শ্বশুরবাড়ির আঙিনায় আমগাছে ঝুলছিল জামাইয়ের মরদেহ
Published: 22nd, June 2025 GMT
দিনাজপুরের ঘোড়াঘাটে আমগাছে ঝুলন্ত অবস্থায় মজনু মিয়া (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ছয়টার দিকে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের পাটশাও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের মৃত আবদুস সালামের ছেলে। গত সাত বছর ঘোড়াঘাটের পাটশাও গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় স্ত্রী নাহিদা বেগমের নামে সরকারি প্রকল্পের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। এই দম্পতির একটি ছেলে আছে। মজনু পেশায় পরিবহনশ্রমিক ছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হারুন উর রশীদ প্রথম আলোকে বলেন, প্রায়ই মজনু মিয়া মাদকাসক্ত থাকতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝেমাঝেই ঝগড়া হতো। গতকাল রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন মজনু মিয়া। আজ ভোরে শাশুড়ি গরু গোয়ালঘর থেকে বের করে বাড়ির আঙিনায় বাঁধতে গিয়ে আমগাছে তাঁর জামাইয়ের মরদেহ ঝুলতে দেখতে পান। এ সময় শাশুড়ির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।
এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।
এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।
সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।