টেস্টে জোড়া সেঞ্চুরি নাজমুল হোসেন শান্ত আগেও করেছেন। দুই বছর আগে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে। এবার গলে গড়লেন বিরাট কীর্তি। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি। অতিথি অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার মাটিতে টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি আর কারো নেই। আছে আরো কিছু ব্যক্তিগত অর্জন।

টেস্ট ইতিহাসে শান্তর আগে দুবার টেস্টে একাধিকবার জোড়া সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র ১৪ জন ব্যাটসম্যান। এর মধ্যে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার করেছেন তিনবার। শান্তকে নিয়ে দুবার টেস্টে জোড়া সেঞ্চুরি আছে শুধু ১২ জনের। টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটসম্যান শান্ত।

গলের পঞ্চম দিনে হাইলাইট করার মতো আর কিছুই নেই। হতে পারত। কিন্তু, নিরাপদ ক্রিকেট বেছে নেওয়ায় সেই সুযোগটি হয়নি। উত্তাপ ছড়ানো ছাড়াই ড্র হয়েছে গল টেস্ট। তাতে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে শুরু করেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র।

আরো পড়ুন:

জোড়া সেঞ্চুরিতে শান্তর ইতিহাস

নায়ারের ৪০২ ম্যাচের অপেক্ষা

মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত শনিবার পঞ্চম দিনের খেলা শুরু করেছিলেন। বাংলাদেশের লিড ছিল ১৮৭ রানের। প্রতিটি জয়ের এখন আলাদা মূল্য আছে। মনে হচ্ছিল বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলেই অন্তত দুই সেশন শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাবে। কিন্তু, মুশফিকুর ও শান্তর নিরাপদ ব্যাটিংয়ে জয়ের কোনো চিন্তা পাওয়া যায়নি।

টুকটাক রান করেছেন। বল দেখেশুনে খেলে রান পেয়েছেন। কোনো বাড়তি ঝুঁকি নেননি। আগ্রাসন দেখাননি। বিরতির আগে মুশফিকুর রহিম ৪৯ রানে সরাসরি থ্রোতে রান আউট হলে ভাঙে এই শতরান পেরুনো জুটি। তার আউটের সঙ্গে সঙ্গে খেলা বৃষ্টিতে বন্ধ।

মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশ দল নতুন উদ্যমে ফেরে। লক্ষ্য শান্তর সেঞ্চুরি। লিটন, জাকের পথ হারালেও শান্ত তুলে নেন ম্যাচের দ্বিতীয় সেঞ্চুরি ও ক্যারিয়ারের সপ্তম। এরপর আগ্রাসী হয়ে তিন ছক্কায় দ্রুত রান তোলেন। সব মিলিয়ে ১২৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেন। তখন বাংলাদেশের রান ৬ উইকেটে ২৮৫। সব মিলিয়ে লিড ২৯৫। ১৯৯ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১২৫ রানে অপরাজিত থেকে শান্ত গল মিশন শেষ করেন। ম্যাচ সেরার পুরস্কারটাও ওঠে তার হাতে।

প্রথম ইনিংসে ১০ রানের লিড পাওয়ায় শ্রীলঙ্কাকে ২৯৬ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। বোলাররা ৩২ ওভার হাত ঘুরিয়েছিলেন। ৪ ওভার হাতে রেখে ড্র মেনে নেয় দুই দল। এ সময়ে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ও নাঈম ৪ উইকেট তুলে নেন। যেখানে তাইজুল একাই নেন ৩ উইকেট। নাঈম পান অপরটি।

প্রশ্ন উঠছে, আরো আগে ইনিংস ডিক্লেয়ার করার সাহস কেন দেখাল না এবং সকালের সেশনে ধীর গতিতে ব্যাটিংয়ের কারণ কী? উত্তর খুঁজে পাননি কেউই।

এই টেস্ট দিয়ে অবসরে গেলেন শ্রীলঙ্কার কিংবদন্তি অ্যাঞ্জেলো ম্যাথুজ। ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে ৮ রান করেন তিনি। তাইজুলের বলে আউট হওয়ার পর ক্রিজে ছাড়েন। বাংলাদেশের ক্রিকেটাররা প্রত্যেকেই তাকে এগিয়ে এসে জানিয়েছেন অভিনন্দন। শ্রীলঙ্কার হয়ে চতুর্থ সর্বোচ্চ টেস্ট (১১৯) খেলেছেন তিনি। তৃতীয় সর্বোচ্চ রান তার, ৮ হাজার ২১৩। গলেই ম্যাথুজ ক্যারিয়ার শুরু করেছিলেন। গলেই শেষ করলেন।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ন তর

এছাড়াও পড়ুন:

স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩

স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে এক মাস। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আবেদন শুরু হবে।

পদের নাম ও বিবরণ

১. সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৪

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

গ্রেড: ৯

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।

গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

বয়সসীমা

১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

http://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফি

আবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।

আবেদনকারী প্রার্থীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে

সম্পর্কিত নিবন্ধ