চল‌তি মাসের শুরুর দি‌কে ভারত থে‌কে বাংলা‌দে‌শে পুশ ইনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দি‌ল্লি‌কে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ৯ মে পুশইনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। এর আগে ৭ ও ৮ মে দুই দফায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে পুশইন করে বলে অভিযোগ উঠে।

পত্রে বলা হয়, সম্প্রতি পুশইন প্রক্রিয়াগুলো গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা সীমান্ত অঞ্চলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর বিরূপ প্রভাব ফেলছে এবং জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করছে।

আরো পড়ুন:

বিএনপি ক্ষমতায় গেলে ভারতের নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে: আমীর খসরু

ভারতের রোহিঙ্গাদের পুশইন প‌রিক‌ল্পিত: বিজিবি মহাপরিচালক

বাংলাদেশ জানায়, ভারতীয় এই কার্যক্রম ১৯৭৫ সালের ভারত-বাংলাদেশ যৌথ নির্দেশিকা, ২০১১ সালের সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (CBMP) এবং বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত পারস্পরিক সিদ্ধান্তের লঙ্ঘন।

ঢাকার পাঠানো কূটনৈতিক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী তাদের ফেরত নেওয়া হবে। কিন্তু তার ব্যতিক্রম ঘটালে দুই দেশের মধ্যে বোঝাপড়ায় বিঘ্ন সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ আরো বলেছে, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে নয়, তাদের আদি নিবাসে (মিয়ানমারে) ফেরত পাঠানো উচিত। একইসঙ্গে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করাও অনুচিত।

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষদের সভায় বিষয়টি আলোচিত
এদিকে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুশইন ইস্যুটি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। সভায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবি মহাপরিচালক বলেন, “সীমান্তে পুশইন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু। এ বিষয়ে আমরা সতর্ক এবং কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”

ঢাকা/হাসান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক টন ত ক প শইন

এছাড়াও পড়ুন:

৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র

২০২৪-২৫ অর্থবছরে ৩২টি চলচ্চিত্রকে মোট ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২টি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২০টি। প্রত্যেকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ৭৫ লাখ টাকা এবং প্রত্যেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ২০ লাখ টাকা। 

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আখতারের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। 

অনুদান দেওয়ার জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘রবিনহুডের আশ্চর্য অভিযান’, ‘মায়ের ডাক’, ‘জুলাই’, ‘রূহের কাফেলা’, ‘পরোটার স্বাদ’, ‘খোঁয়ারি’, ‘জীবন অপেরা’, ‘জলযুদ্ধ’, ‘কবির মুখ’, ‘কফিনের ডানা’, ‘নওয়াব ফুজুন্নেসা’ এবং ‘জুঁই’।

অনুদানের জন্য মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো- ‘মন্দ-ভালো’, ‘ফেলানী’, ‘ঝুঁকির মাত্রা’, ‘জীবনের গান’, ‘হু হ্যাজ মেইড আস ফ্লাই’, ‘ভরা বাদর’, ‘১২৩০’, ‘বৃন্দারাণীর আঙুল’, ‘একটি সিনেমার জন্য’, ‘দাফন’, ‘সাঁতার’, ‘মাংস কম’, ‘গগন’, ‘অতিথি’, ‘বোবা’, ‘অদ্বৈত’, ‘আশার আলো’, ‘গর্জনপুরের বাঘা’, ‘হোয়ার দ্য ওয়াটার স্লিপস’ এবং ‘অপসময়’।

সম্পর্কিত নিবন্ধ