এমবাপ্পের জ্বর, রিয়ালের দুশ্চিন্তার ‘থার্মোমিটারে’ তাপমাত্রা বাড়ছে
Published: 18th, June 2025 GMT
ফিফা ক্লাব বিশ্বকাপে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় আল হিলালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সৌদি ক্লাবটির মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে মাদ্রিদের ক্লাবটি। তবে তার আগে দুঃসংবাদ ধেয়ে এসেছে রিয়ালের শিবিরে। জ্বরে ভোগায় গতকাল ক্লাবটির অনুশীলনে থাকতে পারেননি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। আল হিলালের বিপক্ষে তাঁকে মাঠে না-ও পেতে পারে রিয়াল।
আরও পড়ুনরোনালদো কেন পায়ে কালো নেইলপলিশ লাগান১ ঘণ্টা আগেস্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে মাঠে নামার ২৭ ঘণ্টা আগে এমবাপ্পে রিয়ালের অনুশীলনে থাকতে পানেননি। অসুস্থতা নিয়ে সকালে ঘুম থেকে উঠেছেন। রিয়ালের মেডিকেল দল দ্রুত কিছু পরীক্ষার পর নিশ্চিত হয়, জ্বরে ভুগছেন ফরাসি তারকা। আল হিলাল ম্যাচ থেকে একদম ছিটকে পড়েননি এমবাপ্পে। তবে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে ঘোরতর সন্দেহ আছে।
ইএসপিএন জানিয়েছে, এমবাপ্পের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে রিয়াল। পাম বিচ গার্ডেনসে রিয়ালের প্রথম অনুশীলনে তিনি উপস্থিত হতে পারেননি। ক্লাবের মুখপাত্র এমবাপ্পের জ্বরে ভোগার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমটিকে। রিয়াল কোচ জাবি আলোনসো সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কিলিয়ান সকালে ভালো অনুভব করলেও সেটা পর্যাপ্ত ছিল না। এখানে অনেক গরম। দেখা যাক সে কেমন অনুভব করে, আগামীকাল (আজ) আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন৫২ মিনিট আগেবার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ডিফেন্ডার আন্তনিও রুডিগার ও এদুয়ার্দো কামাভিঙ্গারও আল হিলালের বিপক্ষে খেলা অনিশ্চিত। আলোনসো এ নিয়ে বলেছেন, ‘এই মৌসুমে রুডিগার নির্মমভাবে প্রচেষ্টা চালিয়ে গেছে। জানি না তাকে আগামীকাল (আজ) ডাকতে পারব কি না। তবে সে দ্রুত উন্নতি করছে এবং সবার আগে ফিরবে। কামাভিঙ্গাও দ্রুত উন্নতি করছে। তার সময় লাগবে।’
এমবাপ্পে রিয়ালের হয়ে গত মৌসুমে দারুণ খেলেছেন। মাদ্রিদের ক্লাবটি বড় কোনো শিরোপা জিততে না পারলেও সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোল করেন এমবাপ্পে। এএস জানিয়েছে, এমবাপ্পের এই ম্যাচে খেলার সম্ভাবনা নির্ভর করছে তাঁর দ্রুত সেরে ওঠার ওপর। যদি সুস্থ হয়ে ওঠেন, তবে ম্যাচের শুরু থেকেই তাঁকে খেলানোর ইচ্ছা আলোনসোর। ৪–৪–২ ছকে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে এমবাপ্পেকে খেলাতে চান এই স্প্যানিশ কোচ। তবে খেললে তাঁর বেঞ্চ থেকে নামার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি সংবাদমাধ্যমটি।
ক্লাব বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে রিয়ালের প্রতিপক্ষ অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবুর্গ, মেক্সিকান ক্লাব পাচুয়া ও সৌদি ক্লাব আল হিলাল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ব ব শ বক প এমব প প র স ব দম ধ আল হ ল ল
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের সঙ্গে শক্রতা বা সুসম্পর্ক বেছে নিতে হবে ভারতকে: শাহবাজ
প্রতিবেশী হিসেবে ভারত ও পাকিস্তানের মধ্যে সহাবস্থান আবশ্যক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, ভারত পাকিস্তানের শত্রু হিসেবে থাকবে, নাকি সুসম্পর্ক তৈরি করবে, সে সিদ্ধান্ত নয়াদিল্লিকে নিতে হবে।
গতকাল শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন শাহবাজ। এ সময় পাকিস্তানের অগ্রগতি, বৈশ্বিক সংকট ও দেশটির সাম্প্রতিক সফলতা নিয়ে কথা বলেন তিনি। শাহবাজ বলেন, ভারতের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে হবে হবে।
শাহবাজ শ্রোতাদের মনে করিয়ে দেন—ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত মোট চারটি যুদ্ধে জড়িয়েছে। এতে শত শত কোটি ডলার খরচ হয়েছে। তিনি বলেন, যুদ্ধে এই অর্থ খরচ না হলে স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগানো যেত।
কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া ভারত–পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করেন শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরিদের রক্ত বৃথা যেতে দেবেন না তিনি।
চলতি বছরের মে মাসে কাশ্মীর নিয়েই সংঘাতে জড়িয়েছিল প্রতিবেশী দুই দেশ। এ সময় একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালায়। ভারতের কয়েকটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইসলামাবাদ। এই সংঘাতের জেরে দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা দেখা দেয়। টানা ৮৭ ঘণ্টা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়।
বক্তৃতার শাহবাজ বলেন, ভারতের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান। তবে তা শুধু সম–অধিকারের ভিত্তিতে হতে হবে। দুই দেশের মধ্যে যেকোনো সংলাপের পথ দেখাবে পারস্পরিক সম্মান ও ন্যায্যতা। ফিলিস্তিনের গাজা প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মানুষ পছন্দ করুক বা না করুক এই ‘অঞ্চলটি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত’।
আরও পড়ুনসৌদি আরব-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক ভূরাজনীতিতে কতটা প্রভাব ফেলবে১৯ সেপ্টেম্বর ২০২৫এদিকে সংবাদমাধ্যম ডন–এর খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কয়েকজন মুসলিম নেতা। তাঁদের মধ্যে শাহবাজ শরিফও থাকবেন।
আজ রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর এটিই হবে তাঁর সঙ্গে শাহবাজের প্রথম সাক্ষাৎ। এর আগে গত জুনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির।
আরও পড়ুনভারতের উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা আরও এক মাস বন্ধ থাকছে২০ সেপ্টেম্বর ২০২৫