আদমদীঘিতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল তিন আরোহীর
Published: 19th, June 2025 GMT
বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় পাবনায় বিএনপি নেতাসহ দু’জন, নওগাঁয় দু’জন এবং চট্টগ্রাম ও সিলেটে একজন করে প্রাণ হারিয়েছেন।
আদমদীঘি উপজেলায় নিহতরা হলেন শফিকুল ইসলাম রিংকন, মুশফিকুর রহমান ও আশরাফুজ্জামান। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কে মোটরসাইকেলে তিন আরোহী বগুড়ার দিকে যাচ্ছিলেন। নওগাঁগামী একটি ট্রাক মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনজন সড়কে ছিটকে পড়ে মারা যান।
আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
পাবনার ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেলে মিনি ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন প্রামাণিক নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। বৃহস্পতিবার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় পাবনা সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিল্লাল ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে স্ত্রী-সন্তান নিয়ে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন বিল্লাল।
এদিকে সাঁথিয়া উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কে বাসচাপায় জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি শোলাবাড়িয়া গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জয়নাল আবেদীন হেঁটে মাধপুর বাজারে যাচ্ছিলেন। আলকাদরিয়া মাদ্রাসা সড়কের চারমাথা মোড়ে পৌঁছালে একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়।
ভটভটি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
নওগাঁয় অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম কার্তিক চন্দ্র। তাঁর বাড়ি বদলগাছী উপজেলা সদরে। নিহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
বদলগাছী থানার ওসি আনিছুর রহমান জানান, জয়পুরহাট খেকে বদলগাছীমুখী একটি অটোরিকশার সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কনটেইনারবাহী লরির ধাক্কায় জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনাপুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের শ্যালক মহিবুল আরিফ জানান, ফেনাপুরী এলাকার বাসা থেকে বড়তাকিয়া বাজারে যাওয়ার জন্য জয়নাল আবেদীন সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
এদিকে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বর-কনে বহনকারী গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আহত তিন মাসের এক শিশু বৃহস্পতিবার মারা গেছে। তার নাম আব্দুল্লাহ আল মুরসালিন। সে শাহজালালপুর পুরকায়স্থ বাড়ি গ্রামের ছাব্বির আহমদের ছেলে। এর আগে বুধবার জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় দুর্ঘটনায় অটোরিকশাচালক শাহাবুদ্দিন সাবু প্রাণ হারান। আহত হন বর-কনে, নারী, শিশুসহ অন্তত আটজন।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধি)
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত এ দ র ঘটন উপজ ল য় আদমদ ঘ বদলগ ছ স ঘর ষ এল ক য়
এছাড়াও পড়ুন:
বাসে প্রবাসীকে অজ্ঞান করে টাকা-মুঠোফোন লুট, লাগেজ নিতে গিয়ে পড়লেন ধরা
দুবাইপ্রবাসী এ আর হোসেন ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। পাশে বসা যাত্রী তাঁর সঙ্গে আলাপচারিতা শুরু করেন। একপর্যায়ে জুস খাওয়ার অনুরোধ করেন। সরল মনে কোনো সন্দেহ না করে ওই জুস পান করেন হোসেন। অজ্ঞান হয়ে পড়লে তাঁর মানিবাগ, মুঠোফোন, স্বর্ণালংকার চুরি করে নেন। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে নওগাঁগামী একতা পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এ আর হোসেনের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রামে। দুবাই থেকে ঢাকায় নেমে তিনি গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাসে তাঁর পাশের আসনের যাত্রী ছিলেন অজ্ঞান পার্টির সদস্য আরমান হোসেন। তাঁর বাড়ি নরসিংদী জেলায়। পুলিশ আরমানকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফদের সঙ্গে কথা বলে জানা যায়, এ আর হোসেন দুবাই থেকে গতকাল সকালে ঢাকায় পৌঁছান। বেলা ১১টার দিকে তিনি গ্রামের বাড়ি আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম যাওয়ার উদ্দেশ্যে উত্তরা থেকে একতা পরিবহনের বাসে ওঠেন। বাসে পাশের আসনে বসা যাত্রী আরমান হোসেনের সঙ্গে তাঁর আলাপ হয়। একপর্যায়ে বগুড়ার শেরপুরের আগে আরমান বোতল বের করে তাঁকে জুস খাওয়ার প্রস্তাব দেয়। ওই জুস খাওয়ার পর হোসেন অজ্ঞান হয়ে পড়েন।
এ আর হোসেন বলেন, ‘আমার নামার কথা ছিল বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী মোড়ে। কিন্তু অচেতন হয়ে থাকায় বাসের সর্বশেষ গন্তব্যস্থল নওগাঁ বাসস্ট্যান্ডে চলে আসি। এখানে আসার পর পাশে বসা ওই যাত্রী ও বাসের সুপারভাইজার আমাকে বাস থেকে নামান এবং মুখ-চোখে পানি দেন। চেতনা ফেরার পরই আমি পাশের সিটের যাত্রীকে ধরে ফেলি। পরে অন্য যাত্রীদের সহযোগিতায় তাঁর কাছ থেকে আমার চুরি হওয়া টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার উদ্ধার করি। তাঁর উদ্দেশ্য ছিল বাসের লকারে থাকা আমার ব্যাগ নেওয়ার। ওই ব্যাগে আরও কিছু মূল্যবান জিনিস ছিল।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।