চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশন এলাকায় চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনের লাইনচ্যুত চাকা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

এ ঘটনায় রেল চলাচলে কোনো অসুবিধা হয়নি বলে জানিয়েছেন কুমিরা রেলস্টেশনের স্টেশনমাস্টার আশরাফুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, আজ দুপুর সোয়া ১২টার দিকে তাঁর স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়। এরপর তিনি নিয়ন্ত্রণকক্ষে বিষয়টি জানান।

পরে উদ্ধারকারী ট্রেন এসে সেটিকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। এ ঘটনায় চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকামুখী লেন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করানো হচ্ছে। ফলে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ঘটনাটি তেমন বড় নয়। একটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এখানে হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন এসে সেটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

এর আগে গত শুক্রবার ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী ট্রেন এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। তিন দিনের মাথায় আবারও একই রকম দুর্ঘটনা ঘটল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট র ন এস র ঘটন

এছাড়াও পড়ুন:

‘বজরঙ্গি ভাইজান’–এর সেই মুন্নি ফিরছেন

তাঁর নাম হর্ষালি মালহোত্রা হলেও সবাই তাঁকে চেনেন ‘মুন্নি’ নামেই। ২০১৫ সালে কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় এটি ছিল তাঁর চরিত্রের নাম। সালমান খানের সঙ্গে সেই সিনেমায় অভিনয়ের পর থেকেই ছোট্ট ‘মুন্নি’ ব্যাপক পরিচিতি পান। তবে এরপর পড়াশোনার ব্যস্ততায় আর কাজ করা হয়নি। এক দশক পর অবশেষ অভিনয়ে ফিরছেন সেই হর্ষালি।

হর্ষালি যখন ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র সাত বছর। এর পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির এক দশক পেরিয়ে গেছে। হর্ষালিও পরিণত হয়েছেন। এত বছর ধরে পর্দায় তাঁকে মিস করছিলেন দর্শকেরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। হর্ষালি এখন যুক্ত হয়েছেন বহুল প্রতীক্ষিত তেলেগু ছবি ‘অখণ্ড ২: থান্ডবম’-এ। বয়াপাটি শ্রীনুর পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে আছেন দক্ষিণের তারকা নন্দামুরি বালাকৃষ্ণ। এই ছবির মাধ্যমেই তেলেগু ইন্ডাস্ট্রিতে হর্ষালির অভিষেক।

হর্ষালি মালহোত্রা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ