কোহলির অবসর নেওয়ার পেছনে এটাই তাহলে কারণ
Published: 13th, May 2025 GMT
টেস্ট ক্রিকেট থেকে গতকাল বিরাট কোহলির অবসর ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। আগামী মাসে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। অথচ তার আগে কিনা এ সংস্করণ থেকে সরে দাঁড়ালেন কিংবদন্তি।
ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিরাট’ লিখে পাশে প্রশ্ন ও বিস্ময়বোধক চিহ্ন বসিয়ে বুঝিয়েছেন তাঁর অবসরের এ সিদ্ধান্তে তিনি অবাক। ভারতের সাবেক স্পিনার হরভজন সিং সরাসরি লিখেছেন, ‘কেন অবসরের সিদ্ধান্ত?’
এমন প্রশ্ন তুলেছেন আরও অনেকেই। কিন্তু অবসরের সিদ্ধান্ত নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গতকাল জানানোর পর কোহলি আর এ নিয়ে মুখ খোলেননি।
তাই ৩৬ বছর বয়সী ক্রিকেটারকে নিয়ে ভক্তদের মুখে মুখে ঘুরে ফেরা একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রশ্নটি হলো—কেন টেস্ট ছাড়লেন কোহলি?
আরও পড়ুনটেস্ট ক্রিকেটের হৃদয়ে বিরাট শূন্যতা১৮ ঘণ্টা আগেসংবাদমাধ্যমটি নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, গত মাসের প্রথম সপ্তাহে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার এবং ভারতীয় ক্রিকেটের ক্ষমতাবান এক প্রশাসক কোহলির একটি খুদে বার্তা পান। সেই খুদে বার্তায় কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা জানানোর পাশাপাশি ওয়ানডে চালিয়ে যাওয়ার কথাও বলেন।
পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা টেস্ট থেকে কোহলির সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অন্যতম ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বিসিসিআই কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিল না। বিশেষ করে যখন ইংল্যান্ড সফর দোরগোড়ায়।
আগারকার এবং বোর্ড কর্তারা কোহলিকে অনুরোধ করেছিলেন, তাড়াহুড়া করে এমন কোনো সিদ্ধান্ত না নিতে। কোহলিকে আরেকটু সময় নেওয়ার অনুরোধ করেছিলেন তাঁরা। কিন্তু কোহলি সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেন ও বিসিসিআই কর্তারাও তাঁকে সেখান থেকে সরাতে পারেননি।
গত ৭ মে কোহলি আবারও বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি তাঁদের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিতে চান। বিসিসিআই থেকে তখন তাঁকে আবারও বলা হয়, জনসমক্ষে ঘোষণাটি দেওয়ার আগে কিছুদিন সময় নিতে। তখন ভারত-পাকিস্তান সংঘাতও চলছিল।
টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের বিষয়টি বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারকে জানিয়েছিলেন বিরাট কোহলি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব স স আই অবসর র ক হল র
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে