বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় পাবনায় বিএনপি নেতাসহ দু’জন, নওগাঁয় দু’জন এবং চট্টগ্রাম ও সিলেটে একজন করে প্রাণ হারিয়েছেন।

আদমদীঘি উপজেলায় নিহতরা হলেন শফিকুল ইসলাম রিংকন, মুশফিকুর রহমান ও আশরাফুজ্জামান। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কে মোটরসাইকেলে তিন আরোহী বগুড়ার দিকে যাচ্ছিলেন। নওগাঁগামী একটি ট্রাক মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনজন সড়কে ছিটকে পড়ে মারা যান।

আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার

পাবনার ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেলে মিনি ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন প্রামাণিক নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। বৃহস্পতিবার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় পাবনা সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বিল্লাল ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে স্ত্রী-সন্তান নিয়ে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন বিল্লাল।

এদিকে সাঁথিয়া উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কে বাসচাপায় জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি শোলাবাড়িয়া গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জয়নাল আবেদীন হেঁটে মাধপুর বাজারে যাচ্ছিলেন। আলকাদরিয়া মাদ্রাসা সড়কের চারমাথা মোড়ে পৌঁছালে একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়।

ভটভটি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নওগাঁয় অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম কার্তিক চন্দ্র। তাঁর বাড়ি বদলগাছী উপজেলা সদরে। নিহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। 
বদলগাছী থানার ওসি আনিছুর রহমান জানান, জয়পুরহাট খেকে বদলগাছীমুখী একটি অটোরিকশার সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কনটেইনারবাহী লরির ধাক্কায় জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনাপুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের শ্যালক মহিবুল আরিফ জানান, ফেনাপুরী এলাকার বাসা থেকে বড়তাকিয়া বাজারে যাওয়ার জন্য জয়নাল আবেদীন সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

এদিকে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বর-কনে বহনকারী গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আহত তিন মাসের এক শিশু বৃহস্পতিবার মারা গেছে। তার নাম আব্দুল্লাহ আল মুরসালিন। সে শাহজালালপুর পুরকায়স্থ বাড়ি গ্রামের ছাব্বির আহমদের ছেলে। এর আগে বুধবার জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় দুর্ঘটনায় অটোরিকশাচালক শাহাবুদ্দিন সাবু প্রাণ হারান। আহত হন বর-কনে, নারী, শিশুসহ অন্তত আটজন।

(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধি)
 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত এ দ র ঘটন উপজ ল য় আদমদ ঘ বদলগ ছ স ঘর ষ এল ক য়

এছাড়াও পড়ুন:

রয়েল টিউলিপে এনসিপি নেতাদের অবস্থান, ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির

কক্সবাজারে ইনানীর সি পার্ল বিচ রিসোর্টে (পুরোনো নাম রয়েল টিউলিপ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর প্রতিবাদে সভা করেছে বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, রয়েল টিউলিপে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে রয়েল টিউলিপের সামনে প্রতিবাদ সভা করেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান এনসিপির পাঁচ নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডা. তাসমিন জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও খালেদ সাইফুল্লাহ। 

প্রতিবাদ সভার নেতৃত্ব দেন উখিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম সিরাজী। তিনি বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। যারা ভোটে ক্ষমতায় আসতে পারবে না, তারা এখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হয়েছে আজ। সেই আনন্দের মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে আমাদের এখানে প্রতিবাদে আসতে হয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, “এনসিপির নেতারা মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার আসেন। পরে ইনানীর সি পার্ল বিচ রিসোর্টের (রয়েল টিউলিপ) ৫০০১, ৫০০২ ও ৫০০৩ নম্বর কক্ষে অবস্থান নেন।”

তিনি আরও বলেন, “এই রিসোর্টে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলমের স্ত্রীসহ তারা ঘুরতে এসেছেন।’’

ওই রিসোর্টের কক্ষ আগে থেকে বুকিং করা ছিল না বলেও জানান তিনি। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপির পাঁচ নেতার হঠাৎ কক্সবাজার আগমনের বিষয়টি প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অবগত করা হয়নি।

রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে যুক্তরাষ্ট্রের সাবেক বাংলাদেশস্থ রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে গিয়েছেন এই পাঁচ নেতা।

এনসিপি নেতাদের বহন করে বিমানবন্দর থেকে রয়েল টিউলিপে নিয়ে যাওয়া গাড়ির চালক নুরুল আমিন জানান, তার গাড়িতে করে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটোয়ারীসহ দুইজন নারী- একজন সারজিস আলমের স্ত্রী এবং অপরজন সমন্বয়ক (তাসনিম জারা) রয়েল টিউলিপে যান।

কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহীন বলেন, “এনসিপির পাঁচ নেতা রয়েল টিউলিপে অবস্থান করছেন। তবে, এখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। পুরো হোটেলে মাত্র তিনজন বিদেশি আছেন, তারা সবাই চীনের নাগরিক।”এদিকে এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ একটি সংবাদমাধ্যমে বলেছেন, “আমরা এখানে পিটার হাস কিংবা অন্য কারো সাথে কোন মিটিং করিনি। এমনকি পিটার হাসের সঙ্গে আমাদের দেখাও হয়নি। আমরা কয়েকজন এখানে ঘুরতে এসেছি।” 
 

তারেকুর//

সম্পর্কিত নিবন্ধ