ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের ডিরেক্টর জেনারেল (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করেছেন। কোহলি আজ টেস্ট থেকে অবসর ঘোষণার পর ‘অপারেশন সিঁদুর’–এর ব্রিফিংয়ে এই সামরিক কর্মকর্তা তাঁর প্রশংসা করেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

দিল্লিতে আজ সংবাদ সম্মেলনে ক্রিকেটের সঙ্গে সাদৃশ্য রেখে ভারতের আকাশসীমা প্রতিরক্ষাব্যবস্থা বোঝানোর আগে কোহলির অবসর নেওয়ার প্রসঙ্গ টানেন রাজীব ঘাই, ‘আজ সম্ভবত আমাদের ক্রিকেট নিয়ে কথা বলা উচিত। কারণ, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্য সব ভারতীয়র মতোই তিনিও আমার পছন্দের ক্রিকেটার।’

আরও পড়ুনএবার উল্টো কিছুর আশা লিটনের৩ ঘণ্টা আগে

গত বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলা কোহলি আজ ইনস্টাগ্রামে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন, ‘এখন যখন আমি এই ফরম্যাট থেকে সরে যাচ্ছি, এটা সহজ নয়। কিন্তু আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি।’ ৩৬ বছর বয়সী এখন থেকে শুধু ওয়ানডে খেলবেন।

ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের ডিরেক্টর জেনারেল (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। আজ দিল্লিতে সংবাদ সম্মেলনে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ