কোরবানির ঈদ উপলক্ষে সৃষ্ট বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। 

শনিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে বিভিন্ন অলিগলি, রাজপথ ও পশুর হাটজুড়ে পরিচ্ছন্নতা কার্যাক্রম শুরু করেছে তারা।

উভয় সিটি করপোরেশন জানিয়েছে, এ বছর রাজধানীতে ৫০ হাজার টনের বেশি বর্জ্য সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে নগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার লক্ষ্যে প্রস্তুত রয়েছেন তারা।

আরো পড়ুন:

দ্রুত বর্জ্য অপসারণে সেবা দেবে ডিএসসিসি: প্রশাসক

ঢাকায় জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে গতি এসেছে

ডিএসসিসি: 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো.

শাহজাহান মিয়া বলেন, আমাদের লক্ষ্য শুধু দ্রুত নয়, নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে বর্জ্য অপসারণ। এ জন্য একটি বিশেষ তদারকি পরিষদ গঠন করা হয়েছে।

ডিএসসিসি এলাকায় এবার প্রায় ৩০ হাজার টন কোরবানির বর্জ্য উৎপন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত হয়েছেন ১০ হাজার ২৬৭ জন পরিচ্ছন্নতাকর্মী। তাদের মধ্যে ৫,৯৫৩ জন নিজস্ব, ৪,৭০০ জন বেসরকারি এবং পশুর হাট-ভিত্তিক অতিরিক্ত ১,৮০০ জন কর্মী।

পরিচ্ছন্নতা কাজের জন্য ব্যবহৃত যন্ত্রপালির মধ্যে আছে- ২০৭টি ডাম্প ট্রাক, ২০০টি মিনি ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কনটেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডার, ৫টি টায়ার ডোজার, ৪টি এক্সক্যাভেটর, ২টি ফর্ক লিফট, ২টি স্কিড লোডার, ৯টি পানির গাড়ি, ২টি বুলডোজার। 

পরিচ্ছন্নতার পর যন্ত্রপাতিগুলো জীবাণু মুক্ত করতে ব্যবহার করা হবে ২২২ গ্যালন স্যাভলন ও ৪০ টন ব্লিচিং পাউডার।

নাগরিকদের অভিযোগ জানাতে চালু রয়েছে বিশেষ হটলাইন: ০১৭০৯-৯০০৮৮৮, ০২২২-৩৩৮৬০১৪।

ডিএনসিসি: 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “২০ হাজার টন বর্জ্য অপসারণে প্রস্তুত আমরা। তিন ধাপে পরিচালিত হচ্ছে পুরো কার্যক্রম।”

তিন ধাপের পরিকল্পনা:

হাট ও বাসা থেকে বর্জ্য এসটিএস-এ নেওয়া হবে। এসটিএস থেকে আমিনবাজার ও মাতুয়াইল ল্যান্ডফিলে স্থানান্তর। সার্বক্ষণিক মনিটরিং টিমের মাধ্যমে তদারকি।

মাঠে রয়েছে ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী, ২২৪টি ডাম্প ট্রাক ৩৮১টি পিকআপ, ২৪টি পে-লোডার, পানির গাড়ি ও বেসরকারি পিকআপ, বিনামূল্যে বিতরণ করা হয় ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, ২,৫০০ বস্তা ব্লিচিং পাউডার ও ৪ হাজার ক্যান স্যাভলন।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলম বলেন, “বর্জ্য ব্যবস্থাপনাকে আমরা জরুরি নাগরিক সেবা হিসেবে দেখছি। প্রথম ১০ ঘণ্টার মধ্যেই সর্বোচ্চ অপসারণ নিশ্চিতের চেষ্টা চলছে।”

ঢাকা/এএএম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসস স ড এনস স ড এসস স

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ