Risingbd:
2025-07-10@18:29:37 GMT

প্রশংসা করেও বিপাকে ট্রাম্প

Published: 10th, July 2025 GMT

প্রশংসা করেও বিপাকে ট্রাম্প

আফ্রিকার দেশ লাইবেরিয়া একসময় যুক্তরাষ্ট্রের কলোনি ছিল। সেই সুবাদে দেশটির সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। সেই দেশটির প্রেসিডেন্টের ইংরেজি ভাষার প্রশংসা করে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে আফ্রিকার কয়েকটি দেশের নেতার সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। একপর্যায়ে লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোকাই মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করেন, “লাইবেরিয়া যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধু এবং আমরা আমেরিকাকে আবার মহান করে তোলার আপনার নীতিতে বিশ্বাস করি।”

জোসেফ বোকাই তার দেশে মার্কিন বিনিয়োগের প্রশংসা করে বলেন, “আমরা এই সুযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই।”

লাইবেরিয়ার প্রেসিডেন্টের এই তোষামদি বাক্যে মুগ্ধ ট্রাম্প প্রশ্ন করেন, “অনেক ভালো ইংরেজি, অনেক সুন্দর.

..। আপনি এত সুন্দর করে কথা বলতে কোথা থেকে শিখলেন? আপনি কোথায় পড়াশোনা করেছেন?”

বোকাই হাসতে হাসতে জানান, ইংরেজি লাইবেরিয়ার সরকারি ভাষা।

পরে ট্রাম্প বলেন, “আমার এই টেবিলে এমন লোক আছে যারা প্রায় ভালোভাবে কথা বলতে পারে না।”

ট্রাম্পের এই মন্তব্যে লাইবেরিয়ার অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

লাইবেরিয়ার আইনজীবী আর্চি টেমেল হ্যারিস সিএনএনকে বলেন, “আমাদের দেশ ইংরেজিভাষী  হওয়ায় আমি অপমানিত বোধ করছি। তার (ট্রাম্প) এই প্রশ্নকে আমি প্রশংসা হিসেবে দেখি না। আমার মনে হয় মার্কিন প্রেসিডেন্ট এবং পশ্চিমা বিশ্বের মানুষ এখনো আফ্রিকানদেরকে গ্রামের মানুষ হিসেবে দেখেন যারা শিক্ষিত নন।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন লাইবেরিয়ান কূটনীতিক সিএনএনকে বলেন, তাদের মনে হয়েছে মন্তব্যটি “যথাযথ ছিল না। এটি একজন ইংরেজিভাষী জাতির আফ্রিকান প্রেসিডেন্টের প্রতি কিছুটা অবমাননাকর ছিল।”

দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ভেরোনিকা মেন্টে এক্স-এ লিখেছেন, তাকে (বোকাই) কক্ষ থেকে বের হয়ে যেতে বাধা দিয়েছিল কে?”
 

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এক কলেজে তিন অধ্যক্ষ

নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষের চেয়ার একটি। কিন্তু সেখানে অধ্যক্ষ তিনজন। একজন মন্ত্রণালয় থেকে দায়িত্বপ্রাপ্ত। অপর দু’জন ভারপ্রাপ্ত। এর মধ্যে একজন উচ্চ আদালত থেকে স্বপদে পুনর্বহাল হওয়ার রায় পেয়েছেন। এভাবে অধ্যক্ষের চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া চলছে তিনজনের মধ্যে।

২০২১ সালের ৮ আগস্ট শিমুলবাড়ি সরকারি ডিগ্রি কলেজ জাতীয়করণ হয়। তখন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ আবদুল হান্নান। চলতি বছরের ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২-এর আদেশে অধ্যক্ষের দায়িত্ব পান অধ্যাপক এ কে এম সিদ্দিকুর রহমান। তাঁর পদায়নের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন উপাধ্যক্ষ আবদুল হান্নান। এর পর তিন মাসের জন্য উচ্চ আদালত থেকে স্বপদে পুনর্বহাল হওয়ার রায় পেয়েছেন তিনি। সিদ্দিকুর রহমান আদালতের আদেশ অমান্য করে কলেজের সহকারী অধ্যাপক অশোক কুমার রায়কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। কিন্তু নিয়মিত কলেজে আসছেন এবং অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন সিদ্দিকুর রহমান। বর্তমানে ওই তিন অধ্যক্ষই কর্মরত আছেন কলেজটিতে।

এ বিষয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হান্নান। তাঁর অভিযোগ, কলেজটি জাতীয়করণের পর থেকে তিনি বিধি অনুযায়ী উপাধ্যক্ষ হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তাঁর পদায়ন যৌক্তিক। এর পরও বিধি ভঙ্গ করে শিক্ষা মন্ত্রণালয়ে ফ্যাসিস্ট সরকারের ঘাপটি মেরে থাকা দোসররা চলতি বছরের ৮ এপ্রিল ১৩৫ কলেজের সঙ্গে শিমুলবাড়ি ডিগ্রি কলেজে ক্যাডারভুক্ত এ কে এম সিদ্দিকুর রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। ওই আদেশ বাতিল চেয়ে গত ২৭ মে আদালতে রিট পিটিশন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ১ জুন অধ্যক্ষ পদায়ন তিন মাসের জন্য স্থগিত করেন এবং তাঁকে অধ্যক্ষ পদোন্নতি দিয়ে রায় দেন। ওই আদেশের পর এ কে এম সিদ্দিকুর রহমান তাঁকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে অবৈধভাবে সহকারী অধ্যাপক অশোক কুমার রায়কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন।

এ বিষয়ে কথা বলতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনকারী অশোক কুমার রায়ের মোবাইল ফোনে একাধিকার কল দেওয়া হয়। তিনি সাড়া দেননি।

অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান বলেন, তাঁর পদায়নের আদেশটি তিন মাসের জন্য স্থগিত করেন আদালত। এ অবস্থায় কলেজের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সহকারী অধ্যাপক অশোক কুমার রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অশোক কুমার রায়কে দায়িত্ব দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, উপাধ্যক্ষ আবদুল হান্নান অনুপস্থিত থাকায় অশোক কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • জবিতে দুই শিক্ষক ও বাগছাসের নেতাদের উপর ছাত্রদলের হামলা
  • সিনেটে ট্রাম্পের পছন্দের ব্যক্তিকে নাকানি-চুবানি
  • ‘ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে’ বনাম ‘যার যত ভোট, তার তত আসন’
  • বরিশাল বোর্ডের ১৬ বিদ্যালয়ে শতভাগ ফেল
  • সেপটিক ট্যাংকে মুঠোফোন তুলতে গিয়ে আটকে পড়েন একজন, অন্যরা যান উদ্ধার করতে
  • ট্রলের মুখে প্রসেনজিতের দুঃখ প্রকাশ
  • ফিরছে সুপারম্যান: ভিন্ন এক রূপে
  • এক কলেজে ৩ অধ্যক্ষ
  • এক কলেজে তিন অধ্যক্ষ