টেস্ট ক্রিকেট থেকে গতকাল বিরাট কোহলির অবসর ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। আগামী মাসে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। অথচ তার আগে কিনা এ সংস্করণ থেকে সরে দাঁড়ালেন কিংবদন্তি।

ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিরাট’ লিখে পাশে প্রশ্ন ও বিস্ময়বোধক চিহ্ন বসিয়ে বুঝিয়েছেন তাঁর অবসরের এ সিদ্ধান্তে তিনি অবাক। ভারতের সাবেক স্পিনার হরভজন সিং সরাসরি লিখেছেন, ‘কেন অবসরের সিদ্ধান্ত?’

এমন প্রশ্ন তুলেছেন আরও অনেকেই। কিন্তু অবসরের সিদ্ধান্ত নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গতকাল জানানোর পর কোহলি আর এ নিয়ে মুখ খোলেননি।

তাই ৩৬ বছর বয়সী ক্রিকেটারকে নিয়ে ভক্তদের মুখে মুখে ঘুরে ফেরা একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রশ্নটি হলো—কেন টেস্ট ছাড়লেন কোহলি?

আরও পড়ুনটেস্ট ক্রিকেটের হৃদয়ে বিরাট শূন্যতা১৮ ঘণ্টা আগে

সংবাদমাধ্যমটি নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, গত মাসের প্রথম সপ্তাহে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার এবং ভারতীয় ক্রিকেটের ক্ষমতাবান এক প্রশাসক কোহলির একটি খুদে বার্তা পান। সেই খুদে বার্তায় কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা জানানোর পাশাপাশি ওয়ানডে চালিয়ে যাওয়ার কথাও বলেন।

পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা টেস্ট থেকে কোহলির সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অন্যতম ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বিসিসিআই কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিল না। বিশেষ করে যখন ইংল্যান্ড সফর দোরগোড়ায়।

আগারকার এবং বোর্ড কর্তারা কোহলিকে অনুরোধ করেছিলেন, তাড়াহুড়া করে এমন কোনো সিদ্ধান্ত না নিতে। কোহলিকে আরেকটু সময় নেওয়ার অনুরোধ করেছিলেন তাঁরা। কিন্তু কোহলি সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেন ও বিসিসিআই কর্তারাও তাঁকে সেখান থেকে সরাতে পারেননি।

গত ৭ মে কোহলি আবারও বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি তাঁদের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিতে চান। বিসিসিআই থেকে তখন তাঁকে আবারও বলা হয়, জনসমক্ষে ঘোষণাটি দেওয়ার আগে কিছুদিন সময় নিতে। তখন ভারত-পাকিস্তান সংঘাতও চলছিল।

টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের বিষয়টি বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারকে জানিয়েছিলেন বিরাট কোহলি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব স স আই অবসর র ক হল র

এছাড়াও পড়ুন:

কোহলির অবসর নিয়ে বোমা ফাটালেন রঞ্জি কোচ, ‘সে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিল’

‘কেন অবসর ঘোষণা’—ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের মতো এই প্রশ্ন তুলেছেন আরও অনেকেই।

প্রশ্নটি বিরাট কোহলিকে নিয়ে। গতকাল টেস্ট ছাড়ার ঘোষণা দেন কিংবদন্তি। কোহলি তার পর থেকে আবেগঘন বার্তায় সিক্ত হওয়ার পাশাপাশি তাঁকে ঘিরে এ প্রশ্নও উঠছে। কয়েক দিন আগে শোনা গেল, টেস্ট ছাড়ার ইচ্ছার কথা নাকি ভারতের ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন কোহলি। বিসিসিআইয়ের শীর্ষ ব্যক্তিরা নাকি তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। কিন্তু এর দু-এক দিনের মধ্যেই কোহলির অবসর ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই।

আরও পড়ুনশনিবার থেকে পুনরায় শুরু আইপিএল৯ ঘণ্টা আগে

যেমন ভারতের সাবেক স্পিনার ও কোহলির রঞ্জি ট্রফির দল দিল্লির কোচ শরণদীপ সিং। তাঁর দাবি, লাল বলের সংস্করণ থেকে সরে দাঁড়ানোর কোনো লক্ষণ কোহলির মধ্যে তিনি দেখেননি। শুধু তা–ই নয়, শরণদীপের দাবি, কোহলি নাকি ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিলেন!

ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন শরণদীপ। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দিয়েছিলেন কি না? শরণদীপের উত্তর, ‘না, একদমই না।’

ভারতের হয়ে ৩ টেস্ট ও ৫ ওয়ানডে খেলা সাবেক এ অফস্পিনার আরও বলেন, ‘সে (রঞ্জিতে) লাল বলের ক্রিকেট খেলতে এসেছিল। অর্থাৎ তার এমন কোনো ভাবনা ছিল না। এমনকি সে ইংল্যান্ড সিরিজের টেস্ট ম্যাচ নিয়েও কথা বলেছে। এর মানে হলো, তার ওখানে খেলার কথা ছিল।’

আরও পড়ুন‘অপারেশন সিঁদুর’–এর ব্রিফিংয়ে উঠে এল কোহলির অবসরও১০ ঘণ্টা আগে

শরণদীপ জানিয়েছেন, এবার ইংল্যান্ড সফরে নাকি সেঞ্চুরির আশা মনের মধ্যে পুষে রেখেছিলেন কোহলি, ‘এবার তার ভালো প্রস্তুতি ছিল। বলেছিল, যতগুলো সম্ভব সেঞ্চুরি করবে, যেটা সে ২০১৮ সালে করেছে ইংল্যান্ড সফরে। ওখানে প্রচুর রান করেছে।’ শরণদীপ যোগ করেন, ‘ভেবেছিলাম, ইংল্যান্ড সফরে তাকে দেখা যাবে। সে দলের অন্যতম জ্যেষ্ঠ খেলোয়াড়। আর ইংল্যান্ড সফর তো অনেক কঠিন। জানি না তাকে ছাড়া ভারতীয় দল কীভাবে সবকিছু সামলাবে।’

২০১৮ সালে ইংল্যান্ড সফরে দুটি সেঞ্চুরিসহ ৫৯৩ রান করেন কোহলি। ভিনদেশে কঠিন কন্ডিশনের সফর সামনে রেখে এ বছরের শুরুতে রঞ্জি ট্রফিতে রেলওয়েজের বিপক্ষে দিল্লির স্কোয়াডে যোগ দেন ৩৬ বছর বয়সী কোহলি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। ২০ জুন লিডসে শুরু হবে প্রথম টেস্ট।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘সিদ্ধান্ত আমার বউ নেবে’, বার্সার চুক্তি নবায়নের প্রস্তাবে সেজনি 
  • কোহলির অবসর নিয়ে বোমা ফাটালেন রঞ্জি কোচ, ‘সে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিল’
  • ‘অপারেশন সিঁদুর’–এর ব্রিফিংয়ে উঠে এল কোহলির অবসরও
  • ভারতের সঙ্গে খেললে কোহলিকে মিস করবেন লিটন
  • বিরাটের টেস্ট অবসর আনুশকাও কল্পনা করেননি 
  • এনসিটিবির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহম্মদ এলতাসউদ্দিন মারা গেছেন
  • কোহলিকে অনুরোধ করেনি বিসিসিআই বরং ‘আনফিট’ বলেছে
  • টেস্ট থেকে অবসরের ঘোষণা কোহলির
  • কোহলিকে টেস্ট থেকে অবসর না নিতে রাজি করানো হবে: ব্রায়ান লারা