‘গ্যালারিতে আর কিছু বলব না, এখন জানি ক্রিকেট কত কঠিন’
Published: 14th, May 2025 GMT
কিছুদিন ধরে ক্রিকেট নিয়ে ব্যস্ত মৌসুমী হামিদ। সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হয়েছে গতকাল, এতে এই অভিনেত্রীর দলও লড়েছে। এর মধ্যে জানা গেল, ঈদে আসছে তাঁর নতুন সিরিজ। ঈদের আধা ডজন নাটকে কাজ করেছেন। তাঁর খবরাখবর জানাচ্ছে প্রথম আলো
অভিনয়ের পাশাপাশি সময়-সুযোগ পেলেই দর্শক হয়ে খেলার মাঠে হাজির হন মৌসুমী হামিদ। তবে এবারের অভিজ্ঞতা ভিন্ন—গ্যালারিতে নয়, ব্যাট-বল হাতে মাঠে নেমেছেন তিনি। টিম টাইটানের হয়ে অংশ নিয়েছেন সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি প্রতিযোগিতায়। আগেও তারকাদের নিয়ে আয়োজিত ক্রিকেট ম্যাচে খেলেছেন, তবে এবার ব্যাপারটা যেন আরও সিরিয়াস। গত শুক্রবার খেলার মাঠের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘ক্রিকেট সব সময়ই আমার প্রিয় খেলা। আগে গ্যালারিতে বসে খেলা দেখতাম, চিৎকার-চেঁচামেচি করতাম। বলতাম, লেগ সাইডে মারতে পারল না! এখন বুঝি, খেলা কতটা কঠিন! এখন থেকে গ্যালারিতে বসে আর কোনো মন্তব্য করব না, সিদ্ধান্ত নিয়েছি।’
মৌসুমী হামিদ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইভানের জন্মদিনে নেইমারের বাড়িতে অ্যাশেজের গান...
অ্যাশেজ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভানের জন্মদিন আজ। সংগীতের বিভিন্ন পেজ থেকে গ্রুপ ও অ্যাশেজের ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন এ সংগীতশিল্পীকে। জন্মদিনে অবাক করা এক উপহার পেলেন ইভান। এদিন বড় পর্দায় তাঁর গান বেজেছে জনপ্রিয় ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের বাংলোবাড়িতে!
জুনায়েদ ইভান