কোহলি ‘আপনি ভুল করেছেন, কেন অবসর নিলেন, আমরা আর ক্রিকেট দেখব না’
Published: 14th, May 2025 GMT
ভক্ত ও ক্রিকেটারের সম্পর্ক তো এমনই। কোত্থেকে, কীভাবে যেন একটা অধিকারবোধ জন্মায়!
বিরাট কোহলির ওপরও তেমনই অধিকারবোধ জন্মেছে সেই ভক্তের। কোহলি টেস্ট ছাড়ার পর তাই তাঁকে সামনে পেয়েই সেই ভক্ত হৃদয়ে পুঞ্জীভূত অভিমানের আগল খুলে দিয়েছেন, ‘কেন অবসর নিলেন? আমরা আর ক্রিকেট দেখব না!’
আরও পড়ুনকোহলির অবসর নেওয়ার পেছনে এটাই তাহলে কারণ১৯ ঘণ্টা আগেঘটনাটি ঘটে মুম্বাই বিমানবন্দরে, ঠিক কবে তা জানা যায়নি। তবে গত সোমবার কোহলি টেস্ট থেকে অবসর ঘোষণার পর এবং গতকাল এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোহলি ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বিমানবন্দর থেকে বের হওয়ার পথে পাপারাজ্জিদের কবলে পড়েন। ভক্তরা তাঁকে ছেঁকে ধরেন। কেউ কেউ ছবিও তোলেন। ভিড়ের মধ্য থেকে একটি কণ্ঠের আওয়াজ কানে বেজেছে সবার।
কোহলির উদ্দেশে ভিড়ের ভেতর থেকে আবেগাক্রান্ত সেই কণ্ঠের আর্তি, ‘স্যার, আপনি ভুল করেছেন। কেন অবসর নিলেন? আমরা এখন থেকে আর ক্রিকেট দেখব না।’ সেই ভিড়ের ভেতর থেকে আরেকটি আবেগাক্রান্ত কণ্ঠের আর্তি, ‘শুধু আপনার জন্য আমি টেস্ট ক্রিকেট দেখতাম।’
ভক্তদের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই কোহলিকে ছুঁয়ে যায়। কিন্তু স্বাভাবিক থেকেই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁদের প্রতি এবং খুব বিনয়ের সঙ্গে সবাইকে বের হওয়ার পথ করে দিতে বলেন। তখনই ভিড়ের ভেতর থেকে আরেক ভক্ত ছবি তোলার আবদার জানালে কোহলি বলেন, ‘আজ একটু তাড়া আছে। কথা দিচ্ছি পরেরবার হবে।’
আরও পড়ুনকোহলির অবসর নিয়ে বোমা ফাটালেন রঞ্জি কোচ, ‘সে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিল’১৩ মে ২০২৫কিন্তু আবেগাক্রান্ত কণ্ঠগুলো এরপরও থামেনি। আনুশকাকে নিয়ে কোহলি গাড়িতে ওঠার পর যখন দরজা বন্ধ করবেন, ঠিক তখনই আরেক ভক্ত বলেন, ‘স্যার, আমরা আর ক্রিকেট দেখব না। আপনার জন্য আমরা ক্রিকেট দেখতাম।’ কোহলি একটু হেসে বুড়ো আঙুল তুলে ইতিবাচক ভঙ্গি করেন এর জবাবে। কিন্তু ভক্তদের আর্তি তখনো থামেনি। ভিড়ের ভেতর থেকেই ভেসে এল কোহলির জন্য অপেক্ষা করার কথা, ‘আমরা আপনার (ফেরার) অপেক্ষায় থাকব। এখন শুধু ওয়ানডে দেখব। এবার আরসিবি (আইপিএল) জিতবে।’
ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, টেস্ট থেকে অবসর নেওয়ার এক দিন পর আনুশকাকে নিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন কোহলি। সেখানে আধ্যাত্মিক নেতা প্রেমানন্দ গোবিন্দ শরণজী মহারাজের আশীর্বাদ নেন এই জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, আত্মার শান্তি ও ভক্তির ক্ষমতা নিয়ে প্রেমানন্দ গোবিন্দর বলা কথাগুলো তাঁরা খুব মনোযোগ দিয়ে শুনছেন।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডলে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। তাঁর এ সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্র অশ্বিন যেমন বলেছেন, টেস্টে কোহলি আরও এক বা দুই বছর খেলতে পারতেন। অনেক ভক্তও তাঁর এ সিদ্ধান্তে অবাক হয়েছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কোহলির অবসর নিয়ে বোমা ফাটালেন রঞ্জি কোচ, ‘সে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিল’
‘কেন অবসর ঘোষণা’—ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের মতো এই প্রশ্ন তুলেছেন আরও অনেকেই।
প্রশ্নটি বিরাট কোহলিকে নিয়ে। গতকাল টেস্ট ছাড়ার ঘোষণা দেন কিংবদন্তি। কোহলি তার পর থেকে আবেগঘন বার্তায় সিক্ত হওয়ার পাশাপাশি তাঁকে ঘিরে এ প্রশ্নও উঠছে। কয়েক দিন আগে শোনা গেল, টেস্ট ছাড়ার ইচ্ছার কথা নাকি ভারতের ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন কোহলি। বিসিসিআইয়ের শীর্ষ ব্যক্তিরা নাকি তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। কিন্তু এর দু-এক দিনের মধ্যেই কোহলির অবসর ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই।
আরও পড়ুনশনিবার থেকে পুনরায় শুরু আইপিএল৯ ঘণ্টা আগেযেমন ভারতের সাবেক স্পিনার ও কোহলির রঞ্জি ট্রফির দল দিল্লির কোচ শরণদীপ সিং। তাঁর দাবি, লাল বলের সংস্করণ থেকে সরে দাঁড়ানোর কোনো লক্ষণ কোহলির মধ্যে তিনি দেখেননি। শুধু তা–ই নয়, শরণদীপের দাবি, কোহলি নাকি ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিলেন!
ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন শরণদীপ। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দিয়েছিলেন কি না? শরণদীপের উত্তর, ‘না, একদমই না।’
ভারতের হয়ে ৩ টেস্ট ও ৫ ওয়ানডে খেলা সাবেক এ অফস্পিনার আরও বলেন, ‘সে (রঞ্জিতে) লাল বলের ক্রিকেট খেলতে এসেছিল। অর্থাৎ তার এমন কোনো ভাবনা ছিল না। এমনকি সে ইংল্যান্ড সিরিজের টেস্ট ম্যাচ নিয়েও কথা বলেছে। এর মানে হলো, তার ওখানে খেলার কথা ছিল।’
আরও পড়ুন‘অপারেশন সিঁদুর’–এর ব্রিফিংয়ে উঠে এল কোহলির অবসরও১০ ঘণ্টা আগেশরণদীপ জানিয়েছেন, এবার ইংল্যান্ড সফরে নাকি সেঞ্চুরির আশা মনের মধ্যে পুষে রেখেছিলেন কোহলি, ‘এবার তার ভালো প্রস্তুতি ছিল। বলেছিল, যতগুলো সম্ভব সেঞ্চুরি করবে, যেটা সে ২০১৮ সালে করেছে ইংল্যান্ড সফরে। ওখানে প্রচুর রান করেছে।’ শরণদীপ যোগ করেন, ‘ভেবেছিলাম, ইংল্যান্ড সফরে তাকে দেখা যাবে। সে দলের অন্যতম জ্যেষ্ঠ খেলোয়াড়। আর ইংল্যান্ড সফর তো অনেক কঠিন। জানি না তাকে ছাড়া ভারতীয় দল কীভাবে সবকিছু সামলাবে।’
২০১৮ সালে ইংল্যান্ড সফরে দুটি সেঞ্চুরিসহ ৫৯৩ রান করেন কোহলি। ভিনদেশে কঠিন কন্ডিশনের সফর সামনে রেখে এ বছরের শুরুতে রঞ্জি ট্রফিতে রেলওয়েজের বিপক্ষে দিল্লির স্কোয়াডে যোগ দেন ৩৬ বছর বয়সী কোহলি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। ২০ জুন লিডসে শুরু হবে প্রথম টেস্ট।