মামলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আইনগত ব্যবস্থা নেবেন: রিজওয়ানা
Published: 23rd, June 2025 GMT
মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,“এ ঘটনায় একটা মামলা হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে।স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেবেন।”
সোমবার (২৩ জুন) সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “মব জাস্টিস যেটা ঘটল, মবের জন্য এটা ঘটল, সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আবারও বলছি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”
পুলিশের সামনে এ ধরনের ঘটনা-জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আপনারা এরই মধ্যে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য শুনেছেন, সরকার বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে। একই সঙ্গে বলা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটু আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মব সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা অপেক্ষা করব।”
কেন মব বন্ধ করা যাচ্ছে না-এ বিষয়ে তিনি বলেন, “এখানে আত্ম-বিশ্লেষণের একটা জায়গা আছে। আমরা কিন্তু একটা আদর্শ পরিবেশে দায়িত্বভার গ্রহণ করিনি। আমাদের ইস্যুভিত্তিক কাজ করে যেতে হচ্ছে। প্রতিটি বিষয়ে প্রাধান্য দিয়ে কাজ করতে হচ্ছে। আমরা যেখানে যাচ্ছি সব জায়গায় বলে যাচ্ছি, আমরা সব বিষয় অ্যাড্রেস করছি। আশা করছি রাষ্ট্র সহনশীলতা ও কার্যকরি উপায়ের সমন্বয়ে আইনের শাসনের দিকে এগিয়ে যাবে।”
পুলিশ কী এখনো মনোবল ফিরে পায়নি-এমন প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, “আমি বলছি না পুলিশ মনোবল ফিরে পায়নি। অনেক জায়গায় আপনি দেখেছেন পুলিশ অনেক বেশি সক্রিয় হয়েছে। তবে আমরা একটা আদর্শ পরিস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করিনি বরং দেশটাকে আদর্শ করার জন্য আমাদের সবসময় কাজ করতে হচ্ছে। আমি বলব পুলিশ আরো বেশি সক্রিয় হবে। তবে সন্তুষ্ট হওয়ার সুযোগ কারো নেই।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বর ষ ট র র উপদ ষ ট ব যবস থ র জন য পর ব শ গ রহণ
এছাড়াও পড়ুন:
উপদেষ্টার সঙ্গে বৈঠক, আন্দোলনরত ‘তথ্য আপা’দের কর্মস্থলে ফেরার আহ্বান
টানা ৭২ দিন রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় আন্দোলনের পর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে বৈঠক করেছেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মকর্তা–কর্মচারীরা। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে একটি প্রতিনিধিদলের আলোচনা হয়। এ সময় উপদেষ্টা আন্দোলনরতদের কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানান।
ঝালকাঠি সদরের তথ্যসেবা কর্মকর্তা ও আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি সংগীতা সরকার প্রথম আলোকে বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। তিনি দাবি করেন, উপদেষ্টা বলেছেন, আগামী সপ্তাহে তথ্য আপা প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তাঁদের কাজে ফিরে যেতে বলেছেন উপদেষ্টা।
অবশ্য উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘এই সরকার কোনো প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তর করছে না। তাই এ ধরনের প্রস্তাব দেওয়া হয়নি। তাঁদের জন্য বিকল্প কী প্রস্তাব নেওয়া যায়, সেটা নিয়ে আমরা চিন্তা করছি। সেই বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে বলে তাঁদের জানিয়েছি।’
২০১১ সালে পাইলট আকারে ১৩টি উপজেলায় তথ্য আপা প্রকল্প শুরু হয়। পরে ২০১৮ সালের শেষ দিকে ৪৯২টি উপজেলায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়। ২০২২ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়। পরে তা দুই বছর বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন করা হয়। গত বছর আরও এক বছর বাড়িয়ে ২০২৫ সালের ৩০ জুন করা হয়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘জাতীয় মহিলা সংস্থা’র বাস্তবায়ন করা এ প্রকল্পের পুরো নাম ছিল ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য-যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন’। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘তথ্য আপা: তথ্য-যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প’।