ব্যাংকে ডলার কেনাবেচায় দামের বাইরে আর কোনো মাশুল নয়
Published: 17th, May 2025 GMT
ব্যাংক থেকে ডলার কেনাবেচায় এখন ডলারের দাম ছাড়া আর কোনো মাশুল আদায় করা যাবে না। তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টে ডলার সংযুক্তি বা এনডোর্সমেন্টের মাশুল হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবে ব্যাংকগুলো। খোলাবাজারে ডলারের দামে অস্থিরতা দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে নতুন করে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ শনিবার এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোর কাছে পাঁচ কোটি ডলার নগদ মুদ্রা রয়েছে। এরপরও অনেক গ্রাহক ডলার কেনাবেচার জন্য ব্যাংকে যাচ্ছে না। কারণ, অনেক ব্যাংক ডলার কেনাবেচার ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত মাশুল আদায় করছে। গ্রাহকেরা যাতে ডলার কেনাবেচার জন্য ব্যাংকমুখী হন, এ জন্য সব ধরনের মাশুল তুলে দেওয়া হয়েছে।’
জানা যায়, বিদেশ ভ্রমণের টিকিট, ভিসাসহ পাসপোর্ট জমা দিলে ব্যাংকগুলো থেকে বৈদেশিক মুদ্রা কিনতে পারছেন গ্রাহকেরা। এতে প্রতি ডলারের দাম পড়ছে ১২৩ টাকা। যদিও খোলাবাজারে ডলারের দাম ১২৫ টাকা পর্যন্ত উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিক্রয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জ আদায়ের পাশাপাশি পৃথকভাবে কমিশন আদায় করা হচ্ছে। এই কারণে ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে গ্রাহকেরা নিরূৎসাহিত হচ্ছেন। এ জন্য ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কেনা উৎসাহিত করতে এনডোর্সমেন্ট মাশুল ছাড়া অন্য কোনো কমিশন বা মাশুল আদায় করা যাবে না। আর পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট মাশুল হবে সর্বোচ্চ ৩০০ টাকা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র হক র
এছাড়াও পড়ুন:
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে: উপদেষ্টা রিজওয়ানা
নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিভিন্ন দলের নিজস্ব হিসাব-নিকাশ ও রাজনীতি আছে উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
এনসিপির একজন নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বিএনপি চাচ্ছে যথাসময়ে নির্বাচন। নির্বাচন পিছিয়ে যাবে কি না, সরকারের পরিকল্পনা কী—জানতে চাইলে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকারের পরিকল্পনা তো প্রধান উপদেষ্টা মহোদয় নিজে পরিষ্কার করে বলেছেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব-নিকাশ আছে, নিজস্ব রাজনীতি আছে। এটার সঙ্গে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নেই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে।’
উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো রাজনৈতিক দলের কথা শুনে নয়, সরকার নিজেদের মতো আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়।