বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
Published: 12th, May 2025 GMT
বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অজি পেসার শন টেইট। বিসিবি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন আন্দ্রে অ্যাডামস। নিউজিল্যান্ডের সাবেক পেসারের সঙ্গে চুক্তি বাতিল করেছে বোর্ড।
সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বোর্ড জানিয়েছে, সমঝোতার মাধ্যমে দুই পক্ষ চুক্তি বাতিলের বিষয়ে সম্মত হয়েছে। অ্যাডামস ২০২৪ সালের মার্চে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন।
শন টেইনের সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। চলতি মাসেই বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন এই ৪২ বছর বয়সী কোচ। তিনি এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: দল র প স ব ল
এছাড়াও পড়ুন:
ফের কমেছে সোনার দাম
দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ১৩৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা।
সোমবার (১২ মে) প্রতি ভরি সোনা ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা বেচাকেনা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে। নতুন দাম আগামীকাল মঙ্গলবার (১৩ মে) থেকে কার্যকর হবে। গত ১০ মে সোনার দাম কমানো হয়েছিল।
আরো পড়ুন:
নতুন নীতিমালা
ব্যাংক পরিচালকদের বেনামি ঋণ হিসাবের আওতায় আসবে
১১০৪ কোটি ৪১ লাখে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৩ হাজার ৩৩৯ টাকা।
দেশের বাজারে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের তথ্য অনুয়াযী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।
ঢাকা/এনএফ/মেহেদী