কাচের বোতলেও রয়েছে মাইক্রোপ্লাস্টিক
Published: 23rd, June 2025 GMT
ভয়ানকভাবে প্লাস্টিক দূষণের মুখে পড়ছে পৃথিবী। মানুষের মস্তিষ্ক, রক্ত, বুকের দুধের পাশাপাশি নাড়ি ও ধমনিতে প্রবেশ করছে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক। নতুন এক গবেষণায় কাচের বোতলে প্লাস্টিকের বোতলের তুলনায় বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়ার তথ্য জানিয়েছে ফ্রান্সের খাদ্য নিরাপত্তা সংস্থা এএনএসইএস।
গবেষকদের ধারণা ছিল, কাচের বোতল প্লাস্টিকের বোতলের তুলনায় বেশি নিরাপদ। তবে গবেষণায় কোমল পানীয়, লেবুপানি, আইস টির কাচের প্রতি লিটার বোতলে প্রায় ১০০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, যা প্লাস্টিক বা ধাতব পাত্রের তুলনায় ৫০ গুণ বেশি। জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে।
আরও পড়ুনইনজেকশনে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক১৯ মার্চ ২০২৫নতুন এ গবেষণার বিষয়ে বিজ্ঞানী ইসেলিন চাইব বলেন, লেমোনেড বোতল থেকে শুরু করে পানির কাচের বোতলেও মাইক্রোপ্লাস্টিক কণার সন্ধান মিলেছে। প্যাকেজিং ধরনের ওপর নির্ভর করে মাইক্রোপ্লাস্টিকের কম মাত্রা দেখা যায়। প্রতি লিটার কাচের বোতলে প্রায় ৪ দশমিক ৫টি মাইক্রোপ্লাস্টিকের খোঁজ পাওয়া গেছে। অন্যদিকে, প্লাস্টিকের বোতলে ১ দশমিক ৬টি কণা পাওয়া গেঝে। বোতলের ক্যাপ দূষণের প্রধান উৎস বলে সন্দেহ করা হচ্ছে।
আরও পড়ুনমাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে০৪ এপ্রিল ২০২৫বিজ্ঞানীদের তথ্যমতে, পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের টুকরাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বাড়তি উৎপাদনের কারণে সারা বিশ্বেই প্লাস্টিকের উপস্থিতি বেড়েছে। মারিয়ানা ট্রেঞ্চ থেকে শুরু করে মাউন্ট এভারেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে।
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।