সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
Published: 20th, June 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফৌজদারহাট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রভাবে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছে রেল পুলিশ।
রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার মিত্র বলেন, স্টেশনে চট্টগ্রাম বন্দরমুখী মালবাহী ট্রেনের ইঞ্জিন পেছন থেকে ঘুরিয়ে সামনের দিকে লাগানোর কথা। ইঞ্জিনটি সামনে আনার পর বগির সঙ্গে সংযুক্ত করার আগে একটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করবে। এরপর তা মালবাহী ট্রেনটির বগির সঙ্গে সংযুক্ত করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল ইনচ য ত
এছাড়াও পড়ুন:
‘বজরঙ্গি ভাইজান’–এর সেই মুন্নি ফিরছেন
তাঁর নাম হর্ষালি মালহোত্রা হলেও সবাই তাঁকে চেনেন ‘মুন্নি’ নামেই। ২০১৫ সালে কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় এটি ছিল তাঁর চরিত্রের নাম। সালমান খানের সঙ্গে সেই সিনেমায় অভিনয়ের পর থেকেই ছোট্ট ‘মুন্নি’ ব্যাপক পরিচিতি পান। তবে এরপর পড়াশোনার ব্যস্ততায় আর কাজ করা হয়নি। এক দশক পর অবশেষ অভিনয়ে ফিরছেন সেই হর্ষালি।
হর্ষালি যখন ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র সাত বছর। এর পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির এক দশক পেরিয়ে গেছে। হর্ষালিও পরিণত হয়েছেন। এত বছর ধরে পর্দায় তাঁকে মিস করছিলেন দর্শকেরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। হর্ষালি এখন যুক্ত হয়েছেন বহুল প্রতীক্ষিত তেলেগু ছবি ‘অখণ্ড ২: থান্ডবম’-এ। বয়াপাটি শ্রীনুর পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে আছেন দক্ষিণের তারকা নন্দামুরি বালাকৃষ্ণ। এই ছবির মাধ্যমেই তেলেগু ইন্ডাস্ট্রিতে হর্ষালির অভিষেক।
হর্ষালি মালহোত্রা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে