পরিচয় মিলেছে ব্রাহ্মণবাড়িয়ার অজ্ঞাত লাশের, গ্রেপ্তার ৩
Published: 22nd, June 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শুক্রবার (২০ জুন) পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকার রাস্তার পাশে বিল থেকে উদ্ধার হওয়া মরদেহ পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত থাকায় পাঁচ জনের মধ্যে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- দগরিসার গ্রামের সামসুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩১), আলমগীর মিয়ার ছেলে সামির খান (২৫), শুক্কুর আলীর ছেলে সিয়াম (১৬)।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর বিভিন্নভাবে পরিচয় শনাক্তের চেষ্টা চালায় পুলিশ। পরে বিভিন্ন সূত্র এবং তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার হওয়ার মরদেহটি মুজিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির বলে শনাক্ত করা হয়। মজিবুর রহমান ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি আশুগঞ্জে ভাড়া বাসায় বসবাস করছিলেন। পেশায় একজন সিএনজি চালক ছিলেন। মুজিবুর রহমানের সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে আসামিরা।
ওসি শহীদুল ইসলাম বলেন, “পুলিশ নানা ক্লু ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে অংশ নেওয়া পাঁচজনের মধ্যে তিন জনকে শনিবার (২১ জুন) তাদের বাড়ি হতে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে ৩টি চাকু, একটি মোবাইল ফোন, একজোড় জুতা, রক্তমাখা কাপড়, রশি ও একটি সিএনজি উদ্ধার করা হয়। আসামিরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন।”
এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা/পলাশ/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ক ণ ড ল ইসল ম
এছাড়াও পড়ুন:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।
এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।
এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।
সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।