ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা গভর্নরের
Published: 14th, May 2025 GMT
ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে রপ্তানি, রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না বলে তিনি মনে করেন।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন। এ ঘোষণার মধ্যে দিয়ে আগামী জুনে আইএমএফের ২ কিস্তি পাওয়া যাবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.
গভর্নর বলেন, বাজারভিত্তিক করার মানেই যে কোনো দরে কিনবে তেমন না। এখন যে দরে বেচাকেনা হচ্ছে তার আশপাশেই থাকবে বলে তিনি আশা করেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আরএমপির ৩ থানার ওসি বদলি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাতজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।
বদলির আদেশে জানা গেছে, নগরের বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ ও রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি সদর দপ্তরের ওআর শাখায় সংযুক্ত করা হয়েছে।
চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। রাজপাড়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পদায়নের অপেক্ষায় থাকা পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে।
আরো পড়ুন:
পেকুয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
দুই ভিক্ষুককে ঠেলে পাঠাল বিএসএফ
এছাড়া চন্দ্রিমা থানার নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদ।
একই আদেশে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে বদলি করে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, “এটা পুলিশের নিয়মিত বদলি। ইউনিট প্রধান হিসেবে কমিশনার প্রয়োজন অনুযায়ী যাকে যেখানে উপযুক্ত মনে করেন, সেখানে দায়িত্ব দেন। ইউনিটকে গতিশীলভাবে পরিচালনার জন্যই এই বদলি।”
ঢাকা/কেয়া/বকুল