ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ করার নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। 

উপদেষ্টা বলেন, ‘‘পোশাক শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে। শ্রমিকরা অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় নামে, তাদের রাস্তায় স্থান দেবো না। বৈধ দাবি মালিকদের অবশ্যই পরিশোধ করতে হবে। শ্রমিকদের অবৈধ দাবি কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না।’’ 

ভার‌তের পুশইন প্রস‌ঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লেন, ‘‘ভারত আমাদের এখানে বেশ কিছু লোক পুশইন করছে। তাদের মধ্যে বাংলাদেশের নাগরিক বেশি। তাছাড়া কিছু অন্য দে‌শেরও রয়ে গেছে।’’

আরো পড়ুন:

হিলিতে আরনু জুটমিল বন্ধ ঘোষণা, শ্রমিকেরা দিশেহারা

‘শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর’

তি‌নি ব‌লেন, ‘‘আজ‌কের বৈঠ‌কে অনেক বিষ‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। র‌্যাব পুনর্গঠন নি‌য়ে বে‌শি আলোচনা হ‌য়ে‌ছে। র‌্যাব পুনর্গঠন কীভা‌বে হ‌বে, এটা এ না‌মে থাক‌বে কি-না, এ ফোর্স থাক‌বে কি-না, কীভা‌বে অর্গনাইজ করা হ‌বে সব বিষ‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। এ জন‌্য আমরা একটা ক‌মি‌টি ক‌রে দি‌য়ে‌ছি।’’
 

ঢাকা/নঈমুদ্দীন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

‘বজরঙ্গি ভাইজান’–এর সেই মুন্নি ফিরছেন

তাঁর নাম হর্ষালি মালহোত্রা হলেও সবাই তাঁকে চেনেন ‘মুন্নি’ নামেই। ২০১৫ সালে কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় এটি ছিল তাঁর চরিত্রের নাম। সালমান খানের সঙ্গে সেই সিনেমায় অভিনয়ের পর থেকেই ছোট্ট ‘মুন্নি’ ব্যাপক পরিচিতি পান। তবে এরপর পড়াশোনার ব্যস্ততায় আর কাজ করা হয়নি। এক দশক পর অবশেষ অভিনয়ে ফিরছেন সেই হর্ষালি।

হর্ষালি যখন ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র সাত বছর। এর পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির এক দশক পেরিয়ে গেছে। হর্ষালিও পরিণত হয়েছেন। এত বছর ধরে পর্দায় তাঁকে মিস করছিলেন দর্শকেরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। হর্ষালি এখন যুক্ত হয়েছেন বহুল প্রতীক্ষিত তেলেগু ছবি ‘অখণ্ড ২: থান্ডবম’-এ। বয়াপাটি শ্রীনুর পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে আছেন দক্ষিণের তারকা নন্দামুরি বালাকৃষ্ণ। এই ছবির মাধ্যমেই তেলেগু ইন্ডাস্ট্রিতে হর্ষালির অভিষেক।

হর্ষালি মালহোত্রা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ