গত ১২ জুন যুক্তরাজ্যে মারা যান বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। মরদেহ ভারতে নিয়ে আসা তৈরি হয় জটিলতা। সব সংকট কাটিয়ে ভারতে নিয়ে আসা হয় সঞ্জয়ের মরদেহ।

গত ১৯ জুন দিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। কন্যা সামাইরা ও পুত্র কিয়ানকে নিয়ে হাজির হয়েছিলেন কারিশমা কাপুর। রবিবার (২২ জুন) দিল্লিতে প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের স্মরণসভা ছিল। সঞ্জয়ের সবকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বর্তমান (তৃতীয়) স্ত্রী প্রিয়া কাপুর ও তার দুই সন্তান।

ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেন সঞ্জয়। শেষকৃত্যে দুই স্ত্রী উপস্থিত থাকলেও দেখা যায়নি প্রথম স্ত্রী নন্দিতা মাহতানিকে। তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মুখ দেখাদেখি বন্ধ ছিল। সঞ্জয়ের মৃত্যুর খবর পাওয়ার পরও শেষবার দেখতেও আসেননি নন্দিতা। তবে কারিশমা সব অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

কবে আসছে অজয়ের ‘দৃশ্যম থ্রি’?

পরের মিসাইলটি হয়তো আমার মা-ভাইকে আঘাত করবে: মান্দানা করিমি

সঞ্জয়-কারিশমা দম্পতির প্রথম সন্তান সামাইরা। ২০১০ সালে তাদের পুত্রসন্তান কিয়ানের জন্ম হয়। তার ছয় বছরের মাথায় বিবাবিচ্ছেদ হয় কারিশমা-সঞ্জয়ের। এরপর মডেল-অভিনেত্রী প্রিয়া সাচদেবকে বিয়ে করেন সঞ্জয়। বিয়ের বছরখানেক পর অর্থাৎ ২০১৭ সালে তাদের পুত্রসন্তানের জন্ম হয়।

প্রিয়ার আগের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে, সঞ্জয় তাকেও দত্তক নেন। কারিশমার সঙ্গে বিচ্ছেদ হলেও তার দুই সন্তানের সঙ্গে সময় কাটাতেন প্রিয়া। বিভিন্ন সময় তাদের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কেবল তাই নয়, কারিশমার দুই সন্তান নিয়ে ছুটি কাটাতেও গিয়েছেন প্রিয়া। এমনকি কিয়ানকে ‘চোখের তারা’ বলে সম্বোধনও করেছেন।

সঞ্জয়ের শেষকৃত্যে প্রিয়াকে সান্ত্বনা দিতে দেখা যায় কারিশমাকে। স্মরণসভায় প্রিয়ার পেছনে দাঁড়িয়েছিলেন কারিশমা। সতীন হলেও আপাতদৃষ্টিতে তাদের সম্পর্ক তিক্ত নয়।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।

এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।

এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।

সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

সম্পর্কিত নিবন্ধ