নিলামে পণ্য কিনতে হলে এখন থেকে প্রথমবার সর্বোচ্চ দরদাতা হলেই চলবে। সর্বোচ্চ দরদাতার কাছে পণ্য বিক্রি করার বাধ্যবাধকতা দিয়ে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার এনবিআর এ আদেশ জারি করে।

চট্টগ্রাম বন্দরে কনটেইনার–জট নিরসনে এই বিশেষ আদেশ জারি করা হয়েছে। বিশেষ আদেশ অনুযায়ী, চট্টগ্রাম কাস্টমসের মাধ্যমে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আমদানি হওয়া নিষ্পত্তিযোগ্য পণ্যের নিলামে এই সুযোগ রয়েছে। অবশ্য এই বিশেষ আদেশের মধ্যে সব ধরনের যানবাহন বাদ দেওয়া হয়েছে।

আগের নিয়মে বারবার নিলামে তুলেও পণ্য বিক্রির হার ছিল কম। কারণ, আগের নিয়মে কাস্টমস কোনো পণ্যের প্রথম নিলামে সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশের বেশি দর পেলে পণ্য বিক্রি করতে পারত। অর্থাৎ সর্বোচ্চ দরদাতা হলেও ৬০ শতাংশের বেশি দর না দিলে পণ্য বিক্রির সুযোগ ছিল না। তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে, সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশ বাজারদরের চেয়ে বেশি হতো। এর ফলে প্রথমবার নিলামে পণ্য বিক্রির নজির ছিল কম। দ্বিতীয়বার অবশ্য প্রথমবারের চেয়ে বেশি এবং সর্বোচ্চ দরদাতার কাছে পণ্য বিক্রির সুযোগ ছিল। এর ফলে কোনো পণ্য বিক্রি করতে হলে বারবার নিলামে তুলতে হতো। নতুন আদেশে এই জটিলতা কাটল।

নতুন আদেশে নিলাম ছাড়াও বিকল্প উপায়ে পণ্য হস্তান্তরের সুযোগ রাখা হয়েছে। যেমন চিনি, ডাল, তেলসহ পচনশীল পণ্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কাছে প্রস্তাবিত মূল্যে বিক্রি করতে হবে। সব ধরনের সুতা তাঁত বোর্ডের অফার মূল্যে তাঁত বোর্ডকে প্রদান করতে হবে। মদ ও মদজাতীয় পানীয় বাংলাদেশ পর্যটন করপোরেশন বা লাইসেন্সপ্রাপ্ত বন্ডেন্ড প্রতিষ্ঠানের কাছে অফার মূল্যে বিক্রি করতে হবে। সার বাংলাদেশ ফার্টিলাইজার সমিতির সদস্যদের কাছে অফার মূল্যে বিক্রি করতে হবে। এ ছাড়া বিস্ফোরক, ওষুধের কাঁচামালও সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছে বিক্রি করার কথা বলা হয়েছে আদেশে।

চট্টগ্রাম কাস্টমসের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিশেষ আদেশের কারণে বন্দর থেকে অন্তত তিন হাজার কনটেইনার পণ্যের দ্রুত নিলাম সম্পন্ন করা যাবে। এতে বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা কনটেইনার অপসারণের সুযোগ হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পর্নো তারকা থেকে বলিউডে, সানি লিওনের জানা-অজানা গল্প

পর্নো ছবির তারকা থেকে বলিউডে জায়গা করে নেওয়া অভিনেত্রী সানি লিওনের আজ জন্মদিন। আজ মঙ্গলবার, ১৩ মে, তিনি ৪৪ বছরে পা রাখলেন। সাহসী উপস্থিতি আর নানা বিতর্ক পেরিয়ে আজ তিনি কেবল গ্ল্যামার-আইকন নন, বরং একজন সফল তারকা মুখ।

জীবনের নানা বাঁকে, নানা পরিচয়ে দেখা দিয়েছেন সানি লিওন। কেউ তাঁকে দেখেন সাহসী নারী হিসেবে, কেউবা বিতর্কের কেন্দ্রবিন্দু। কিন্তু নিজের পরিচয় গড়েছেন নিজেই। জন্মদিনে চলুন জেনে নিই সানির জীবনের কিছু পরিচিত এবং কিছু কম পরিচিত অধ্যায়।

নার্স হওয়ার স্বপ্ন, বেকারি থেকে রুপালি পর্দায়
সানির জন্ম কানাডার অন্টারিওতে, এক শিখ-পাঞ্জাবি পরিবারে। তাঁর আসল নাম করনজিৎ কাউর ভোহরা। ছোটবেলায় ধর্মীয় স্কুলে পড়াশোনা করেছেন। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিলেন সক্রিয়। বড় হয়ে পড়েন পেডিয়াট্রিক নার্সিংয়ে। কাজও নেন একটি জার্মান বেকারিতে। কিন্তু জীবনের মোড় ঘোরে ১৯ বছর বয়সে। সেই বয়সেই তিনি সাহসী সিদ্ধান্ত নেন—পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। কিছুদিনের মধ্যেই হয়ে ওঠেন অন্যতম পরিচিত নাম।

আরও পড়ুন১৮ কোটি টাকায় বাড়ি কিনলেন সানি লিওন ১২ এপ্রিল ২০২১

বলিউডে অভিষেক
বলিউডে পা রাখার আগে সানি চারবার ঘুরে যান ভারত। ২০০৫ সালে প্রথমবার ভারতের টেলিভিশনে দেখা যায় তাঁকে—এমটিভি অ্যাওয়ার্ডসে রেড কার্পেট রিপোর্টার হিসেবে। ২০১১ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে প্রথমবার ভারতের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। সেখান থেকেই পরিচালক মহেশ ভাটের নজরে আসেন। এরপর ২০১২ সালে ‘জিসম ২’ দিয়ে শুরু বলিউড–যাত্রা। এরপর ‘রাগিনি এমএমএস ২ ’, ‘এক পাহি লিলা’, ‘মাস্তিজাদে’, ‘তেরি মেরি কাহানি’সহ একাধিক সিনেমায় অভিনয় করেন। শাহরুখ খানের ‘রইস’-এ একটি বিশেষ গানে তাঁকে দেখা যায়, যা দারুণ জনপ্রিয় হয়।

মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে ‘কেনেডি’ সিনেমার প্রিমিয়ারে লিওন

সম্পর্কিত নিবন্ধ

  • প্রথমবারের মতো বেরোবিতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন
  • প্রথমবার আইসিসির মাসসেরা খেলোয়াড় মিরাজ
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে ড. ইউনূস
  • দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে প্রধান উপদেষ্টা
  • বাবার সিআরসেভেন বুটের সঙ্গে এমবাপ্পের বুট পরেও অনুশীলনে রোনালদোর ছেলে
  • পর্নো তারকা থেকে বলিউডে, সানি লিওনের জানা-অজানা গল্প
  • সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন অধ্যাপক ইউনূস