শ্লীলতাহানির অভিযোগে শাবিপ্রবির দুই শিক্ষার্থী পুলিশ হেফাজতে
Published: 20th, June 2025 GMT
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এই দুই শিক্ষার্থীকে আটক করা হয়। আটক দুই শিক্ষার্থী হলেন- সমাজবিজ্ঞান বিভাগের শান্ত তারা আদনান এবং স্বাগত দাশ পার্থ।
এসএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ, গত মাসে সুরমা আবাসিক এলাকার একটি মেসে ওই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে অজ্ঞান করে তারা শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এসময় তারা ছাত্রীটির অজান্তে ভিডিও ধারণ করে এবং তা প্রকাশের হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করে। দীর্ঘ এক মাস পর, ১৯ জুন ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পুলিশ অভিযুক্তদের ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করে ও আটক করে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বলেন, ‘‘আমরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রেখেছি। তাদের বিরুদ্ধে আজ (শুক্রবার) সকালে মামলা হয়েছে। তাদের আদালতে চালান দেওয়া হচ্ছে।’’
ঢাকা/নুর/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ইনচ র জ
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো