় মাদকদ্রব্যের তালিকায় ইয়াবা, হেরোইন, কোকেন, ফেনসিডিল, বিদেশি মদ, বাংলা মদ, বিয়ার, গাঁজা, বিড়ি, সিগারেট, নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন ছিল।
এ ছাড়া বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে একটি জি-৩ রাইফেল, একটি এয়ার রাইফেল, একটি দেশীয় পিস্তল, একটি গাদাবন্দুক, ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রলবোমা জব্দ করেছে। পাশাপাশি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের ৪৬৪ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।