বাগেরহাট, বরগুনা ও কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) পৃথক সময়ে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। রাইজিংবিডির প্রতিনিধিদের পাঠানো খবর-

বাগেরহাট

বাগেরহাটে বজ্রপাতে ইকতিয়ার শেখ (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার নোনাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

বিরামপুরে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, ছেলে হাসপাতালে

নিহত ইকতিয়ার ওই গ্রামের মৃত হাশিম শেখের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উল-হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘‘বজ্রপাতে নোনাডাঙ্গা এলাকার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুনেছি, আকাশে মেঘ দেখে তিনি মাঠ থেকে গরু আনতে গিয়েছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’

বরগুনা

বরগুনার আমতলীতে বজ্রপাতে কোহিনুর বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কোহিনুর বেগম ওই গ্রামের মো.

জামাল মিস্ত্রীর স্ত্রী। বজ্রপাতে কোহিনুর বেগমের একটি গরু মারা গেছে।

নিহতের স্বজনেরা জানান, বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে মাঠে গরু আনতে যান কোহিনুর। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর ইসলাম আরিফ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা তথ্য সংগ্রহ করছে।’’

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে হাদিস মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সাগুলি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাদিস মিয়া ওই গ্রামের মাজু মিয়ার ছেলে। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘বিকেলে বাড়ির পাশে বেড়া মেরামতের কাজ করছিলেন হাদিস মিয়া। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’

ঢাকা/শহিদুল/ইমরান/রুম্মন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স মব র ম র এক

এছাড়াও পড়ুন:

অফিস ডেস্কের জন্য কোন গাছ ভালো

স্পাইডার, পিস লিলি, স্নেক প্ল্যান্ট কিংবা লিথপস জাতীয় গাছকে ‘ডেস্ক প্ল্যান্ট’ হিসেবে বেছে নেওয়া হয়। যারা কাজের ডেস্কটা গাছ দিয়ে সাজাতে চান তারা প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে বেছে নিতে পারেন গাছ।

স্পাইডার বা হোয়াইট মানিপ্ল্যান্ট
ডেস্কে স্পাইডার বা হোয়াইট মানিপ্ল্যান্ট রাখতে পারেন। এই গাছে প্রতিদিন পানি দিতে হয় না। মাটি শুকিয়ে গেলে পানি দিলেই হয়।

পিস লিলি
যারা সৌন্দর্যপ্রিয় মানুষ তারা বেছে নিতে পারেন পিস লিলি। এই ফুল দেখতে অনেক সুন্দর। এর বেশি যত্নও নিতে হয় না। বড় বড় সবুজ পাতাওয়ালা পিস লিলি দেখলেই মনে শান্তি লাগে।

আরো পড়ুন:

ত্বকের মৃতকোষ দূর করবে আমের স্ক্রাবার

ভালো ছবি তোলার উপায়

স্নেক প্ল্যান্ট
ডেস্ক এবং ডেস্কের আশেপাশে অক্সিজেনের মাত্রা বাড়াতে চানা তারা বেছে নিতে পারেন স্নেক প্ল্যান্ট। এই গাছ দেখতেও সুন্দর। মনে হয় পাতাগুলো এঁকেবেঁকে নৃত্য করছে। 

সাকুলেন্ট ও লিথপস জাতীয় গাছ
সাকুলেন্ট ও লিথপস জাতীয় গাছের পাতা বেশ মোটা হয়। পাতার দিকে তাকালে চোখ বিশ্রাম পাবে, চোখের অস্বস্তি কেটে যাবে। ডেস্ক প্ল্যান্টস হিসেবে এগুলোর অসাধারণ।

উল্লেখ্য, এক থেকে দেড় মাস অন্তর টবের মাটি অল্প খুঁচিয়ে সার মিশিয়ে দিলেই হল। তবে সার কখনও গাছের গোড়ায় দেবেন না। ডেস্কে বসে চিনি ছাড়া লিকার চা খেলে, কাপের তলানির চা ফেলবেন না। বরং ঠান্ডা হয়ে গেলে সেই লিকার ঢেলে দিন গাছে। তাতেই সার দেওয়া হয়ে যাবে।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ