উত্তরে বিএনপি নেতাদের পকেটে, দক্ষিণে অনিশ্চিত চার হাট
Published: 28th, May 2025 GMT
পবিত্র ঈদুল আজহার আর মাত্র ১০ দিন বাকি। তবে এখনও রাজধানীতে কোরবানির পশুর হাটের ইজারা কার্যক্রম শেষ করতে পারেনি দুই সিটি করপোরেশন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সাতটি হাটের ইজারার দর উন্মুক্ত হয়েছে গতকাল মঙ্গলবার। গত ১৬ বছরের ধারাবাহিকতায় এবার পশুর হাটের ইজারায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ অংশ নেননি। সর্বোচ্চ দর দিয়ে বিএনপি নেতাকর্মীরাই হাটের ইজারা পাচ্ছেন।
এদিকে ১৩ দিন ধরে বিএনপি নেতা ইশরাককে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলন করছেন তাঁর সমর্থকরা। এতে দক্ষিণের চারটি পশুর হাটের ইজারা কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে।
এ বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর জন্য গত ২১ এপ্রিল বিজ্ঞপ্তি দেয় ডিএসসিসি। আর ডিএনসিসি তিন দফায় ১২টি হাটের জন্য বিজ্ঞপ্তি দেয়। এ ছাড়াও নতুন আরও দুইটি পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তির প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এর মধ্যে ডিএসসিসির আফতাবনগর ও মেরাদিয়ার পশুর হাট এবং ডিএনসিসির বাড্ডা ইস্টার্ন হাউস ও বনরূপা আবাসিক এলাকার হাট জনবহুল স্থানে হওয়ায় আদালত বাতিল করে দিয়েছেন। এ ছাড়া দুই সিটিতে মিরপুর গাবতলী ও ডেমরা সারুলিয়ায় দুইটি স্থায়ী পশুর হাট আছে।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, গত ১৫ মে ৮টি পশুর হাটের প্রথম পর্যায়ের উন্মুক্ত ইজারা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গত শনিবার যাচাই-বাছাই শেষে খিলক্ষেত মস্তুল চেকপোস্ট-সংলগ্ন খালি জায়গায় সুরমি ইন্টারপ্রাইজের নামে মজিবুল্লা খন্দকার হাটের ইজারা নিয়েছেন। তবে হাটটি পরিচালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আকতার হোসাইন। ঢাকা পলিটেকনিকের খেলার মাঠের হাটটি ইজারা পুনির্বিবেচনা করছে করপোরেশন। এ হাটটিতে সর্বোচ্চ ২ কোটি ১৭ লাখ টাকায় জায়ান এন্টারপ্রাইজের সত্বাধিকারী যুবদল নেতা মনিরুজ্জামান পাচ্ছেন বলে কর্পোরেশনের একাধিক সূত্র জানিয়েছে। বাকি ছয়টি হাট দ্বিতীয় পর্যায়ের ইজারার জন্য পুনর্বিজ্ঞপ্তি দেওয়া হয়।
গতকাল ডিএনসিসির এই ছয়টি হাটসহ মোট সাত হাটের ইজারার দর উন্মুক্ত হয়েছে। মিরপুর কালশী বালুর মাঠের খালি জায়গা সংলগ্ন হাটটি পেয়েছেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। সরকারি মূল্যের চেয়ে ৫০ লাখ টাকা কমে ৩০ লাখ ২০ হাজার টাকায় সর্বোচ্চ দর দিয়েছেন তিনি। সমকালকে মাসুদুর রহমান বলেন, ‘হাটের জায়গাটি অত্যন্ত কম।’
ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে উত্তরা রানাভোলা সুইচগেট পর্যন্ত হাটটির সর্বোচ্চ দর উঠেছে ৯৫ লাখ টাকা। মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতিকুর রহমান এ দর দিয়েছেন। মিরপুর ইন্টার্ন হাউজিং হাটটি দ্বিতীয় পর্যায়ে ২ কোটি ৫৫ লাখ টাকা সর্বোচ্চ দরে পেয়েছেন মের্সাস সোহাগ এন্টারপ্রাইজের রতন মিয়া। রতন মিয়া সমকালকে বলেন, হাটের সঙ্গে মহানগর বিএনপির নেতাকর্মীরা যুক্ত আছেন।
বছিলার পশুর হাটটি সর্বোচ্চ ২ কোটি ৭১ লাখ টাকা দর দিয়েছেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহব্বায়ক জালাল মৃধা। ৪৪ নম্বর ওয়ার্ডের রহমান নগর আবাসিক এলাকার হাটটি সর্বোচ্চ দর উঠেছে ১৩ লাখ টাকা। আরহাম এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী বিএনপি নেতা শাহ মিরাজ এ দর দিয়েছেন। ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন হাটটিতে বিএনপি নেতা রফিকুল ইসলাম সর্বোচ্চ ৩ কোটি টাকা দর দিয়েছেন।
উত্তরা দিয়াবাড়ি হাটটি পে-অর্ডার সংক্রান্ত জটিলতায় আটকে গেছে। আজ বুধবার মিরপুর গাবতলী স্থায়ী হাট ও খিলক্ষেত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গার হাটটির ইজারার দর উন্মুক্ত হবে। এ ছাড়াও মেরুলবাড্ডা কাঁচাবাজার ও বালুর মাঠের পাশে পূ্র্ব হাজীপাড়ার খালি জায়গার এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে আরও দুইটি হাট বসানোর প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন কর্পোরেশনের সম্পত্তি বিভাগ।
ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম সমকালকে বলেন, মঙ্গলবার সাতটি হাটের ইজারা উন্মুক্ত হয়েছে। দুই-একদিনের মধ্যেই এসব হাটের কার্যাদেশ দেওয়া হবে।
ডিএসসিসি সূত্র জানায়, তাদের ৯টি হাটের মধ্যে পাঁচটির ইজারাদার চূড়ান্ত হয়েছে। বাকি চারটির জন্য দুই দফায় দরপত্র আহ্বান করেও ইজারাদার চূড়ান্ত করা যায়নি। সব শেষ তৃতীয় দফার দরপত্র জমার সময়সীমাও গত বৃহস্পতিবার পার হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক রব ন র হ ট দর দ য় ছ ন র উন ম ক ত র ইজ র র র রহম ন ড এসস স ড এনস স ব এনপ র র জন য ত হয় ছ ন ত কর
এছাড়াও পড়ুন:
মাত্র দেড় মাসে কীভাবে ১৭ কেজি ওজন কমালেন ক্রিকেটার সরফরাজ খান?
শুরুটা যেভাবে করেছিলেন
সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে। এর পরিবর্তে খাদ্যতালিকায় তৃপ্তির জন্য রেখেছিলেন বেশি আঁশসমৃদ্ধ ফল ও সবজির সালাদ, ব্রকলি, শসা। প্রোটিনের জন্য রেখেছিলেন গ্রিল করা মাছ ও মুরগি, সেদ্ধ ডিম আর গুড ফ্যাটের জন্য রেখেছিলেন অ্যাভোকাডো। চা ও কফির পরিবর্তে খেয়েছেন গ্রিন টি ও গ্রিন কফি।
৮০ শতাংশ ওজন কমে সঠিক ডায়েটেভারতের হলিস্টিক হেলথ এক্সপার্ট ড. মিকি মেহতা বলেন, ‘আপনি যত কঠোর ব্যায়ামই করুন না কেন, ওজন কমানোর ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ ভূমিকা রাখে খাদ্যনিয়ন্ত্রণ, আর বাকি ২০ শতাংশ ব্যায়াম। প্রতিদিন কী খাবেন, সেটাই ঠিক করে দেবে শরীর কত দ্রুত বদলাবে।’
সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে