বারবার নিলামের দিন শেষ, সর্বোচ্চ দর দিয়ে প্রথম নিলামেই পণ্য কেনার সুযোগ
Published: 15th, May 2025 GMT
নিলামে পণ্য কিনতে হলে এখন থেকে প্রথমবার সর্বোচ্চ দরদাতা হলেই চলবে। সর্বোচ্চ দরদাতার কাছে পণ্য বিক্রি করার বাধ্যবাধকতা দিয়ে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার এনবিআর এ আদেশ জারি করে।
চট্টগ্রাম বন্দরে কনটেইনার–জট নিরসনে এই বিশেষ আদেশ জারি করা হয়েছে। বিশেষ আদেশ অনুযায়ী, চট্টগ্রাম কাস্টমসের মাধ্যমে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আমদানি হওয়া নিষ্পত্তিযোগ্য পণ্যের নিলামে এই সুযোগ রয়েছে। অবশ্য এই বিশেষ আদেশের মধ্যে সব ধরনের যানবাহন বাদ দেওয়া হয়েছে।
আগের নিয়মে বারবার নিলামে তুলেও পণ্য বিক্রির হার ছিল কম। কারণ, আগের নিয়মে কাস্টমস কোনো পণ্যের প্রথম নিলামে সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশের বেশি দর পেলে পণ্য বিক্রি করতে পারত। অর্থাৎ সর্বোচ্চ দরদাতা হলেও ৬০ শতাংশের বেশি দর না দিলে পণ্য বিক্রির সুযোগ ছিল না। তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে, সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশ বাজারদরের চেয়ে বেশি হতো। এর ফলে প্রথমবার নিলামে পণ্য বিক্রির নজির ছিল কম। দ্বিতীয়বার অবশ্য প্রথমবারের চেয়ে বেশি এবং সর্বোচ্চ দরদাতার কাছে পণ্য বিক্রির সুযোগ ছিল। এর ফলে কোনো পণ্য বিক্রি করতে হলে বারবার নিলামে তুলতে হতো। নতুন আদেশে এই জটিলতা কাটল।
নতুন আদেশে নিলাম ছাড়াও বিকল্প উপায়ে পণ্য হস্তান্তরের সুযোগ রাখা হয়েছে। যেমন চিনি, ডাল, তেলসহ পচনশীল পণ্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কাছে প্রস্তাবিত মূল্যে বিক্রি করতে হবে। সব ধরনের সুতা তাঁত বোর্ডের অফার মূল্যে তাঁত বোর্ডকে প্রদান করতে হবে। মদ ও মদজাতীয় পানীয় বাংলাদেশ পর্যটন করপোরেশন বা লাইসেন্সপ্রাপ্ত বন্ডেন্ড প্রতিষ্ঠানের কাছে অফার মূল্যে বিক্রি করতে হবে। সার বাংলাদেশ ফার্টিলাইজার সমিতির সদস্যদের কাছে অফার মূল্যে বিক্রি করতে হবে। এ ছাড়া বিস্ফোরক, ওষুধের কাঁচামালও সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছে বিক্রি করার কথা বলা হয়েছে আদেশে।
চট্টগ্রাম কাস্টমসের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিশেষ আদেশের কারণে বন্দর থেকে অন্তত তিন হাজার কনটেইনার পণ্যের দ্রুত নিলাম সম্পন্ন করা যাবে। এতে বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা কনটেইনার অপসারণের সুযোগ হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ব্রেভিসের ঝড়ো সেঞ্চুরিতে র্যাঙ্কিংয়ে রেকর্ড লাফ
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আগুন ঝরালেন ডেওয়াল্ড ব্রেভিস। মাত্র ১২৫ রানের বিধ্বংসী ইনিংসে এসেছিল ১২টি চার ও ৮টি ছক্কা। এই দুর্দান্ত পারফরম্যান্স তাকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৮০ ধাপ এগিয়ে দিলো, পৌঁছে দিলো ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান ২১ নম্বরে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬১৪।
প্রোটিয়া ব্যাটিং লাইনআপের আরেক সদস্য ট্রিস্টিয়ান স্টাবসও উন্নতি করেছেন। ১২ ধাপ এগিয়ে এখন তিনি ২৮ নম্বরে। অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনও পেয়েছেন র্যাঙ্কিং বুস্ট। দুজনেই ৬ ধাপ করে উপরে উঠে যথাক্রমে ১০ ও ১৭ নম্বরে অবস্থান করছেন। ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা।
বোলিং র্যাঙ্কিংয়ে জশ হ্যাজলউড তিন ধাপ এগিয়ে ২০ নম্বরে, আর দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ১৫ ধাপ লাফিয়ে ৪৪ নম্বরে। লুঙ্গি এনগিডিও ১৪ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো শীর্ষ ৫০–এ ঢুকেছেন। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি আছেন এক নম্বরে, আর অলরাউন্ডারদের শীর্ষে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া।
আরো পড়ুন:
৩৪ বছরের অপেক্ষার অবসান, ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
উডের কর্মশালায় সালাউদ্দিন-হান্নানরা
টেস্ট ফরম্যাটে নতুন ইতিহাস গড়েছেন নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ক্যারিয়ারের প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন তিন নম্বরে। শীর্ষে ভারতের জসপ্রিত বুমরাহ, আর দুইয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ১৬ উইকেট শিকারের ফলেই এই উন্নতি হেনরির।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় কোনো পরিবর্তন হয়নি, সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট (৯০৮ পয়েন্ট)। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা রয়েছেন এক নম্বরে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। অলরাউন্ডারদের মধ্যে এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। তবে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় সামান্য পরিবর্তন এসেছে। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন বাবর আজম, দুইয়ে উঠে এসেছেন রোহিত শর্মা, আর শীর্ষে অবস্থান করছেন শুভমান গিল।
ঢাকা/আমিনুল