প্রায় দুই বছর আট মাস পর নতুন গান নিয়ে ফিরছে কে–পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। ব্যান্ডটির নতুন গান ‘জাম্প’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। খবরটি নিশ্চিত করেছে ব্যান্ডের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট।
এর আগে গতকাল মঙ্গলবার গানের ভিডিও চিত্রের ভিডিওর টিজার প্রকাশিত হয়েছে। ভিডিও চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা ডেভ মেয়ার্স।
টিজারে দেখা গেছে, আলোঝলমলে শহরের এক সুউচ্চ বিলবোর্ডে রোজে, লিসা, জেনি ও জিসুর দেখা মিলেছে। এরপর গানের তালে ক্যামেরা এগিয়ে যায় আরেকটি দেয়ালে আঁকা গ্রাফিতির দিকে। গ্রাফিতিতে ব্ল্যাকপিঙ্কের চার সদস্যকে দেখা গেছে। টিজারের শেষ ভাগে রোজেকে ক্যামেরার দিকে তাকাতে দেখা গেছে। এরপরই শেষ হয় টিজার।
‘জাম্প’ গানটি এরই মধ্যে ব্ল্যাকপিঙ্কের ভক্তরা একবার শুনে ফেলেছেন। গত সপ্তাহের শেষে দক্ষিণ কোরিয়ার গয়াং স্পোর্টস কমপ্লেক্স মেইন স্টেডিয়ামে ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুর কনসার্টে গানটি প্রথমবারের মতো পরিবেশন করে ব্ল্যাকপিঙ্ক।
এই কনসার্টের মধ্য দিয়ে ‘ডেডলাইন’ ট্যুর শুরু করেছে ব্ল্যাকপিঙ্ক। লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, টরন্টো, প্যারিস, লন্ডনসহ ১৬টি শহরে মোট ৩১টি কনসার্টে গাইবেন জেনি, লিসারা।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শিশু জিনিয়ার হৃদ্যন্ত্রের ছিদ্রের চিকিৎসায় সহায়তা প্রয়োজন
মাত্র চার লাখ টাকায় সুস্থ হয়ে যেতে পারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জিনিয়া আক্তার (১১)। চলতি বছরের শুরুতে তার হৃদ্যন্ত্রে ছিদ্র শনাক্ত হয়েছে। এ জন্য জরুরি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।
জিনিয়া নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের কলমদার গ্রামের আবদুল জব্বারের মেয়ে। আবদুল জব্বার পেশায় গ্রাম পুলিশ।
আবদুল জব্বার বলেন, পৈতৃক সূত্রে পাওয়া চার শতাংশ ভিটেবাড়িই তাঁর একমাত্র সম্বল। পরিবারে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গ্রাম পুলিশের চাকরি করে মাসে সাত হাজার টাকা বেতন পান। এই আয়ের ওপর নির্ভর করে কোনোরকমে চলে তাঁর সংসার।
এমন পরিস্থিতিতে মেয়ের জীবন বাঁচাতে দেশের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আবদুল জব্বার। জিনিয়ার জন্য সহায়তা পাঠানো যাবে আবদুল জব্বার, হিসাব নম্বর; ৫৩০৫৮৩৪১২৬৪২৩, সোনালী ব্যাংক, ডোমার শাখা, নীলফামারী। মুঠোফোন নম্বরে— 01774644253 (বিকাশ)।