‘আরেকটি অনবদ্য ডেলিভারি। অফ স্টাম্পের বাইরে পিচ কোনাকুনি ভেতরে ঢুকে গেছে। খেলা অসম্ভব—যশপ্রীত বুমরার এমন ডেলিভারিটি উড়িয়ে দিল বেলস। বোল্ড হয়ে ফিরলেন ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান জশ টাং। ভারতকে ৬ রানের লিড এনে দিলেন বুমরা!’

গতকাল হেডিংলি টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসের শেষ বলটিকে এভাবেই বর্ণনা করেছেন ক্রিকইনফোর ধারাভাষ্যকার। সত্যিই তাই, ‘জীবনের পর জীবন’ পেয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যেভাবে দলকে এগিয়ে নিচ্ছিলেন, বল হাতে বুমরা ঝড় তুলতে না পারলে প্রথম ইনিংসে ভারতেরই পিছিয়ে থাকার কথা। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ১০০.

৪ ওভারে ৪.৬১ গড়ে যেখানে ৪৬৫ রান তুলেছে, বুমরা সেখানে ২৪.৪ ওভারে মাত্র ৮৩ রান দিয়েছেন। ইকোনমি মাত্র ৩.৩৬, উইকেট নিয়েছেন পাঁচটি। বিদেশের মাটিতে ইনিংসে এটি বুমরার ১২তম ৫ উইকেট। বিদেশের মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে তাঁর সমান ১২ বার ৫ উইকেট আছে আর শুধু কপিল দেবের। এরপর অনিল কুম্বলে (১০ বার)।

ঘরের মাঠে ১ রানের জন্য সেঞ্চুরি না পেয়ে হ্যারি ব্রুকের হতাশা

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ