রাকিবুল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। স্কোরবোর্ডে কম পুঁজি হলেও দারুণ ক্যামিও ইনিংস খেলে এবং ঘূর্ণি জাদুতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাকিবুল।

রাজশাহীতে শুক্রবার (১৬ মে) আগে ব্যাট করতে নেমে মাত্র ২২৫ রানে থেমে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৯১ রানের বেশি করতে পারেনি সফরকারী প্রোটিয়ারা। ৩৪ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক শিবির।

ব্যাট হাতে ৪২ রানের পাশাপাশি বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রাকিবুল।

আরো পড়ুন:

মিলল ছাড়পত্র, গ্রুপ পর্বের সব ম্যাচেই মোস্তাফিজকে পাবে দিল্লি

টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল ৪৪ কোটি, বাংলাদেশ পাবে কত?

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২১ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। এরপর ঘুরে দাঁড়ায় তারা। তবে দলীয় ৬৭ রানে তৃতীয় উইকেট হারানোর পর থেকে শুরু হয় পতনের ধারা। সর্বোচ্চ ৪০ রান আসে তিয়ান মিচেলের ব্যাট থেকে।

এ ছাড়া হ্যান্ডসম মোকেনা ৩৭, অ্যান্ডিল চার্লস ৩৫ এবং অধিনায়ক জর্জ মার্টিনাস ৩৪ রান করে সাজঘরে ফেরেন। থিতু হওয়ার পরও লম্বা ইনিংস খেলতে না পারাই কাল হয় প্রোটিয়া শিবিরের জন্য।

বাংলাদেশের হয়ে রাকিবুল একাই নেন ৪ উইকেট। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে উইকেটগুলো শিকার করেন তিনি। মাহফুজুর রাব্বি ও ওয়াসি সিদ্দিকি ২টি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশ শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে। সর্বোচ্চ ৫৮ রান আসে মাহফুজুরের ব্যাট থেকে। ৪০ বলে ৪২ রান করে দুইশ ছাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাকিবুল। অধিনায়ক আকবরের ব্যাট থেকে আসে ৩৮ রান এবং মাহফিজুল ইসলাম রবিন করেন ২৬ রান।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সেসোনা। তিয়ান মিচেল নেন ২টি উইকেট।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে

ঢাকার সাভার উপজেলার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।

চালক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহন নামের মিনিবাস দাঁড় করিয়ে রাখা হয়। ভোর চারটার দিকে চালকের সহকারী বাসটি ধুয়েমুছে টয়লেটে যান। ফিরে এসে তিনি দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুননারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা১ ঘণ্টা আগে

চালক মো. পিন্টু প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতেই ওই এলাকায় গাড়ি রাখি। এরপর ভোর পাঁচটায় গাড়ি বাইর করি। কাইল রাইতে হেলপার বাস পরিষ্কার কইরা ওয়াশরুমে গেছে, এরপর আইসা দেখে আগুন জ্বলতাছে। তখন পৌনে পাঁচটার মতো বাজে। বাসের সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। দুই লাখ টাকার মতো ক্ষতি হইছে।’

দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যিনি বা যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

সম্পর্কিত নিবন্ধ