পুশইনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি
Published: 13th, May 2025 GMT
চলতি মাসের শুরুর দিকে ভারত থেকে বাংলাদেশে পুশ ইনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দিল্লিকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ৯ মে পুশইনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। এর আগে ৭ ও ৮ মে দুই দফায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে পুশইন করে বলে অভিযোগ উঠে।
পত্রে বলা হয়, সম্প্রতি পুশইন প্রক্রিয়াগুলো গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা সীমান্ত অঞ্চলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর বিরূপ প্রভাব ফেলছে এবং জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করছে।
আরো পড়ুন:
বিএনপি ক্ষমতায় গেলে ভারতের নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে: আমীর খসরু
ভারতের রোহিঙ্গাদের পুশইন পরিকল্পিত: বিজিবি মহাপরিচালক
বাংলাদেশ জানায়, ভারতীয় এই কার্যক্রম ১৯৭৫ সালের ভারত-বাংলাদেশ যৌথ নির্দেশিকা, ২০১১ সালের সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (CBMP) এবং বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত পারস্পরিক সিদ্ধান্তের লঙ্ঘন।
ঢাকার পাঠানো কূটনৈতিক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী তাদের ফেরত নেওয়া হবে। কিন্তু তার ব্যতিক্রম ঘটালে দুই দেশের মধ্যে বোঝাপড়ায় বিঘ্ন সৃষ্টি হতে পারে।
বাংলাদেশ আরো বলেছে, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে নয়, তাদের আদি নিবাসে (মিয়ানমারে) ফেরত পাঠানো উচিত। একইসঙ্গে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করাও অনুচিত।
স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষদের সভায় বিষয়টি আলোচিত
এদিকে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুশইন ইস্যুটি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। সভায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবি মহাপরিচালক বলেন, “সীমান্তে পুশইন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু। এ বিষয়ে আমরা সতর্ক এবং কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”
ঢাকা/হাসান/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক টন ত ক প শইন
এছাড়াও পড়ুন:
‘বজরঙ্গি ভাইজান’–এর সেই মুন্নি ফিরছেন
তাঁর নাম হর্ষালি মালহোত্রা হলেও সবাই তাঁকে চেনেন ‘মুন্নি’ নামেই। ২০১৫ সালে কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় এটি ছিল তাঁর চরিত্রের নাম। সালমান খানের সঙ্গে সেই সিনেমায় অভিনয়ের পর থেকেই ছোট্ট ‘মুন্নি’ ব্যাপক পরিচিতি পান। তবে এরপর পড়াশোনার ব্যস্ততায় আর কাজ করা হয়নি। এক দশক পর অবশেষ অভিনয়ে ফিরছেন সেই হর্ষালি।
হর্ষালি যখন ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র সাত বছর। এর পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির এক দশক পেরিয়ে গেছে। হর্ষালিও পরিণত হয়েছেন। এত বছর ধরে পর্দায় তাঁকে মিস করছিলেন দর্শকেরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। হর্ষালি এখন যুক্ত হয়েছেন বহুল প্রতীক্ষিত তেলেগু ছবি ‘অখণ্ড ২: থান্ডবম’-এ। বয়াপাটি শ্রীনুর পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে আছেন দক্ষিণের তারকা নন্দামুরি বালাকৃষ্ণ। এই ছবির মাধ্যমেই তেলেগু ইন্ডাস্ট্রিতে হর্ষালির অভিষেক।
হর্ষালি মালহোত্রা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে