গুটি আম নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে মধুমাস আমের মৌসুম। গতকাল বৃহস্পতিবার প্রথম দিন এসব গুটি আম বিক্রি হয়েছে ১ হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা মণ দরে। মৌসুমজুড়ে রাজশাহী জেলায় বিক্রির আশা ১ হাজার ৭০০ কোটি টাকার আম।
জেলা প্রশাসনের নির্ধারিত ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার থেকে সব ধরনের গুটি আম নামানোর ঘোষণা ছিল। সে অনুযায়ী চাষিরা সকালে আম নামিয়ে রাজশাহীর বৃহত্তম আমের হাট বানেশ্বরে আনতে শুরু করেন। নিম্নমানের এসব গুটি আম খুব একটা সুস্বাদু হয় না। ফলে আচারের কাজেই বেশি ব্যবহার হয়।
চাষি ও ব্যবসায়ীরা জানান, গুটি আমের মাধ্যমে আম বাজারজাত শুরু হলো। এর পর পর্যায়ক্রমে ২২ মে গোপালভোগ, ২৫ মে লকনা বা লক্ষ্মণভোগ ও রানীপছন্দ, ৩০ মে হিমসাগর বা ক্ষীরশাপাতি, ১০ জুন ল্যাংড়া ও ব্যানানা ম্যাংগো, ১৫ জুন আম্রপালী ও ফজলি, ৫ জুলাই বারি-৪, ১০ জুলাই আশ্বিনা আম এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি আম নামানো যাবে। এ ছাড়া বারোমাসি কাটিমন ও বারি আম-১১ জাত সারাবছর নামানো যাবে।
গতকাল সকালে চাষিরা গুটি জাতের আম নামাতে শুরু করেন। পরে বাজারে এনে বিক্রি করেন। গত বছরের তুলনায় এ বছর আমের ফলন ভালো হওয়ায় আম চাষিরা খুশি। এবার দামও শুরুতে ভালোই পাচ্ছেন চাষিরা। প্রথম দিনেই পরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন চাষি ও ব্যবসায়ীরা।
পুঠিয়ার বিড়ালদহের আমচাষি জিল্লুর রহমান বলেন, গুটি আম পরিপক্ব হয়েছে। গাছে আম পাকতে শুরু করেছে। প্রথম দিন গুটি আম ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা মণ বিক্রি হয়েছে। এই দামে খুশি ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, সব কিছুর দাম বেড়েছে। গুটি আমের দাম ২ হাজার টাকা মণ হওয়া প্রয়োজন।
আমচাষি জহুরুল ইসলাম নামের আরেক আমচাষি বলেন, এ বছর আমের ফলন ভালো হয়েছে। বাজারে দামটা ঠিকভাবে পেলে চাষিরা লাভবান হবেন।
বানশ্বরের আমের হাটে কথা হয় ব্যবসায়ী রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, প্রথম দিন ক্রেতা-বিক্রেতার সমাগম বাজারে ভালোই হয়েছে। যেসব গুটি আম বাজারে উঠেছে তা অন্য বছর ৭০০-৮০০ টাকা মণ দরে বিক্রি হতো। কিন্তু আমচাষিরা বাজারে এসব আম ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা মণ পেয়েছেন। প্রথম দিন হওয়ায় বাজারদর বেশি ছিল। ধীরে ধীরে স্বাভাবিক হবে।
এ বছর জেলায় আম চাষ হয়েছে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ টন। এই আমের বাজার মূল্য ১ হাজার ৭০০ কোটি টাকা।
বানেশ্বর হাটের ইজারাদার জাকির হোসেন সরকার রাসেল বলেন, বাজারে অপরিপক্ব আম যেন না ঢোকে সে জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। কেমিক্যাল মেশানো অপরিপক্ব আম নিয়ে এলে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।
পুঠিয়ার ইউএনও এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, আম আসতে শুরু করেছে। পর্যায়ক্রমে ভালো জাতের আমও আসবে। আম বিক্রি করতে এসে কোনো চাষি যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে প্রশাসন সচেতন রয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ফল প রথম দ ন আম ন ম আমচ ষ
এছাড়াও পড়ুন:
আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।