ইজারা সম্পন্ন না হলেও হাট প্রস্তুত, অপেক্ষা খামারিদের
Published: 30th, May 2025 GMT
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর দুই সিটি করপোরেশন সব ক’টি অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম শেষ করতে না পারলেও সম্ভাব্য ইজারাদাররা হাট বসানোর প্রস্তুতি শেষ করেছেন। অপেক্ষা করছেন গ্রামগঞ্জের খামারিদের হাটে গরু নিয়ে আসার। এরই মধ্যে তাদের সঙ্গে যোগাযোগও শেষ করেছেন। আশা রাখছেন, আজ শুক্র ও আগামীকাল শনিবারের মধ্যে অধিকাংশ পশু হাটে এসে পৌঁছাবে। আর রোববার থেকেই শুরু হবে বেচাকেনা।
এ বছর ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর জন্য বিজ্ঞপ্তি দিয়েছে করপোরেশন। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তিন দফায় ১২টি হাটের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এ ছাড়া নতুন আরও দুটি পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তির প্রস্তুতি নিয়েছে সম্পত্তি বিভাগ। তবে এর মধ্যে ডিএসসিসির আফতাবনগর ও মেরাদিয়ার পশুর হাট এবং ডিএনসিসির বাড্ডা ইস্টার্ন হাউস ও বনরূপা আবাসিক এলাকার হাট জনবহুল স্থানে হওয়ায় আদালত বাতিল করে দিয়েছেন। এ ছাড়া দুই সিটিতে মিরপুর গাবতলী ও ডেমরা সারুলিয়ায় দুটি স্থায়ী পশুর হাট আছে।
করপোরেশন সূত্রে জানা যায়, ডিএসসিসির প্রথম পর্যায়ে পশুর হাটের ইজারায় পাঁচটি হাট নির্ধারণ হয়। দ্বিতীয় পর্যায়ের চারটি ইজারায় যাচাই-বাছাই নগর ভবনে আন্দোলনের জেরে শেষ হয়নি। গত বুধবার সচিবালয়ে করপোরেশনের কর্মকর্তারা যাচাই-বাছাই করে আরেকটি হাট নির্ধারণ করেন। বাকি দুটি হাটের দর সরকারি মূল্যের চেয়ে কম হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে। আরেকটি হাটের ইজারাদাররা অল্প সময়ে হাটের সব প্রস্তুতি নিতে পারবেন না বলে আবেদনের পরিপ্রেক্ষিতে হাটটি স্থগিত করা হয়েছে।
ডিএনসিসি সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম সমকালকে বলেন, নতুন আরও দুটি হাটের সঙ্গে উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩টি হাট বসবে। এ পর্যন্ত দুটি হাটের কার্যাদেশ দেওয়া হয়েছে। বাকি হাটগুলোর ইজারা কার্যক্রম প্রক্রিয়াধীন।
সরেজমিন উত্তর শাহজাহানপুর হাট, দনিয়া, সাদেক হোসেন খোকা মাঠের পার্শ্ববর্তী হাট, উত্তরা দিয়াবাড়ী, কালশী মাঠ, খিলক্ষেত মস্তুল হাট ঘুরে দেখা যায়, হাটের বাঁশ-খুঁটি লাগানো শেষ। হাসিল ঘরও প্রস্তুত। আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও ওয়াচ টাওয়ার, ব্যাংকিং বুথের জায়গা প্রস্তুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বৃষ্টি থাকায় হাটগুলোতে টানানো হচ্ছে ত্রিপল। ফেলা হচ্ছে বালু।
উত্তর শাহজাহানপুর হাটের ইজারাদার আনিসুর রহমান টিপু সমকালকে বলেন, কোরবানি পশুর হাটের সব প্রস্তুতি শেষ। এরই মধ্যে গরুর খামারি আর পাইকারদের সঙ্গেও যোগাযোগ হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র হ ট র ইজ র প রস ত ত র জন য
এছাড়াও পড়ুন:
সুদ মওকুফ নিয়ে বিতর্ক, কমার্স ব্যাংকের এমডির পদত্যাগ
বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪৮ কোটি টাকা সুদ মওকুফের সিদ্ধান্ত ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মোশারফ হোসেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পরিচালনা পর্ষদের বৈঠকে মোশারফ হোসেনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন পর্ষদের কয়েকজন সদস্য। পরদিনই তিনি পদত্যাগপত্র জমা দেন।
ব্যাংকের ঋণখেলাপি প্রতিষ্ঠান সুরুজ মিয়া স্পিনিং মিলসের নামে রয়েছে প্রায় ৮৮ কোটি টাকার ঋণ। এর বিপরীতে ব্যাংকটির পর্ষদ সম্প্রতি ৪৮ কোটি টাকা সুদ মওকুফের অনুমোদন দেয়; এ অনুমোদন বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির জন্য পাঠানো হয়েছে।
সূত্র জানায়, কমার্স ব্যাংকের নির্বাহী কমিটির বর্তমান চেয়ারম্যান মো. মহসিন মিয়া অতীতে সুরুজ মিয়া স্পিনিংয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পর্ষদ চেয়ারম্যান আতাউর রহমানের সঙ্গে তিনিও সুদ মওকুফে সক্রিয় ভূমিকা রাখেন। কিন্তু ব্যবস্থাপনা পরিচালক তাতে আপত্তি জানান।
ওই সূত্র জানায়, দ্রুত বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র আনতে ব্যবস্থাপনা পরিচালকের ওপর চাপ প্রয়োগ করা হয়। তিনি রাজি না হওয়ায় বৈঠকে তাঁকে অপসারণের হুমকি দেওয়া হয়। পরদিন পদত্যাগ করেন তিনি।
বিষয়টি নিয়ে জানতে ব্যাংকের চেয়ারম্যান আতাউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক।
মোশারফ হোসেন চলতি বছরের ১৬ জানুয়ারি বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিন বছরের জন্য যোগ দেন। এর আগে তিনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ছিলেন। ব্যাংকিং পেশায় তিনি যুক্ত হন ১৯৮৭ সালে, উত্তরা ব্যাংকে অবেক্ষাধীন কর্মকর্তা হিসেবে।