চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশন এলাকায় চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনের লাইনচ্যুত চাকা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

এ ঘটনায় রেল চলাচলে কোনো অসুবিধা হয়নি বলে জানিয়েছেন কুমিরা রেলস্টেশনের স্টেশনমাস্টার আশরাফুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, আজ দুপুর সোয়া ১২টার দিকে তাঁর স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়। এরপর তিনি নিয়ন্ত্রণকক্ষে বিষয়টি জানান।

পরে উদ্ধারকারী ট্রেন এসে সেটিকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। এ ঘটনায় চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকামুখী লেন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করানো হচ্ছে। ফলে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ঘটনাটি তেমন বড় নয়। একটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এখানে হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন এসে সেটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

এর আগে গত শুক্রবার ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী ট্রেন এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। তিন দিনের মাথায় আবারও একই রকম দুর্ঘটনা ঘটল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট র ন এস র ঘটন

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ