মামলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আইনগত ব্যবস্থা নেবেন: রিজওয়ানা
Published: 23rd, June 2025 GMT
মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,“এ ঘটনায় একটা মামলা হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে।স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেবেন।”
সোমবার (২৩ জুন) সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “মব জাস্টিস যেটা ঘটল, মবের জন্য এটা ঘটল, সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আবারও বলছি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”
পুলিশের সামনে এ ধরনের ঘটনা-জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আপনারা এরই মধ্যে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য শুনেছেন, সরকার বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে। একই সঙ্গে বলা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটু আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মব সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা অপেক্ষা করব।”
কেন মব বন্ধ করা যাচ্ছে না-এ বিষয়ে তিনি বলেন, “এখানে আত্ম-বিশ্লেষণের একটা জায়গা আছে। আমরা কিন্তু একটা আদর্শ পরিবেশে দায়িত্বভার গ্রহণ করিনি। আমাদের ইস্যুভিত্তিক কাজ করে যেতে হচ্ছে। প্রতিটি বিষয়ে প্রাধান্য দিয়ে কাজ করতে হচ্ছে। আমরা যেখানে যাচ্ছি সব জায়গায় বলে যাচ্ছি, আমরা সব বিষয় অ্যাড্রেস করছি। আশা করছি রাষ্ট্র সহনশীলতা ও কার্যকরি উপায়ের সমন্বয়ে আইনের শাসনের দিকে এগিয়ে যাবে।”
পুলিশ কী এখনো মনোবল ফিরে পায়নি-এমন প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, “আমি বলছি না পুলিশ মনোবল ফিরে পায়নি। অনেক জায়গায় আপনি দেখেছেন পুলিশ অনেক বেশি সক্রিয় হয়েছে। তবে আমরা একটা আদর্শ পরিস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করিনি বরং দেশটাকে আদর্শ করার জন্য আমাদের সবসময় কাজ করতে হচ্ছে। আমি বলব পুলিশ আরো বেশি সক্রিয় হবে। তবে সন্তুষ্ট হওয়ার সুযোগ কারো নেই।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বর ষ ট র র উপদ ষ ট ব যবস থ র জন য পর ব শ গ রহণ
এছাড়াও পড়ুন:
গলা কেটে বিড়াল হত্যা, থানায় জিডি
বগুড়া আদমদীঘিতে গলা কেটে বিড়াল হত্যার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) আদমদিঘী থানায় জিডিটি করেন বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এমরান হোসেন।
আরো পড়ুন:
স্ত্রী ও প্রেমিক মিলে হত্যা করে জহুরুলকে: পুলিশ
ভোররাতে মাছ ধরতে ডাকাডাকি, বের হতেই হত্যা
গত সোমবার আদমদীঘি উপজেলার নশরতপুর উনিয়নের দত্তবাড়ীয়া গুচ্ছ গ্রামে বিড়ালটিকে হত্যা করা হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নজরে আসে। ঘটনাটি বিস্তারিত জানার পর তারা আইনগত ব্যবস্থা নিতে জিডি করে।
জিডিতে বলা হয়, গত সোমবার দুপুর একটা থেকে ২টার মধ্যে দত্তবাড়ীয়া গুচ্ছ গ্রামের মোছা. বুলবুলি (২৬) নামের এক নারী একটি সাদা-কালো পুরুষ বিড়ালকে বটি দিয়ে হত্যা করেন এবং বুক চিরে নারী-ভুঁড়ি বের করে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে ফেলে দেন। প্রতিবেশী এক নারী বিড়ালটিকে কুড়িয়ে এনে বরফ দিয়ে সংরক্ষণ করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ জানান, যে কোনো প্রাণীকে হত্যা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। যে নিষ্ঠুরভাবে বিড়ালটিকে গলা কেটে হত্যা এবং পরে পেট কেটে নাড়ি -ভুঁড়ি বের করে নেওয়া হয়েছে সেটা দেখে মনে হচ্ছে অভিযুক্ত নারী একজন সাইকোপ্যাথ। তিনি যে কোনো সময় মানুষ হত্যা করতে পারবেন।
এই ঘটনার পরে বিড়াল হত্যায় অভিযুক্ত বুলবুলির একটি স্বীকারোক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি ঘটনাটি স্বীকার করে জানান, তরকারি থেকে নিয়মিত মাছ-মাংস চুরি করে খাওয়ার কারণে ক্রোধের মাথায় মাঠ থেকে বিড়ালটিকে ধরে এনে হত্যা করে নাড়ি-ভুঁড়ি বের করে পুড়িয়ে ফেলেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিড়ালের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।”
তিনি বলেন, “জিডির বিষয়ে আদালত থেকে তদন্ত করার জন্য অনুমতি চাওয়া হবে। অনুমতি পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/এনাম/মাসুদ