নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) অধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৪টি শূন্য পদে মোট ৪ জনকে নিয়োগ দেবে। গত ৮ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলঅ হয়েছে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ম্যানেজিং ডিরেক্টর, স্টেশন ডিরেক্টর, চিফ সুপারিনটেনডেন্ট ও ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা।

১.

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

মূল বেতন: ২,১০,০০০ টাকা।

২. পদের নাম: স্টেশন ডিরেক্টর

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

মূল বেতন: ১,৭৮,৮০০ টাকা।

৩. পদের নাম: চিফ সুপারিনটেনডেন্ট।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

মূল বেতন: ১,৪৬,৪০০ টাকা।

প্রতীকী ছবি: প্রথম আলো

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুর্নীতিবাজ রাজনীতিবিদদের থেকে তরুণদের দূরে থাকতে হবে: মজিবুর রহমান

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, তরুণেরা রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার কারণে রাষ্ট্র বারবার দুর্বৃত্তের কবলে পড়েছে। তরুণেরা রাজনীতিসচেতন হলে রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত হবে। গতকাল বুধবার রাতে ১০টার দিকে ফেনী জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবকের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

এবি পার্টির ফেনী জেলা শাখার এ সভার আয়োজন করেছিল। পরে গতকাল রাত ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সভার বিষয়ে জানানো হয়।

সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদেরা নামকাওয়াস্তে ত্রাণ তৎপরতা চালিয়ে স্বেচ্ছাসেবকদের খুশি রাখতে চান। এসব রাজনীতিবিদের থেকে তরুণদের দূরে থাকতে হবে। গত বছরের ভয়াবহ বন্যায় ফেনীতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল অনন্য। দুর্যোগে তরুণদের এভাবে এগিয়ে আসা আশাব্যঞ্জক

সংগঠনটির ফেনী জেলা শাখার আহ্বায়ক আহছান উল্যাহ মতবিনিময় সভাটির সভাপতিত্ব করেন। শাখার সদস্যসচিব ফজলুল হক এটির সঞ্চালনা করেন। এ সময় স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মজিবুর রহমান। এতে আরও অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহ আলম, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক এবি সিদ্দিক, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, ফেনী পোর আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ