পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর দুই সিটি করপোরেশন সব ক’টি অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম শেষ করতে না পারলেও সম্ভাব্য ইজারাদাররা হাট বসানোর প্রস্তুতি শেষ করেছেন। অপেক্ষা করছেন গ্রামগঞ্জের খামারিদের হাটে গরু নিয়ে আসার। এরই মধ্যে তাদের সঙ্গে যোগাযোগও শেষ করেছেন। আশা রাখছেন, আজ শুক্র ও আগামীকাল শনিবারের মধ্যে অধিকাংশ পশু হাটে এসে পৌঁছাবে। আর রোববার থেকেই শুরু হবে বেচাকেনা। 

এ বছর ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর জন্য বিজ্ঞপ্তি দিয়েছে করপোরেশন। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তিন দফায় ১২টি হাটের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এ ছাড়া নতুন আরও দুটি পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তির প্রস্তুতি নিয়েছে সম্পত্তি বিভাগ। তবে এর মধ্যে ডিএসসিসির আফতাবনগর ও মেরাদিয়ার পশুর হাট এবং ডিএনসিসির বাড্ডা ইস্টার্ন হাউস ও বনরূপা আবাসিক এলাকার হাট জনবহুল স্থানে হওয়ায় আদালত বাতিল করে দিয়েছেন। এ ছাড়া দুই সিটিতে মিরপুর গাবতলী ও ডেমরা সারুলিয়ায় দুটি স্থায়ী পশুর হাট আছে। 

করপোরেশন সূত্রে জানা যায়, ডিএসসিসির প্রথম পর্যায়ে পশুর হাটের ইজারায় পাঁচটি হাট নির্ধারণ হয়। দ্বিতীয় পর্যায়ের চারটি ইজারায় যাচাই-বাছাই নগর ভবনে আন্দোলনের জেরে শেষ হয়নি। গত বুধবার সচিবালয়ে করপোরেশনের কর্মকর্তারা যাচাই-বাছাই করে আরেকটি হাট নির্ধারণ করেন। বাকি দুটি হাটের দর সরকারি মূল্যের চেয়ে কম হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে। আরেকটি হাটের ইজারাদাররা অল্প সময়ে হাটের সব প্রস্তুতি নিতে পারবেন না বলে আবেদনের পরিপ্রেক্ষিতে হাটটি স্থগিত করা হয়েছে।

ডিএনসিসি সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম সমকালকে বলেন, নতুন আরও দুটি হাটের সঙ্গে উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩টি হাট বসবে। এ পর্যন্ত দুটি হাটের কার্যাদেশ দেওয়া হয়েছে। বাকি হাটগুলোর ইজারা কার্যক্রম প্রক্রিয়াধীন।

সরেজমিন উত্তর শাহজাহানপুর হাট, দনিয়া, সাদেক হোসেন খোকা মাঠের পার্শ্ববর্তী হাট, উত্তরা দিয়াবাড়ী, কালশী মাঠ, খিলক্ষেত মস্তুল হাট ঘুরে দেখা যায়, হাটের বাঁশ-খুঁটি লাগানো শেষ। হাসিল ঘরও প্রস্তুত। আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও ওয়াচ টাওয়ার, ব্যাংকিং বুথের জায়গা প্রস্তুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বৃষ্টি থাকায় হাটগুলোতে টানানো হচ্ছে ত্রিপল। ফেলা হচ্ছে বালু। 

উত্তর শাহজাহানপুর হাটের ইজারাদার আনিসুর রহমান টিপু সমকালকে বলেন, কোরবানি পশুর হাটের সব প্রস্তুতি শেষ। এরই মধ্যে গরুর খামারি আর পাইকারদের সঙ্গেও যোগাযোগ হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র হ ট র ইজ র প রস ত ত র জন য

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ