রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ চলছে
Published: 7th, June 2025 GMT
কোরবানির ঈদ উপলক্ষে সৃষ্ট বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
শনিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে বিভিন্ন অলিগলি, রাজপথ ও পশুর হাটজুড়ে পরিচ্ছন্নতা কার্যাক্রম শুরু করেছে তারা।
উভয় সিটি করপোরেশন জানিয়েছে, এ বছর রাজধানীতে ৫০ হাজার টনের বেশি বর্জ্য সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে নগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার লক্ষ্যে প্রস্তুত রয়েছেন তারা।
আরো পড়ুন:
দ্রুত বর্জ্য অপসারণে সেবা দেবে ডিএসসিসি: প্রশাসক
ঢাকায় জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে গতি এসেছে
ডিএসসিসি:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো.
ডিএসসিসি এলাকায় এবার প্রায় ৩০ হাজার টন কোরবানির বর্জ্য উৎপন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত হয়েছেন ১০ হাজার ২৬৭ জন পরিচ্ছন্নতাকর্মী। তাদের মধ্যে ৫,৯৫৩ জন নিজস্ব, ৪,৭০০ জন বেসরকারি এবং পশুর হাট-ভিত্তিক অতিরিক্ত ১,৮০০ জন কর্মী।
পরিচ্ছন্নতা কাজের জন্য ব্যবহৃত যন্ত্রপালির মধ্যে আছে- ২০৭টি ডাম্প ট্রাক, ২০০টি মিনি ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কনটেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডার, ৫টি টায়ার ডোজার, ৪টি এক্সক্যাভেটর, ২টি ফর্ক লিফট, ২টি স্কিড লোডার, ৯টি পানির গাড়ি, ২টি বুলডোজার।
পরিচ্ছন্নতার পর যন্ত্রপাতিগুলো জীবাণু মুক্ত করতে ব্যবহার করা হবে ২২২ গ্যালন স্যাভলন ও ৪০ টন ব্লিচিং পাউডার।
নাগরিকদের অভিযোগ জানাতে চালু রয়েছে বিশেষ হটলাইন: ০১৭০৯-৯০০৮৮৮, ০২২২-৩৩৮৬০১৪।
ডিএনসিসি:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “২০ হাজার টন বর্জ্য অপসারণে প্রস্তুত আমরা। তিন ধাপে পরিচালিত হচ্ছে পুরো কার্যক্রম।”
তিন ধাপের পরিকল্পনা:
হাট ও বাসা থেকে বর্জ্য এসটিএস-এ নেওয়া হবে। এসটিএস থেকে আমিনবাজার ও মাতুয়াইল ল্যান্ডফিলে স্থানান্তর। সার্বক্ষণিক মনিটরিং টিমের মাধ্যমে তদারকি।
মাঠে রয়েছে ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী, ২২৪টি ডাম্প ট্রাক ৩৮১টি পিকআপ, ২৪টি পে-লোডার, পানির গাড়ি ও বেসরকারি পিকআপ, বিনামূল্যে বিতরণ করা হয় ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, ২,৫০০ বস্তা ব্লিচিং পাউডার ও ৪ হাজার ক্যান স্যাভলন।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলম বলেন, “বর্জ্য ব্যবস্থাপনাকে আমরা জরুরি নাগরিক সেবা হিসেবে দেখছি। প্রথম ১০ ঘণ্টার মধ্যেই সর্বোচ্চ অপসারণ নিশ্চিতের চেষ্টা চলছে।”
ঢাকা/এএএম/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড এসস স ড এনস স ড এসস স
এছাড়াও পড়ুন:
শ্রাবণের মেঘগুলো
২ / ১০শ্রাবণের মেঘগুলো আকাশে জড়ো হয়েছে