সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদ ও ১ কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদর্শ নগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো: বিল্লাল হোসেন (৩৫), সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীপাড়া মিজমিজি এলাকার ওমর ফারুকের ছেলে জুয়েল (৩৫), সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় লন্ডন মার্কেট ভূঁইয়া বাড়ীর বাদশা ভুইয়ার ছেলে রনি ভুইয়া (৩৬)।

শনিবার (২১ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে(২১ মে) শনিবার দুপুরে এসআই মো.

ওয়ালি উল্লাহ ও ওয়াসিম আকরাম ও মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদর্শ নগর জামে মসজিদ এলাকার পাকা রাস্তা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বিল্লাল হোসেন (৩৫), গ্রেফতার করা হয়।

শনিবার ভোর ৪টার দিকে এসআই মাসুম বিল্লাহ, এসআই গৌরাঙ্গ মন্ডল ও আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মিজমিজি চৌধুরীপাড়া বিশেষ অভিযান পরিচালনা করে ২০ লিটার মদসহ জুয়েল (৩৫) গ্রেপ্তার করা হয়।

শনিবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ বজলুর রহমান,গৌরাঙ্গ মন্ডল ও আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সানারপাড় লন্ডন মার্কেট ভূঁইয়া বাড়ী থেকে এক কেজী গাজাসহ রনি ভুইয়া (৩৬)কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন র ত র কর

এছাড়াও পড়ুন:

ঢাকায় সাবেক কাউন্সিলরের বোনকে গুলি করে হত্যা

রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম তাহমিনা রহমান রানু (৪২)। তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের বোন। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহমিনার এলাকায় একটি দোকান আছে। তিনি দোকানটি ভাড়া দিয়ে চলতেন। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী এসে তাহমিনার ভাই আমিনুলের খোঁজ করে। আমিনুলকে না পেয়ে তারা তাহমিনাকে গুলি করে চলে যায়।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত তাহমিনার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান এসআই দেবব্রত কুমার বিশ্বাস।

সম্পর্কিত নিবন্ধ

  • থানায় ঢুকে পুলিশকে হুমকি জামায়াত নেতার, গ্রেপ্তারের পর জামিন
  • কেশবপুরে থানায় ঢুকে হুমকি, জামায়াতের পেশাজীবী সংগঠনের নেতা গ্রেপ্তার
  • ‘আমার ছেলেকে হত্যা করা এসআই এখনো কীভাবে চাকরি করে?’
  • ঢাকায় সাবেক কাউন্সিলরের বোনকে গুলি করে হত্যা