জীবন একটি পরীক্ষার মঞ্চ, যেখানে বিপদ আমাদের ধৈর্য, ইমান ও আল্লাহর ওপর ভরসার পরীক্ষা নেয়। রোগ, দারিদ্র্য, সামাজিক অশান্তি বা প্রাকৃতিক দুর্যোগ—এসব বিপদ ইসলামে শুধু কষ্ট নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের সুযোগও বটে। কোরআন ও হাদিসে বিপদ মোকাবিলার জন্য ধৈর্য, দোয়া ও আল্লাহর প্রতি নির্ভরতার শিক্ষা দেওয়া হয়েছে।
কোরআনে বিপদ নিয়ে উক্তিকোরআন বিপদকে আল্লাহর পরীক্ষা হিসেবে বর্ণনা করে। আল্লাহ বলেন, ‘আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে। তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৫)
বিপদ মুমিনের জন্য আল্লাহর পরীক্ষা এবং তার গুনাহ মাফের মাধ্যম।ইমাম ইবনে কাসির (রহ.) , তাফসির ইবনে কাসির, ১/৪৫৬আরও পড়ুনবিপদ থেকে রক্ষা পেতে দোয়া০৭ অক্টোবর ২০২৪
আরেকটি আয়াতে বলা হয়েছে, ‘আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। যে আল্লাহর প্রতি ইমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎপথে পরিচালিত করেন। আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ।’ (সুরা তাগাবুন, আয়াত: ১১)
ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, ‘বিপদ মুমিনের জন্য আল্লাহর পরীক্ষা এবং তার গুনাহ মাফের মাধ্যম। (তাফসির ইবনে কাসির, ১/৪৫৬, দারুস সালাম, ২০০০)
হাদিসে বিপদ নিয়ে উক্তিনবীজি (সা.) বিপদের সময় ধৈর্য ও দোয়ার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘কোনো মুসলিমের ওপর এমন কোনো বিপদ আসে না, এমনকি একটি কাঁটার আঘাতও না, যার মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করেন না।’ (সহিহ বুখারি, হাদিস: ৫,৬৪১)
আরেকটি হাদিসে নবীজি বলেন, ‘যখন কোনো মুমিন বিপদে পড়ে এবং বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তার জন্য বিপদের চেয়ে উত্তম কিছু দান করেন।’ (সুনান তিরমিজি, হাদিস: ৩,৪৩৬)।
ইমাম নববি (রহ.) বলেন, ‘বিপদ মুমিনের জন্য আল্লাহর রহমত ও কাফফারার মাধ্যম, যা তাকে আখিরাতের জন্য প্রস্তুত করে।’ (রিয়াদুস সালিহীন, ১/২৩৪, দারুল কুতুব, ১৯৯৯)
আরও পড়ুনকুনুতে নাজেলা: বিপদে আল্লাহর কাছে আশ্রয়ের দোয়া০৮ জুলাই ২০২৫কোনো মুসলিমের ওপর এমন কোনো বিপদ আসে না, এমনকি একটি কাঁটার আঘাতও না, যার মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করেন না।সহিহ বুখারি, হাদিস: ৫,৬৪১বিপদের সময়ের দোয়াবিপদে আল্লাহর কাছে দোয়া করা ইসলামের একটি মৌলিক শিক্ষা। একটি প্রচলিত দোয়া হলো:
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারিম।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি মহান ও সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সুউচ্চ আরশের প্রতিপালক, আকাশ ও পৃথিবীর রব এবং সম্মানিত আরশের রব। (সহিহ বুখারি, হাদিস: ৬,৩৪৫)
আরেকটি দোয়া:
উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।
অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তাঁর ওপর ভরসা করি, তিনি মহান আরশের রব। (সুরা তাওবা, ৯: ১২৯)
ইসলাম বিপদকে শুধু কষ্ট হিসেবে দেখে না, বরং এটি আল্লাহর পরীক্ষা ও গুনাহ মাফের মাধ্যম। নবীজি (সা.) বলেছেন, ‘মুমিনের জন্য প্রতিটি বিষয়ই কল্যাণকর। সুখে সে কৃতজ্ঞ থাকে, আর বিপদে ধৈর্য ধরে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২,৮৯৫)
ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘বিপদ মুমিনকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যায় এবং তার ইমানকে শক্তিশালী করে।’ (মাজমুয়ায়ে ফাতাওয়া, ১০/২৮৭, দারুল ওয়াফা, ২০০১)
আরও পড়ুনতওবা-ইস্তিগফার রিজিক বাড়ায়, বিপদ তাড়ায় ১০ এপ্রিল ২০২৩উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ম ন র জন য ব পদ ম ম ন আল ল হ ত র র পর ক ষ ইসল ম র ওপর
এছাড়াও পড়ুন:
বিবৃতিদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শাস্তি দাবি সাদা দলের
‘মব সন্ত্রাস’ বন্ধে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে গত বুধবার বিবৃতি দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক। তাদের ‘ফ্যাসিস্টের দোসর’ ও ‘গণহত্যার হুকুমদাতার পৃষ্ঠপোষক’ আখ্যা দিয়ে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে সাদা দলের শিক্ষকেরা এ দাবি জানান।
বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘আমরা এসব চিহ্নিত দোসরদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। আমরা ভিসি স্যারকে জানিয়েছি, বিভিন্ন প্রশাসনিক পদে থাকা ফ্যাসিস্ট দোসরদের মধ্যে যারা এখনও বহাল আছেন, তাদের দ্রুত অপসারণ করতে হবে। যারা শিক্ষার্থী ও নিরীহ মানুষের হত্যার সঙ্গে জড়িত, তাদের উচ্চতর পদে পদোন্নতি দেওয়া উচিত নয়।’
আরও পড়ুন‘মব সন্ত্রাসের’ বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষকের বিবৃতি০৯ জুলাই ২০২৫সাদা দলের আরেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, ‘সম্প্রতি ফাঁস হওয়া একটি রেকর্ডে আপনারা দেখেছেন, জুলাই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই গণহত্যার হুকুমদাতা ও তার পৃষ্ঠপোষকদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর যেসব চিহ্নিত দোসর রয়েছে, তাঁরা গতকাল (বুধবার) একটি বিবৃতি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এই দাবিতে আগামী রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দলের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির কথা জানান আবুল কালাম সরকার।
সাদা দলের এই যুগ্ম আহ্বায়ক বলেন, ‘গত বছরের ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক গণভবন থেকে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডে উৎসাহিত করেছেন ও পরামর্শ দিয়েছেন, নিজেদের ‘‘বুদ্ধিজীবী’’ পরিচয়ে তাকে সহায়তা করেছেন, তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’