কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ জন
Published: 15th, May 2025 GMT
আদালতের জামিন আদেশের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২৭ বিডিআরের সাবেক (বর্তমানে বিজিবি) জওয়ান। কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়। কারাফটকের সামনে তাদের গ্রহণ করেন স্বজনরা। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তারা এতদিন কারাগারে ছিলেন।
কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, বিডিআর বিদ্রোহের মামলায় গত সোমবার ৪০ আসামিকে জামিন দেন আদালত। তাদের মধ্যে কাশিমপুরের তিনটি কারাগারে বন্দি থাকা ২৭ সদস্যের জামিনের কাগজপত্র বুধবার বিকেলে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে আজ তাদের মুক্তি দেওয়া হয়। বন্দিদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন, কারাগার পার্ট-১ থেকে পাঁচজন এবং পার্ট-২ থেকে ১০ জওয়ান মুক্তি পেয়েছেন।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। বিদ্রোহের ঘটনায় পরদিন ও ২৮ ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ড আর ব দ র হ ব ড আর
এছাড়াও পড়ুন:
অপারেশন বুনিয়ান-উন-মারসুস–তাহরির স্কয়ার–পিপল’স অ্যাকশন পার্টি কী, জেনে নিন বিস্তারিত
১. সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশে কতটুকু এলাকাকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA)’ ঘোষণা করা হয়েছে?
ক. ২ কিলোমিটার
খ. ৫ কিলোমিটার
গ. ১০ কিলোমিটার
ঘ. ১৫ কিলোমিটার
উত্তর: গ. ১০ কিলোমিটার
২. সন্ত্রাসবিরোধী আইন প্রণয়ন করা হয় কত সালে?
ক. ২০০১ সালে
খ. ২০০৯ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০১৬ সালে
উত্তর: খ. ২০০৯ সালে
৩. ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হয়—
ক. ৮ মে ২০২৫
খ. ৯ মে ২০২৫
গ. ১০ মে ২০২৫
ঘ. ১২ মে ২০২৫
উত্তর: গ. ১০ মে ২০২৫
৪. সম্প্রতি ভারতের হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা অভিযানের নাম দেওয়া হয়—
ক. অপারেশন বুনিয়ান-উন-মারসুস
খ. রাহ্ এ নেজাত
গ. রাদ্ উল ফাসাদ
ঘ. অপারেশন আল মিজান
উত্তর: ক. অপারেশন বুনিয়ান-উন-মারসুস
৫. সম্প্রতি রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন—
ক. পোপ জন
খ. পোপ প্যাট্রিক
গ. পোপ চতুর্দশ লুই
ঘ. পোপ চতুর্দশ লিও
উত্তর: ঘ. পোপ চতুর্দশ লিও (২৬৭তম পোপ, তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন)
৬. ‘তাহরির স্কয়ার’ কোনো দেশে অবস্থিত?
ক. ইরান
খ. মিসর
গ. জর্ডান
ঘ. তিউনিসিয়া
উত্তর: খ. মিসর
৭. জাতীয় রাজস্ব বোর্ড (NBR) বিলুপ্ত করে কয়টি বিভাগ সৃষ্টি করা হয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তর: ক. ২টি (রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ)
৮. চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে কোন দেশভিত্তিক শিপিং প্রতিষ্ঠান?
ক. সিঙ্গাপুর
খ. যুক্তরাষ্ট্র
গ. ডেনমার্ক
ঘ. কানাডা
উত্তর: গ. ডেনমার্ক (এপি মোলার মায়ের্স্ক (এপিএম))
৯. সিঙ্গাপুরের পিপল’স অ্যাকশন পার্টি টানা কতবার নির্বাচনে জয়লাভ করেছে?
ক. ৮ বার
খ. ১০ বার
গ. ১২ বার
ঘ. ১৪ বার
উত্তর: ঘ. ১৪ বার
১০. পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী—
ক. নীলম ভ্যালি
খ. অ্যাবোটাবাদ
গ. মুজাফফরাবাদ
ঘ. বালাকোট
উত্তর: গ. মুজাফফরাবাদ
১১. জি-৭ ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র—
ক. জাপান
খ. দক্ষিণ কোরিয়া
গ. চীন
ঘ. ভারত
উত্তর: ক. জাপান
১২. বাংলাদেশে পয়লা মে সরকারি ছুটি ঘোষণা করা হয়—
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৮১ সালে
উত্তর: ক. ১৯৭২ সালে
১৩. হাঙ্গেরির অফিশিয়াল মুদ্রা—
ক. লিরা
খ. ক্রোন
গ. ফরিন্ট
ঘ. তুগরিক
উত্তর: গ. ফরিন্ট
১৪. সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন নৃগোষ্ঠীর?
ক. আর্য
খ. দ্রাবিড়
গ. অস্ট্রালয়েড
ঘ. মঙ্গোলীয়
উত্তর: খ. দ্রাবিড়
১৫. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে?
ক. প্রধানমন্ত্রী
খ. আইনমন্ত্রী
গ. প্রধান বিচারপতি
ঘ. অ্যাটর্নি জেনারেল
উত্তর: ঘ. অ্যাটর্নি জেনারেল