‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ অর্থ কী, নামটা এল কোথা থেকে
Published: 10th, May 2025 GMT
পাকিস্তানে বিনা প্ররোচনায় গত মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের হামলা চালানোর জবাবে আজ শনিবার দেশটির বিরুদ্ধে ‘বুনইয়ান-উন-মারসুস’ নামে একটি পাল্টা সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে ভারতের ক্ষেপণাস্ত্র মজুতাগার ও একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছে।
পাকিস্তানের এই পাল্টা হামলার আগে দেশটি দাবি করেছে যে আজ ভোরে তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। এর একটি রাজধানী ইসলামাবাদের কাছাকাছি ছিল। তবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা বেশির ভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে।
ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি বন্দুকধারীদের এক হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার জেরে গত মঙ্গলবার পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। এরপর দুদেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
এরই মধ্যে আজ ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’ নামে নতুন মাত্রায় সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। এর আগে ইসলামাবাদ ভারতের হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল।
পাকিস্তানের নতুন অভিযানের নামকরণ ‘বুনইয়ান-উন-মারসুস’ করা হয়েছে পবিত্র কোরআনের একটি আয়াত থেকে। এর অর্থ ‘গলিত সিসা দিয়ে গড়া এক প্রাচীর’, যা মুসলিমদের শক্তি, ঐক্য ও দৃঢ়তার প্রতীক।পাকিস্তানের নতুন অভিযানের নামকরণ ‘বুনইয়ান–উন–মারসুস’ করা হয়েছে পবিত্র কোরআনের একটি আয়াত থেকে। এর অর্থ ‘গলিত সিসা দিয়ে গড়া এক প্রাচীর’, যা মুসলিমদের শক্তি, ঐক্য ও দৃঢ়তার প্রতীক।
এই অভিযানের মধ্য দিয়ে পাকিস্তান তার মাটিতে ভারতের হামলায় নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
আরও পড়ুনভারতের সুপারসনিক ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের মজুতাগারে হামলার দাবি পাকিস্তানের১ ঘণ্টা আগেসামরিক যানে পাকিস্তানের কয়েকজন সেনাসদস্য। সম্প্রতি পাকিস্তানে ভারতের হামলায় নিহত কয়েক শিশুর নামসংবলিত ব্যানার টানানো হয়েছে যানটিতে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সেরা ১০ ধনী নারী কারা, তাঁদের কী ব্যবসা
১০৬ বিলিয়ন ডলার। সম্পদের প্রধান উৎস: ওয়ালমার্ট। বয়স: ৭৫ বছর।
সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটন। টানা এক দশকে ৯ বার তিনি শীর্ষ ধনী নারীর তালিকা ছিলেন। অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ প্রায় ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলার। ফলে তিনি যুক্তরাষ্ট্রের ১৫তম ধনী ব্যক্তি এবং আমেরিকার প্রথম নারী ‘সেন্টিবিলিয়নিয়ার’ (অর্থাৎ যাঁর সম্পদের হিসাব ১২ অঙ্কের)। গত বছর তিনি ফ্রান্সের কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী ফ্রাঁসোয়াজ বেটেনকোর্ট মেয়ার্সকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হন।
২জুলিয়া কচজুলিয়া কচ